StudyWithGenius

Class 9 Model Activity Task Part 2 February 2022 | নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক | Physical Science, Life Science, Mathematics

Class 9 Model Activity Task Part 2 February 2022 | Class 9 Model Activity Task February 2022

class 9 model activity task part 2 february 2022 , class 9 model activity task part 2 february 2022 activity, class 9 model activity task part 2 february 2022 answers, class 9 model activity task part 2 february 2022 arts, class 9 model activity task part 2 february 2022 education, class 9 model activity task part 2 february 2022 english, class 9 model activity task part 2 february 2022 bengali, class 9 model activity task part 2 february 2022 geography, class 9 model activity task part 2 february 2022 sastho o sarirshiksha, class 9 model activity task part 2 february 2022 life science, class 9 model activity task part 2 february 2022 physical science, class 9 model activity task part 2 february 2022 biggan, class 9 model activity task part 2 february 2022 itihas ,class 9 model activity task part 2 february 2022 mathematics, class 9 model activity task part 2 february 2022 maths, class 9 model activity task part 2 february 2022 new, class 9 model activity task part 2 february 2022 solution, class 9 english model activity task part 2 february 2022, class 9 bengali model activity task part 2 february 2022, class 9 geography model activity task part 2 february 2022, class 9 history model activity task part 2 february 2022, class 9 mathematics model activity task part 2 february 2022, class 9 science model activity task part 2 february 2022, class 9 math model activity task part 2 february 2022, class 9 life science model activity task part 2 february 2022, class 9 physical science model activity task part 2 february 2022

class 9 english model activity task part 2, class 9 geography model activity task part 2 ,class 9 model activity task part 2, class 9 history model activity task part 2 , class 9 bengali model activity task part 2, class 9 aamader poribesh model activity task part 2, class 9 science model activity task part 2, class 9 model activity task part 2 solution, class 9 life science model activity task part 2, class 9 physical science model activity task part 2

Class 9 Model Activity Task Part 2 February 2022 | Class 9 Model Activity Task February 2022 will be discussed here. This is the first model activity task of the year 2022. This activity task has full marks of 20 which you have to solve and submit to your teachers in February month. So, we published here Class 9 Model Activity Task Part 2 February 2022 | Class 9 Model Activity Task February 2022 all subject questions with proper answers. Follow this article and write every answer carefully, you will get the best result. So, let’s solve this Class 9 Model Activity Task Part 2 February 2022 | Class 9 Model Activity Task February 2022

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের 2022 এর জানুয়ারী মাস থেকে আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে । Class 9 Model Activity Task Part 2 February 2022 | Class 9 Model Activity Task February 2022  সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তর আমাদের ওয়েবসাইট studywithgenius.in তে দেওয়া হয়েছে । Class 9 Model Activity Task Part 2 February 2022 | Class 9 Model Activity Task February 2022 এর যে সমস্ত প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নিচের প্রশ্নোত্তর গুলি লিখবে ।

class 9 model activity task part 2 february 2022 2

Class 9 Physical Science Model Activity Task Part 2 February 2022 | Class 9 Physical Science Model Activity Task February 2022

নবম শ্রেণি

ভৌত বিজ্ঞান

পূর্ণমান : ২০

১. ঠিক উত্তরটি নির্বাচন করাে : ১x৩=৩ 

১.১ ML2T-2 যে ভৌত রাশির মাত্রীয় সংকেত তা হলাে— 

(ক) কার্য 

(খ) ক্ষমতা 

(গ) বল

(ঘ) ভরবেগ 

উত্তর :  (ক) কার্য 

১.২ নীচের যেটি ভেক্টর রাশি সেটি হলাে— 

(ক) কার্য 

(খ) দ্রুতি

(গ) ভরবেগ

(ঘ) ক্ষমতা 

উত্তর : (গ) ভরবেগ

১.৩ ত্বরণের মাত্রীয় সংকেত হলাে— 

(ক) MLT-2 

(খ) LT-1

(গ) LT-2

(ঘ) MLT-2 

উত্তর : (গ) LT-2

২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩

২.১ একটি স্কেলার রাশির নাম লেখাে যার একক নেই ?

উত্তর : এককবিহীন একটি স্কেলার রাশি হলাে আপেক্ষিক গুরুত্ব।

২.২ ভরবেগ লন্ধ একক না মৌলিক একক ?

উত্তর : ভরবেগ হলাে একটি লব্ধ একক।

২.৩ চাপ ভেক্টর রাশি না স্কেলার রাশি ? 

উত্তর : চাপ হলাে একটি স্কেলার রাশি।

৩. সংক্ষিপ্ত উত্তর দাও : ২x৪=৮ 

৩.১ 3 kg ভরের বস্তুতে 5 m/s2 ত্বরণ সৃষ্টি করতে, না 4kg ভরের বস্তুতে 4 m/s2 ত্বরণ সৃষ্টি করতে বেশি বল প্রয়ােজন হবে? যুক্তি দাও। 

উত্তর :

প্রথম বস্তুর ভর, m1 = 3kg

প্রথম বস্তুর ত্বরণ, a1 = 5m/s2

∴ প্রথম বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল, F1 = 3 × 5 kgm/s2
= 15 N

দ্বিতীয় বস্তুর ভর, m2 = 4kg

দ্বিতীয় বস্তুর ত্বরণ, a2 = 4m/s2

∴ দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল, F2 = 4 × 4 kgm/s2
=16 N

যেহুতু প্রথম ক্ষেত্রে প্রয়োজনীয় বল 15 N ও দ্বিতীয় ক্ষেত্রে প্রয়োজনীয় বল 16 N । 
সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে বেশি বল প্রয়োজন হবে । 

৩.২ কোন শর্তে সরণের মান ও অক্ৰিান্ত দূরত্ব সমান হবে? 

উত্তর : কোনাে নির্দিষ্ট দিকে বস্তুকণার অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুকণার সরণ বলে। ( অর্থাৎ কোনাে বস্তুকণার সরণের পরিমাণ হলাে বস্তুকণার দুটি অবস্থানের মধ্যবর্তী নুন্যতম দূরত্ব।) এবং বস্তুকণা সরল বা বক্রপথে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে সেই বস্তুর অতিক্রান্ত দূরত্ব বলে। অর্থাৎ কোনাে বস্তুকণা যখন সরলরৈখিক পথে গতিশীল হবে তখন বস্তুকণার সরণ ও অতিক্রান্ত দূরত্ব সমান হবে।

৩.৩ একটি স্কেলার রাশির নাম লেখাে যা দুটি ভেক্টর রাশির সঙ্গে সম্পর্কযুক্ত এবং তার একক কয়টি মৌলিক এককের উপর নির্ভরশীল? 

উত্তর : একটি স্কেলার রাশি হলাে কার্য যা দুটি ভেক্টর রাশির সঙ্গে সম্পর্কযুক্ত।
কার্যের একক হলাে নিউটন.মিটার।

কার্যের একক তিনটি মৌলিক একক এর উপর নির্ভরশীল – কিলোমিটার, মিটার ও সেকেন্ড

৩.৪ আলােকবর্ষ কী? SI পদ্ধতিতে এর মান কত? 

উত্তর : আলােকবর্ষ – শূন্যস্থানে 3×10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হয়ে আলাে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে আলােকবর্ষ।

SI পদ্ধতিতে এর মান হল, —

1 আলােকবর্ষ = 9.46×1012 কিলােমিটার।

৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও : ৩x২=৬ 

৪.১ জলে অদ্রাব্য কোনাে অনিয়তাকার কঠিন বস্তুর ঘনত্ব আয়তনমাপক চোঙ ও সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কীভাবে মাপবে? 

উত্তর : (i) সাধারণ তুলাযন্ত্র ও মাপনী চোঙের সাহায্যে কোনাে অসম আকৃতির কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় –
(1) প্রথমে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে অসম আকৃতির কঠিন বস্তুর ভর পরিমাপ করা হল। ধরি, বস্তুটির ভর হল m একক। (2) প্রথমে মাপনী চোঙটি ধুয়ে ভালােভাবে শুকিয়ে নেওয়া হল। (3) এবার আয়তন মাপক চোঙে এমনভাবে জল ঢালা হল যাতে পরীক্ষাধীন বস্তুটি ওই জলে সম্পূর্ণ ডুবে যেতে পারে। এবার ওই জলতলের পাঠ নেওয়া হল। মনে করি, পাঠ V1 একক।

Class 9 physical science part 2 february 2022

(4) এবার বস্তুটিকে পরিষ্কার করে মােম মাখানাে একটি সরু ও শক্ত সুতাে দিয়ে বেঁধে ধীরে ধীরে তরলের মধ্যে ডােবানাে হল। ফলে, জলতল কিছুটা উপরে উঠবে। এই অবস্থায় জলতলের পাঠ নেওয়া হল। মনে করি V2 এই পাঠ , ঘন একক। [এক্ষেত্রে, মােম মাখালে সুতােটি ভেজে না। অর্থাৎ, জলশােষণ করে না, তাই পাঠে তুটি আসে না।]

এখন বস্তুর প্রকৃত আয়তন পেতে গেলে (V2-V1) পাঠ থেকে নিমজ্জিত সুতাের আয়তন বাদ দিতে হবে। এক্ষেত্রে পাঠ নেওয়ার সময় লম্বন ত্রুটি যাতে না আসে, সেদিকে লক্ষ রাখতে হবে।

Class 9 physical science part 2 february 20222

৪.২ SI পদ্ধতিতে সহায়ক একক কটি ? তাদের নাম লেখাে। এগুলি কোথায় ব্যবহৃত হয়।

উত্তর : SI পদ্ধতিতে সহায়ক একক হলাে 7 টি।

এককগুলি হলাে – মিটার, কিলােগ্রাম,সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন,ক্যান্ডেলা ও মােল।

1. দৈর্ঘ্যের একক মিটার
2. সময়ের একক সেকেন্ড
3. পদার্থের পরিমাণ মোল
4. উষ্ণতা পরিমাণ কেলভিন
5. বস্তুর ভর পরিমাণ কিলোগ্রাম

Class 9  Model Activity Task Part 2 February (Bengali, English, History, Geography ) – Click Here

Class 9 Life Science Model Activity Task Part 2 February 2022 | Class 9 Life Science Model Activity Task February 2022

নবম শ্রেণি

জীবন বিজ্ঞান

পূর্ণমান : ২০

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে : ১x৩=৩

১.১ প্রােক্যারিওটিক কোশে রাইবােজোমের উপএকক দুটি নির্বাচন করাে— 

(ক) 60S ও 40S

(খ) 50S ও 40S 

(গ) 60S ও 30S

(ঘ) 50S ও 30S 

উত্তর: (ঘ) 50S ও 30S 

১.২ নীচের যে জোড়াটি সঠিক নয় তা স্থির করাে—

(ক) কোশপর্দা – কোশের ভেতরের বিভিন্ন অংশকে রক্ষা করা।

 (খ) লাইসােজোম – পুরােনাে জীর্ণ কোশকে ধ্বংস করা 

(গ) মাইটোকনড্রিয়া – প্রােটিন সংশ্লেষ করা।

(ঘ) সেন্ট্রোজোম – কোশ বিভাজনে সাহায্য করা 

উত্তর: (গ) মাইটোকনড্রিয়া – প্রােটিন সংশ্লেষ করা।

১.৩ বিভিন্ন অঙ্গের মধ্যে সংযােগস্থাপনে সাহায্য করে যে কলা সেটি শনাক্ত করাে

(ক) আবরণী কলা

(খ) যােগ কলা 

(গ) পেশি কলা

(ঘ) স্নায়ু কলা 

উত্তর: (খ) যােগ কলা 

২. নীচের বাক্যগুলাে সত্য অথবা মিথ্যা নিরূপণ করাে : ১x৪=৪

২.১ ফ্লোয়েম কলা উদ্ভিদদেহে খাদ্য পরিবহণে সাহায্য করে। 

উত্তর: সত্য 

২.২ ভিটামিন C ফ্যাটে দ্রবণীয়। 

উত্তর: মিথ্যা 

২.৩ DNA – তে রাইবােজ শর্করা উপস্থিত থাকে। 

উত্তর: মিথ্যা 

২.৪ অগ্ন্যাশয় একটি মিশ্রগ্রন্থি।

উত্তর: সত্য

৩. দুই-তিন বাক্যে উত্তর দাও : ২x৪=৮

৩.১ প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য উল্লেখ করাে। 

উত্তর: প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য গুলি হল নিম্নরূপ –

(ক) আকৃতি : প্যারেনকাইমা কলার কোষ গুলির আকৃতি গোলাকার ডিম্বাকার বা বহুভুজাকার হয়ে থাকে।

(খ) কোষপ্রাচীর : সেলুলোজ নির্মিত ও পাতলা।

(গ) কোশীয় উপাদান: সুস্পষ্ট নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং বৃহৎ কেন্দ্রীয় ভ্যাকুওল বর্তমান।

৩.২ মানবদেহকে সুস্থ রাখতে বৃক্ক কীভাবে সাহায্য করে? 

উত্তর: মানব দেহকে সুস্থ রাখতে বৃক্কের প্রধান কয়েকটি কাজগুলো হল – 

(i) বিপাক জল, দূষিত পদার্থ গুলিকে বাইরে নির্গত করা (বিশেষ করে নাইট্রোজেনঘটিত পদার্থ গুলিকে)।

(ii)দেহে এবং রক্তে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করা।

(iii)দেহে প্রবেশ দূষিত পদার্থ এবং ভেষজ পদার্থকে দেহ থেকে নির্গত হতে সাহায্য করা।

(iv) ভিটামিন- ডি কে কার্যকরী রূপে পরিণত করা।

(v) রক্তের অম্লত্ব ও ক্ষারত্ব এর পরিমাণ বজায় রাখে।

৩.৩ কোশ পর্দার কাজ ব্যাখ্যা করাে।
উত্তর: কোশপর্দার কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হল : 

(ক) ভৌত প্রক্রিয়ায় অংশগ্রহণ: ব্যাপন, অভিস্রবণ, সক্রিয় পরিবহণে সাহায্য করে।

(খ) পদার্থের বিনিময় : পরিবেশ ও কোশের মধ্যে প্রয়োজনীয় পদার্থের বিনিময়ে অংশগ্রহণ করে।

(গ) সুরক্ষা দান: কোশের সজীব প্রোটোপ্লাজমকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে।

(ঘ) ফ্যাগোসাইটোসিস ও সিনোসাইটোসিস : কোষ পর্দা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বাইরের পরিবেশ থেকে কঠিন পদার্থ ভক্ষণ ও পিনোসাইটোসিস পদ্ধতিতে তরল পদার্থ গ্রহণে অংশ নেয়।

৩.৪ মানবদেহে ভিটামিন D-এর ভূমিকা আলোচনা করো।

উত্তর: ভিটামিন ডি এর রাসায়নিক নাম হল ক্যালসিফেরোল। মানবদেহে ভিটামিন D-এর ভূমিকা গুলি হল নিম্নরূপ –

(ক) অস্থি ও রক্তে ক্যালসিয়ামের সমতা বজায় রাখে। এই ভিটামিনের অভাবে ছোটদের রিকেট ও বড়দের অষ্টিওম্যালেসিয়া রোগ হয়।

(খ) ধনুষ্টংকার রোগ প্রতিরোধ করে।

(গ) দাঁত ও হাড়ের স্বাভাবিক গঠন বজায় রাখতে সাহায্য করে।

(ঘ) অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ২+৩=৫

৪.১ ভাজক কলার কাজ উল্লেখ করাে। প্রােক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের তিনটি পার্থক্য লেখাে।

উত্তর: ভাজক কলার কাজ গুলি হল :

(i)এই কলা ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়।

(ii)দেহে নতুন অঙ্গ উৎপাদনে ( নতুন পাতা, শাখা, কাক্ষিক মুকুল ) ও স্থায়ী কলা উৎপাদনে সাহায্য করে।

(iii) ভাজক কলার দ্বারা উদ্ভিদের ক্ষতস্থান পূরণ হয়।

বিষয়

প্রােক্যারিওটিক ইউক্যারিওটিক 
(i) নিউক্লিয়াসনিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা, আদর্শ নিউক্লিয়াস অনুপস্থিত।নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা আদর্শ নিউক্লিয়াস উপস্থিত।
(ii)নিউক্লিয় বস্তুএকটি নগ্ন DNA থাকে।একাধিক প্রোটিনযুক্ত DNA অণু থাকে।
(iii) কোশ অঙ্গানু পর্দা ঘেরা কোশঅঙ্গানু থাকে না।পর্দা ঘেরা বিভিন্ন কোশ অঙ্গানু থাকে।
(iv) রাইবােজোম70S প্রকৃতির এবং সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে।80S প্রকৃতির এবং এন্ডােপ্লাজমীয় জলিকার সঙ্গে যুক্ত অবস্থায় থাকে।
(v) সেন্ট্রোজোমঅনুপস্থিত।উদ্ভিদকোশে অনুপস্থিত কিন্তু প্রাণীকোশে উপস্থিত।
(vi) কোষপ্রাচীরপেপটাইডোগ্লাইকান নির্মিত হয়।

শুধু উদ্ভিদকোশে থাকে ও সেলুলোজ নির্মিত।

Class 9  Model Activity Task Part 2 February (Bengali, English, History, Geography ) – Click Here

Class 9 Mathematics Model Activity Task Part 2 February 2022 | Class 9 Mathematics Model Activity Task February 2022

নবম শ্রেণি

গণিত

পূর্ণমান : ২০

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো –

1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো –

(i) বীজগাণিতিক সংখ্যামালা x² -এ —

(a) x-কে সূচক এবং 2-কে নিধান বলে।

(b) x হলো ধ্রুবক এবং 2 হলো চল।

(c) x-কে চল এবং 2-কে নিধান বলে।

(d) x-কে নিধান এবং 2-কে সূচক বলে।

উত্তর: (d) x-কে নিধান এবং 2-কে সূচক বলে।

(ii) class 9 math part 2 february 2022 1 

(a) x = 0 এবং m, n হলো ঋণাত্মক পূর্ণসংখ্যা

(b) x যেকোনো বাস্তব সংখ্যা নয় এবং m, n হলো ঋণাত্মক পূর্ণসংখ্যা।

(c) x যেকোনো বাস্তব সংখ্যা এবং m, n হলো ধনাত্মক পূর্ণসংখ্যা।

(d) x বাস্তব সংখ্যা নয় এবং m, n হলো ধনাত্মক পূর্ণসংখ্যা।

উত্তর: x যেকোনো বাস্তব সংখ্যা এবং m, n হলো ধনাত্মক পূর্ণসংখ্যা।

(iii) যদি x অশূন্য পূর্ণসংখ্যা হয় তাহলে x⁰

(a) 0

(b) – 1

(c) 1

(d) x

উত্তর: (c) 1

2. সত্য/মিথ্যা লেখাে : 

(i) class 9 math part 2 february 2022 2

উত্তর: মিথ্যা 

ব্যাখ্যা: 

class 9 math part 2 february 2022 10

(ii) class 9 math part 2 february 2022 3 হলো বাস্তব সংখ্যা এবং m, n হলো ধনাত্মক পূর্ণসংখ্যা।

উত্তর:  মিথ্যা 

ব্যাখ্যা: 

class 9 math part 2 february 2022 11

(iii) class 9 math part 2 february 2022 4 হলো যেকোনো পূর্ণসংখ্যা।

উত্তর:  মিথ্যা 

ব্যাখ্যা: 

class 9 math part 2 february 2022 12

3. (i) class 9 math part 2 february 2022 5 যেখানে x হলো বাস্তব এবং m, n হলো ধণাত্মক পূর্ণসংখ্যা। এই সূত্রগুলির প্রয়োগ দেখিয়ে, class 9 math part 2 february 2022 6 -এর সরল করো।

উত্তর:

class 9 math part 2 february 2022 13

(ii) যদি x² = 25 হয় তাহলে x-এর মান নির্ণয় করো।

উত্তর:

class 9 math part 2 february 2022 14

(iii) 64-এর ষষ্ঠ মূল নির্ণয় করো।

উত্তর:

class 9 math part 2 february 2022 15

class 9 math part 2 february 2022 7এর মধ্যে কোনটি বড়ো?

উত্তর:

class 9 math part 2 february 2022 16

4. (i) যদি x + z = 2y এবং b² = ac হয় তাহলে দেখাও যে class 9 math part 2 february 2022 8

উত্তর:

class 9 math part 2 february 2022 17

(ii) মান নির্ণয় করো :- class 9 math part 2 february 2022 9

উত্তর:

class 9 math part 2 february 2022 18

Class 9  Model Activity Task Part 2 February (Bengali, English, History, Geography ) – Click Here

ALL Class ALL Model Activities 
Click Here
 Class 5 Model Activity Task February 2022 Part 2 (All Subject )
Click Here
 Class 6 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography)
Click Here
 Class 6 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
 Class 7 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography )
Click Here
 Class 7 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
 Class 8 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography )
Click Here
 Class 8 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
Class 9 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography )
Click Here
Class 9 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
Class 10 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography )
Click Here
Class 10 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here

February 2022 Part 9 Model Activity Task | Part 2 Model Activity Task | Model Activity Task February 2022 | New Model Activity Task February 2022 | Part 2 Model Activity Task Solution| Class 9 Model Activity Task February 2022 | Class 9 Bengali Model Activity Task February 2022 | Class 9 English Model Activity Task February 2022 | Class 9 Geography  Model Activity Task February 2022 | Class 9 Health and Physical Education Model Activity Task February 2022 | Class 9 History  Model Activity Task February 2022 | StudyWithGenius | Class 9 Math Model Activity Task February 2022 | Class 9 Science Model Activity Task February 2022 | Class 9 Physical Science Model Activity Task February 2022  | Class 9 Life Science Model Activity Task February 2022 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X