StudyWithGenius

HS Bengali Suggestion 2022 –পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (ব্রে্র্টোল্ট ব্রেখট)আন্তর্জাতিক কবিতা প্রশ্ন উত্তর – উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন

HS BENGALI SUGGESTION CHAPTER 11

Hs Bengali Suggestion, Hs Bengali Suggestion 2022, Hs Bengali Suggestion 2022 all, Hs Bengali Suggestion 2022 answers, Hs Bengali Suggestion 2022 bangla, Hs Bengali Suggestion 2022 bengali, Hs Bengali Suggestion 2022 bengali pdf, Hs Bengali Suggestion 2022 board, Hs Bengali Suggestion 2022 class 12, Hs Bengali Suggestion 2022 in bengali, Hs Bengali Suggestion 2022 in west bengal, Hs Bengali Suggestion 2022 question and answer

HS Bengali Suggestion 2022 –পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (ব্রে্র্টোল্ট ব্রেখট) আন্তর্জাতিক কবিতা প্রশ্ন উত্তর

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার অধ্যায় ভিত্তিক (পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন-ব্রে্র্টোল্ট ব্রেখট) সাজেশন নিম্নে দেওয়া হল। এখানে উল্লিখিত অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি দেওয়া হল। এই প্রশ্ন এবং উত্তর  গুলি 2022 সালের উচ্চ মাধ্যমিক  বাংলা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের জন্য জন্য সাজেশন খুঁজে চলেছো, তারা নিম্নে দেওয়া প্রশ্ন এবং উত্তর গুলি ভালো করে পড়তে পারো।

MCQ প্রশ্নোত্তর [ মান ১ ] HS Bengali Suggestion –পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (ব্রে্র্টোল্ট ব্রেখট) প্রশ্নউত্তর – উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন

CLASS 12 BENGALI MCQ 500+

Welcome to your পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন- ব্রে্র্টোল্ট ব্রেখট

1. 
আলেকজান্ডার জয় করেছিলেন—

Add description here!

2. 
“সাত দরজাঅলা থিস্‌”—‘থিবস্’-এর অবস্থান—

3. 
“সাত বছরের যুদ্ধ জিতেছিল”–

4. 
উপকথার দ্বীপটির নাম হল—

5. 
“লিমা যারা বানিয়েছিল”–‘লিমা' হল—

6. 
‘গলদের’ নিপাত করেছিলেন—

7. 
ব্রে্র্টোল্ট ব্রেখট হলেন একজন—

8. 
“বিরাট আর্মাডা যখন ডুবল”–‘আর্মাডা’ হল—

9. 
“গলদের নিপাত করেছিলেন সিজার।”—‘গল্’ হল—

10. 
‘থিবস্’-এর দরজা--

11. 
“আর ব্যাবিলন এতবার গুঁড়ো হল”—‘ব্যাবিলন’ হল—

12. 
চিনের প্রাচীর তৈরির কাজ শেষ হয়েছিল—

13. 
ফিলিপ সম্রাট ছিলেন—

14. 
সমুদ্র খেয়েছিল—

15. 
সিজার ছিলেন-

16. 
ব্রেখট সাহিত্যের কোন্ আঙ্গিকে দক্ষ?

17. 
“সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?” রাজমিস্ত্রিদের কোন সন্ধ্যার কথা বলা হয়েছে?

18. 
সোনা-ঝকঝকে শহর -

19. 
“সেখানে কি সবাই প্রসাদেই থাকত?” কোথায় থাকার কথা বলা হয়েছে?

20. 
জয়তোরণে ঠাসা -

 

Thank You

 

Join our social networks below and stay updated with latest contests, videos, internships and jobs!
YouTube | LinkedIn | Instagram | Facebook | Pinterest

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান ১]HS Bengali Suggestion –পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (আন্তর্জাতিক কবিতা)প্রশ্ন উত্তর – উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন

1.‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতাটি কে অনুবাদ করেন?
Ans.আধুনিক কবি শঙ্খ ঘোষ জার্মান কবি বের্টোল্ট ব্রেখটের ‘Questions From a Worker Who Reads ‘ কবিতার বাংলা অনুবাদ করেন ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ নামে।
2.‘সাত দরজাঅলা থিস্’ কথাটি কোন্ জায়গা সম্পর্কে বলা হয়েছে?
Ans.উত্তর আধুনিক কালের কবি শঙ্খ ঘোষের অনূদিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় প্রাচীন গ্রিসের রাজধানী থিস্ সম্পর্কে এ কথা বলা হয়েছে। মিশরীয় থিস্-এর থেকে এর পৃথক্করণের জন্য স্থানটির এই প্রকার নামকরণ করা হয়েছে।
3.এ. ‘কে বানিয়েছিল সাত দরজাঅলা থিবস?’—কবির এ কথা বলার অর্থ কী?
Ans.পৃথিবীর সমস্ত সভ্যতা গড়ে তোলার নেপথ্যে অগণিত শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম প্রধান ভূমিকা পালন করে। অথচ যারা সভ্যতা তৈরি করে তাদের নাম ইতিহাসের পাতায় স্থায়ী আসন লাভ করে না বরং রাজরাজড়াদের নাম সংযুক্ত হয়ে থাকে। এই আক্ষেপ প্রকাশ প্রসঙ্গেই কবি এরূপ মন্তব্য করেছেন।
4.ব্যাবিলন কী এবং কোথায় অবস্থিত?
Ans.প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার বুকেই ব্যাবিলন নামক সভ্যতা গড়ে ওঠে। বর্তমান ইরাক প্রদেশের বুকে খ্রিস্টপূর্ব ২৩০০ অব্দে সভ্যতাটি গড়ে উঠেছিল।
5.”বইয়ে লেখে রাজার নাম”—রাজার নাম লেখাতে কবির আপত্তি কেন?
Ans.প্রাচীন গ্রিসের থিস নগরী গড়ে উঠেছিল শ্রমজীবী মানুষের মেহনতের বিনিময়ে। অথচ তার প্রতিষ্ঠাতা হিসেবে লেখা আছে রাজার নাম। এইজন্য কবির আপত্তি |
6.“স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব।”—কেন ফিলিপ কেঁদেছিলেন?
Ans.স্পেনের বিখ্যাত রণতরী আর্মাডা সমুদ্রে ডুবে গিয়েছিল বলে ফিলিপ খুব কেঁদেছিলেন।
7.“আর কেউ কাঁদে নি?”—–কান্নার কারণ কী ছিল? Ans. স্পেনের বিখ্যাত রণতরী আর্মাডা সমুদ্রে নিমজ্জিত হয়েছিল—এটাই ছিল কান্নার কারণ |
8.“যখন সমুদ্র তাকে খেল”—কাকে সমুদ্র খেয়েছিল?
Ans.আটলান্টিস নামক দ্বীপভূখণ্ডকে সমুদ্র খেয়েছিল।
9.”খরচ মেটাত কে?”—কীসের খরচ?
Ans.বিজয় উৎসবের ভোজের আয়োজনে অথবা মহামানবের প্রতিষ্ঠার যে খরচ হত এখানে তার কথাই বলা হয়েছে।
10.“সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা।”—কোন্ সন্ধ্যার কথা বলা হয়েছে?
Ans.সুদীর্ঘ শ্রমের বিনিময়ে রাজমিস্ত্রিরা একদিন চিনের প্রাচীর তৈরি সমাপ্ত করেন| যেদিন এই প্রাচীর তৈরি সমাপ্ত হয়েছিল, এখানে সেই সন্ধ্যার কথা বলা হয়েছে।
11.“চিৎকার করে উঠেছিল”—–কে, কাদের জন্য চিৎকার করে উঠেছিল?
Ans.আটলান্টিস ডুবে গিয়েছিল সমুদ্রে। ডোবার সময় এই ভূখণ্ড কেঁদেছিল তার নির্মাতা ক্রীতদাসদের জন্য।
12.গল্ কারা?
Ans.ফ্রান্সের পূর্ব নাম গল্। তাই এর অদিবাসীদেরও গল্ বলা হত।
13.“সেখানে কি সবাই প্রসাদেই থাকত?”— কোথায় ?
Ans.’সেখানে’ বলতে বাইজেনটিয়ান নগরীর কথা বলা হয়েছে |
14.“নিদেন একটা রাঁধুনি তো ছিল?” –কার সঙ্গে, কখন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে?
Ans.জুলিয়াস সিজার গল্ জাতিকে বিনাশ করেছিলেন | এই গল্দের নিপাতকালে তাঁর সঙ্গে রাঁধুনি থাকার কথা বলা হয়েছে।
15.“ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার করে উঠেছিল”—কে, কাদের জন্য চিৎকার করে উঠেছিল?
Ans.উপকথার আটলান্টিস ডুবতে ডুবতে ক্রীতদাসদের জন্য চিৎকার করে উঠেছিল।
16.“কে, আবার গড়ে তুলল এতবার?” –কী গড়ে তোলার কথা বলা হয়েছে?
Ans.বারবার ধবংস হয়ে যাওয়া ব্যাবিলন শহরকে গড়ে তোলার কথা বলা হয়েছে।
17.লিমা কী এবং কারা এটি তৈরি করে?
Ans.লিমা হল পেরুর রাজধানী এবং সর্ববৃহৎ শহর। এটি দক্ষিণ আমেরিকার পশ্চিম-মধ্য অঞ্চলে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত। সোনারুপার দেশ বলে স্পেনীয়রা সেখানে সুদীর্ঘকাল ঘাঁটি গেঁড়ে বসেছিল এবং সুসভ্য নগর রূপে গড়ে তুলেছিল।
18.সিজার কে?
Ans.প্রাচীন রোমান সভ্যতার একনায়ক তথা প্রধান সেনাপতি হলেন জুলিয়াস সিজার। তার পুরোনাম গাউস জুলিয়াস সিজার। তিনি প্রায় দশ বছর ধরে একনায়ক রূপে শাসন ক্ষমতায় সুপ্রতিষ্ঠিত ছিলেন।
19.বাইজেনটিয়াম কাদের জন্য তৈরি হয়েছিল?
Ans.যে-কোনো উন্নত সভ্যতার মতো প্রাচীন বাইজেনটিয়াম শ্রমিক, মজুদের রক্ত ঘামে তৈরি হলেও তাদের নাম অনুল্লেখিত থেকে যায় ইতিহাসের পাতায়। সেখানে শুধু রাজরাজড়ারাই বসবাস করতেন না, তার সঙ্গে অগণিত শ্রমজীবী মানুষ বসবাস করত। কারণ, সেই সাম্রাজ্য সকলের জন্য তৈরি হয়েছিল।
20.আটলান্টিস ডুবে যাওয়ার সময় কারা কারা কেঁদেছিল?
Ans.আটলান্টিস ছিল হারকিউলাসের পিলারের পাদদেশে অবস্থিত একটি দ্বীপ। কোনো এক সময়ের প্রলয়ে যখন এটি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় তখন তার শোকে মুহ্যমান হয়ে পড়ে রাজারাসহ সেখানকার বন্দি ক্রীতদাসেরাও চোখের জল ফেলেছিল। কারণ, সে স্থানটি তাদেরও একান্ত আদরের দেশ রূপে পরিচিত ছিল।
21.আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন?
Ans.গ্রিসের অন্তর্গত ম্যাসিডন রাজ্যের রাজা দ্বিতীয় ফিলিপের পুত্র ছিলেন আলেকজান্ডার। পিতার মৃত্যুর পর তিনি সেখানকার রাজা হন ও পারস্য-সিরিয়াসহ ভারত ভূমি ও বিশ্বের বিভিন্ন স্থানে সাম্রাজ্য বিস্তার করেন।
22.‘খরচ মেটাত কে?’—কীসের খরচ?
Ans.সুদীর্ঘকাল ধরে প্রভাবশালী দোর্দণ্ডপ্রতাপ মহামানবদের বা শক্তিধর রাজাদের আগমনে যে বিলাসব্যসনপূর্ণ রাজকীয় আয়োজন করা হত তাতে বিপুল পরিমাণ অর্থব্যয় ঘটত। এখানে সেই আয়োজনের জন্য অর্থ খরচের কথাই বলা হয়েছে।
23.“কত সব খবর। কত সব প্রশ্ন।” – এ কথার অর্থ কী?
Ans.দেশ-সমাজ-প্রগতি-সভ্যতা গড়ে তোলে শ্রমজীবী মানুষ ৷ অথচ ইতিহাসের পাতায় তারাই থাকে অনুল্লেখিত। যারা সভ্যতা গড়ার কারিগর তারাই থাকে সভ্যতার আলো থেকে বহুদূরে, সভ্যতার অন্তরালে চাপা পড়ে যায় তাদের কণ্ঠস্বর। কবি কণ্ঠে সেই স্বরই বিস্ময় ও প্রশ্নের ভঙ্গিমায় উঠে এসেছে।

24.চিনের প্রাচীর কারা তৈরি করে?
Ans.খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোড়শ শতক পর্যন্ত চিনের উত্তর-পশ্চিম সীমান্তের সুরক্ষার জন্য অগণিত শ্রমিকেরা কিং বংশ থেকে শুরু করে মিং রাজবংশের আমল পর্যন্ত পাথর ও মাটি দিয়ে পৃথিবীর অন্যতম আশ্চর্য এই মহাপ্রাচীর তৈরি করে।

25.রোম কী দিয়ে ঠাসা?
Ans. সুপ্রাচীনকাল থেকে গড়ে ওঠা রোম শহরে অজস্র জয়স্তম্ভ ও তোরণের ছড়াছড়ি। বিশেষত, রোমান সাম্রাজ্যের রাজধানী রূপে লাতিউম অঞ্চলের প্রধান শহর রোম স্থাপত্য ও ভাস্কর্য সুষমায় সমুন্নত হয়ে ওঠে।

রচনাধর্মী বড়ো প্রশ্নোত্তর [মান ৫] HS Bengali Suggestion–পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (আন্তর্জাতিক কবিতা) প্রশ্নউত্তর-উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন

1.ব্যাবিলনের ধ্বংস হওয়া ও নতুন করে গড়ে তোলার বিষয়ে কারা মুখ্য ভূমিকা পালন করে?

অথবা,

“কে আবার গড়ে তুলল এতবার?”—এখানে কী গড়ে তোলার কথা বলা হয়েছে? কবি এই ধরনের প্রসঙ্গ উত্থাপন করেছেন কেন? 

Ans. জার্মান কবি বের্টোল্ট ব্রেখ্ট তঁার ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় স্থাপত্য-ভাস্কর্যে পূর্ণ ব্যাবিলনের ধ্বংস হওয়া এবং বারেবারে তার পুনর্নির্মাণ প্রসঙ্গে আলোকপাত করেছেন। ব্যাবিলন বারেবারে আক্রান্ত হয়েছে, ধ্বংস হয়েছে আবার গড়ে উঠেছে। পার্সিয়ার রাজা সাইরাস, ম্যাসিডনের রাজা আলেকজান্ডার, রাজা তৃতীয় দারিয়ুসের বারংবার আক্রমণের মধ্য দিয়ে গিয়ে সপ্তম শতকে মেসোপটেমিয়া সভ্যতা রূপে ব্যাবিলনের উত্থান ঘটেছে বলে ইতিহাসে কথিত আছে। ২৩০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ব্যাবিলন একটি মনোরম ও পবিত্র শহর রূপে গড়ে উঠেছিল। সেই উন্নতির নেপথ্যে যারা ছিল তারা সকলেই শ্রমজীবী মানুষ, অথচ যে-কোনো সভ্যতা গড়ার যারা কারিগর তারা থাকেন প্রচারের আলোকবৃত্তের বাইরে। কোনো সৃষ্টিই যোগ্য স্রষ্টা ছাড়া সম্ভব হয় না। আর পৃথিবীর বৃহৎ ও মহৎ সমস্ত সৃষ্টির পিছনেই আছে অগণিত মানুষের সুকঠোর অধ্যবসায়, শ্রমলব্ধ ত্যাগ ও শিল্পের প্রতি অনুরাগ। কিন্তু সৃষ্টির পর সমস্ত কৃতিত্বের ভাগীদার হয়ে থাকেন উচ্চ বলয়ের মানুষজন। তিনি হতে পারেন রাজা, নবাব, সম্রাট বা অন্যকিছু। কবি বের্টোল্ট ব্রেশ্ট তথাকথিত ধারণা ও ভাবনার বিপরীতে লুক্কায়িত একান্ত অনুভুতিটিকে জনসমক্ষে তুলে ধরেছেন ‘পড়তে জানে এক এমন মজুরের প্রশ্ন’ কবিতায়। কবি সকলকে এই সত্যই জানাতে চেয়েছেন যে, ব্যাবিলনের শূন্য উদ্যানসহ তার যা-কিছু স্থাপত্য সুষমা তা তার নেপথ্যচারী অক্লান্ত কর্মী বাহিনীর জীবনপণ করা সংগ্রামের ভিতর দিয়েই প্রতিভাত হয়েছে।

2.“ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। | একলাই নাকি?” –আলেকজান্ডারের পরিচয় দাও। এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন?

Ans. আলেকজান্ডার (৩৫৬-৩২৩ অব্দ) প্রাচীন গ্রিসের ম্যাসিডনের শাসনকর্তা দ্বিতীয় ফিলিপের পুত্র। পিতার মৃত্যুর পর তিনি গ্রিসের সমস্ত নগররাষ্ট্রগুলিকে একই শাসনের অধীনে নিয়ে আসেন এবং ধীরে ধীরে পারস্য, সিরিয়া, গাজা, মিশর, ফোনিসিয়া, জুড়িয়া এবং মেসোপটেমিয়া জয় করেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি ম্যাসিডোনিয়ার ক্ষমতা করায়ত্ত করেন এবং সারাবিশ্ব জয় করার অঙ্গীকার করে প্রায় ১২ বছরে তিনি তাঁর মনস্কামনা পূর্ণ করেন।

জার্মান কবি বের্টোল্ট ব্রেশ্ট শ্রমজীবী সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশ্নোত্থাপন করেছেন। এই প্রশ্ন তাদের অধিকারের প্রশ্ন, মর্যাদা-অমর্যাদার প্রশ্ন। তরুণ আলেকজান্ডারের প্রসঙ্গও কবির মূল বক্তব্যেরই দ্যোতক। যৌবনোদ্যত আলেকজান্ডার বিশ্বজয়ের স্বপ্নের মৌতাতে বিভোর হয়ে একযোগে মাত্র বারোবছর সময়কালের মধ্যে বিশ্বের এক বিস্তীর্ণ অঞ্চলে আধিপত্য বিস্তারে সক্ষম হন। তবে এই বিজয় বিষাণ আলেকজান্ডারের একক প্রয়াসে ধ্বনিত হয়নি। তাঁর অনুগামীর দলের নিরবচ্ছিন্ন সহযোগিতা তার এই কঠিন-কঠোর কণ্টকাস্তীর্ণ পথচলাকে করে তুলেছিল পরমাস্বাদ্য। আসলে আবহমান কাল ধরে সমাজের মেহনতি সম্প্রদায়ের কায়িক শক্তিই সভ্যতার চক্রকে সচল রাখে। তারাই সভ্যতার অপরাজেয় বিজয়রথের বাহন। অথচ সভ্যতার ইতিহাসে তাদের উল্লেখমাত্র থাকে না, তাদের অবদান স্বীকৃতির সুখস্পর্শ লাভে সমর্থ হয় না। আলেকজান্ডারের বিজয়পথের দৈর্ঘ্য হ্রাসকারীদেরও কোনো উল্লেখ ইতিহাসে নেই। রাজার মস্তিষ্ক প্রসূতচিন্তা-চেতনা লোকবলকে আশ্রয় করেই রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করতে সমর্থ হয়। অর্থাৎ, রাজার আসল শক্তি আপামর জনসাধারণ। কবি আলোচ্য পক্তি দ্বয়ের অবতারণা ঘটিয়েছেন এই সত্যটিকেই প্রকাশ করতে যে, পৃথিবীর অপরাপর সকল শাসকের মতোই আলেকজান্ডারও লোকবলেই সমৃদ্ধ। জনবল বিনা রাজা সাধারণেরই পদবাচ্য হয়ে ওঠেন।

3.“গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাঁধুনি তো ছিল?”—সিজার কে? “নিদেন একটা রাঁধুনি তো ছিল’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

Ans.  প্রাচীন রোমান সাম্রাজ্যের একজন সেনাপতি ও নায়ক ছিলেন জুলিয়াস সিজার। তাঁর সম্পূর্ণ নাম গাউস জুলিয়াস সিজার। ঐতিহাসিকদের মতানুযায়ী রোমের প্রথম ও প্রধান সম্রাট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী একনায়ক ছিলেন তিনি। ১০২-১০০ খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেন ও ৪৪ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বর্তমান ছিলেন। তিনি প্রায় দশ বছর পর্যন্ত সম্রাটের আসনে সমাসীন ছিলেন। তিনি নিজস্ব একটি নৌবাহিনী তৈরি করে এজিয়ন সাগরের বেশ কিছু জলদস্যু নিধন করেন। তিনি কনসুল পদে নির্বাচিত হয়ে গল্ প্রদেশের শাসনকর্তা নিযুক্ত হন এবং গল্দের অন্তর্দ্বন্দ্বের সুযোগে দীর্ঘমেয়াদি যুদ্ধের শেষে তিনি তাদের নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন।

রাজত্ব করা কোনো সাধারণ বিষয় নয়, আবার যুদ্ধজয়ও সাধারণের কর্ম নয়। রাজার কূটনৈতিক চিন্তা-চেতনার রূপায়ণ তাঁর বলিষ্ঠ যোগ্য সেনাবাহিনীর সহায়তাতেই তা সম্ভব হয়। জনগণ তথা সেনাবাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনেই রাজা সফলকাম হন। সেদিক দিয়ে বিচার করলে এটি স্পষ্ট যে, জুলিয়াস সিজারও গলদের মতো এক দুর্ধর্ষ জাতিকে নিপাত করার কাজটি একক প্রয়াসে সম্পন্ন করতে পারেননি। জনগণের সমর্থন ও নৌবাহিনীর একনিষ্ট আত্মবলিদানে তিনি গল্দের ওপর জয়লাভে সমর্থ হন। এই প্রসঙ্গেই কবি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেছেন, অন্ততপক্ষে একজন রাঁধুনিও ছিল তাঁর সঙ্গে যে সময়ে সময়ে তাঁর ক্ষুধানিবারণ করে তাঁকে যুদ্ধ করার মতো শারীরিক সামর্থ্য বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ এই কৃতিত্ব তাঁরএকার কখনোই নয়। সহকর্মীদের, সহযোদ্ধাদের সাহায্যেই তাঁর এই জয়লাভ সম্ভব হয় বলে কবি আলোচ্য কথাটি বলেন ও রাঁধুনির প্রসঙ্গ উত্থাপন করেন।

4.‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় কবির সমাজ চেতনার কী পরিচয় পাও?

Ans. কবি বের্টোল্ট ব্রেখটের লেখা ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতাটির মূল প্রতিপাদ্য বিষয়ই হল সমাজবীক্ষার প্রকৃত সত্যটি উদ্ঘাটন করা। কবি সমাজের বাহ্যিক রূপের আচ্ছাদনে ঢাকা পড়ে যাওয়া সত্যকে সর্বসমক্ষে তুলে ধরে পাঠক সমাজকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছেন। যুগ যুগ ধরে সমাজের বুকে চলে আসা অন্যায়ের প্রতিকার করতে কবি বলেছেন যে, পৃথিবীর সমাজ-সভ্যতার ইতিহাসের মূল ভিত্তিভূমিটি যাদের শক্তির বিনিময়ে, শ্রমলব্ধ অধ্যবসায়ে গড়ে উঠেছিল তারাই থেকে গেছে সভ্যতার উজ্জ্বলতার বিপরীতে আর সমাজের উজ্জ্বল পাদপ্রদীপের শিখায় আলোকিত হয়েছেন শক্তিধর রাজরাজড়ারা। গ্রিক-রোমান বা প্রাচ্য-পাশ্চাত্য সমস্ত সভ্যতারই কারিগর এই শ্রমজীবী শ্রেণি। অথচ, সুপ্রাচীন কালের গ্রিক সভ্যতার সাত দরজাওয়ালা থিস্ নগরের পত্তন থেকে শুরু করে সাত বছরের যুদ্ধে দ্বিতীয় ফ্রেডারিকের জয় পর্যন্ত সকল ক্ষেত্রেই সেইসব অক্লান্ত কর্মবীরদের গুণকীর্তন করা হয়নি কোথাও। তাই যারা ক্ষমতাসীন তারাই সৌভাগ্যের শীর্ষ শিখরে আরোহণ করেন। আর সভ্যতার চিরকালীন বেদনার করুণ রাগিণীতে বেদনার্ত এবং শ্রমনিষিক্ত মানুষেরা অসহায় ও বঞ্চিতের দলে পরিণত হয়। কবির দৃঢ় বিশ্বাস তারাই একদিন সমাজের কাছে প্রশ্ন করে নিজেদের ঐতিহাসিক ভূমিকার কথা প্রত্যয়িত করে তুলবে।

5.”…সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?” রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন?

Ans. বের্টোল্ট ব্রেশ্ট রচিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ নামক কবিতার বর্ণনা অনুযায়ী রাজমিস্ত্রিরা চিনের প্রাচীর তৈরি করেছিল।

এই কবিতায় ব্রেখট প্রথাগত ইতিহাসের আড়ালে অবহেলিত থাকে যে প্রকৃত ইতিহাস, তার কথা তুলে ধরেছেন। পৃথিবীর কোনো সভ্যতাই কোনো ব্যক্তির একক কৃতিত্বে রচিত নয়। অসংখ্য শ্রমিকের নিরলস শ্রমদানেই এগিয়ে চলে সভ্যতার চাকা। কিন্তু গতানুগতিক ইতিহাস স্মরণ করে সেই রাজাকে যার রাজত্বে সভ্যতার কোনো বিশেষ সৃষ্টি নির্মিত হয়েছিল। সাত দরজাওয়ালা থিসের জন্য কৃতিত্বের তিলক পরেছেন নির্মাতা রাজা, কিন্তু বিস্মৃতির অতলে তলিয়ে গেছে থিসের নির্মাণকারী শ্রমিকরা। ঠিক একইভাবে বিদেশি শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য চিনের দীর্ঘ প্রাচীর নির্মাণ করতে গিয়ে মৃত্যুকেও মেনে নিয়েছিল যে রাজমিস্ত্রিরা, প্রাচীর শেষ হওয়ার পর তাদের খবর কেউ রাখেনি। বরং কিং রাজাদের সাম্রাজ্যকালে যে প্রাচীর নির্মাণ শুরু হয় এবং হান, সুই কিংবা মিং সাম্রাজ্যকালে তার যে বিস্তৃতি লাভ ঘটে তাই ইতিহাসে লিখিত রয়েছে। অথচ এই শ্রমজীবী মানুষরাই সভ্যতার মূল চালিকাশক্তি। রবীন্দ্রনাথের দৃষ্টিতে—

                                                                         “শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ ‘পরে

                                                                          ওরা কাজ করে।”

ইতিহাস তাদের সম্বন্ধে নীরব থাকে। পুঁজিপতি শ্রেণির ইতিহাস শ্রমিকদের সেই কৃতিত্ব স্বীকার করে না। কিন্তু সমাজসচেতন কবি ব্রেশ্ট এই চরম অন্যায়কে এক মজুরের প্রশ্নের আকারে তুলে ধরেছেন সভ্য মানুষের বিবেককে নাড়া দিতে।

HS Bengali Suggestion 2022 –পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (ব্রে্র্টোল্ট ব্রেখট)আন্তর্জাতিক কবিতা প্রশ্ন উত্তর

“HS Bengali Suggestion 2022 –পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (ব্রে্র্টোল্ট ব্রেখট) আন্তর্জাতিক কবিতা  প্রশ্ন উত্তর” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক বাংলা (Hs Bengali Suggestion / Hs Bengali Suggestion 2022 / Hs Bengali Suggestion 2022 all / Hs Bengali Suggestion 2022 answers / Hs Bengali Suggestion 2022 bangla / Hs Bengali Suggestion 2022 bengali / Hs Bengali Suggestion 2022 bengali pdf / Hs Bengali Suggestion 2022 board / Hs Bengali Suggestion 2022 class 12 / Hs Bengali Suggestion 2022 in bengali / Hs Bengali Suggestion 2022 in west bengal / Hs Bengali Suggestion 2022 question and answer ) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Studywithgenius.in  এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক  বাংলা  পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং সাজেশন  প্রদানের প্রচেষ্টা করা হলাে।

ছাত্রছাত্রী এবং পরীক্ষার্থীদের উপকারের জন্য, আমাদের প্রয়াস  উচ্চ মাধ্যমিক  বাংলা পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং সাজেশন (Hs Bengali Suggestion / Hs Bengali Suggestion 2022 / Hs Bengali Suggestion 2022 all / Hs Bengali Suggestion 2022 answers / Hs Bengali Suggestion 2022 bangla / Hs Bengali Suggestion 2022 bengali / Hs Bengali Suggestion 2022 bengali pdf / Hs Bengali Suggestion 2022 board / Hs Bengali Suggestion 2022 class 12 / Hs Bengali Suggestion 2022 in bengali / Hs Bengali Suggestion 2022 in west bengal / Hs Bengali Suggestion 2022 question and answer ) সফল হবে।
© StudywithGenius.in

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের Studywithgenius.in ওয়েবসাইটের পাশে থাকুন। সমস্ত বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X