StudyWithGenius

Class 7 Model Activity Task Part 7 October New 2021 | সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি | Science,Mathematics,Health & Physical Education

Class 7 All Subject Model Activity Task Part 7

class 7 model activity task all subject, class 7 model activity task answer, class 7 model activity task bangla, class 7 model activity task bengali answer,class 7 model activity task part 7 answer, class 7 model activity task part 7 bengali, class 7 model activity task part 7 chemistry, class 7 model activity task part 7 download, class 7 model activity task part 7 english, class 7 model activity task part 7 exercise, class 7 model activity task part 7 full, class 7 model activity task part 7 geography, class 7 model activity task part 7 mathematics, class 7 model activity task part 7 maths class 7 model activity task part 7 notes, class 7 model activity task part 7 of science, class 7 model activity task part 7 online, class 7 model activity task part 7 question answer, class 7 model activity task part 7 solution, class 7 model activity task part 7 wbbse, class 7 model activity task part 7 west bengal board, class 7 model activity task part 7 with answers,class 7 model activity task part 7 sastho o sarirsikhkha

WBBSE West Bengal Board of Secondary Education Class 7 All Subject Part 7 Model Activity Task Solution in Bengali . New Model Activity Task of Class 7 October Answers PDF or Text based answers.

Class 7 Model Activity Task Part 7
SWG Academy

Class 7 Model Activity Task Science Part 7 October

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

সপ্তম শ্রেণি

পরিবেশ ও বিজ্ঞান

১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো –

(ক) প্লাস্টিক

(খ) চিনেমাটি

(গ) কাঠ

(ঘ) তামা।

উত্তর: (ঘ) তামা।

১.২ সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হলো –

(ক) R

(খ) S

(গ) O

(ঘ) C

উত্তর: (গ) O

১.৩ ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা হলো –

(ক) বৃতি

(খ) দলমণ্ডল

(গ) পরাগধানী

(ঘ) ডিম্বাশয়।

উত্তর: (ঘ) ডিম্বাশয়।

২. সংক্ষিপ্ত উত্তর দাও :

২.১ একটি বাল্বের তাপ ও আলোকশক্তির উৎস কী?

উত্তরএকটি বাল্বের তাপ ও আলোকশক্তির উৎস হলো ধাতব ফিলামেন্ট ।

২.২ উদ্ভিদের মূলত্রের কাজ কী?

উত্তরউদ্ভিদের মূলত্রের কাজ গুলি হলো নিম্নরূপ-

1. মূলত্র মূলের নরম অগ্রভাগকে মাটির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে।

2. মূলত্র থেকে একপ্রকার পিচ্ছিল রস বের হওয়ায় মূল অতি সহজেই মাটির ভিতরে প্রবেশ করে। 

২.৩ মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরোদগমের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো।

উত্তর: মৃদভেদী অঙ্কুরোদগমের ক্ষেত্রে বীজের বীজপত্র মাটির মধ্যে থাকে।

  মৃদবর্তী অঙ্কুরোদগমের ক্ষেত্রে বীজের বীজপত্র মাটির ওপরে উঠে আসে।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ একটি দণ্ডচুম্বকের ‘উদাসীন অঞ্চল’ বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো।

উত্তর: দণ্ডচুম্বকের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলে কোনোরকম আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা না থাকায় এই অঞ্চলটিকে উদাসীন অঞ্চল বলা হয় ।

৩.২ অভিসারী ও অপসারী আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় তা ছবি এঁকে বোঝাও।

উত্তর:

অভিসারী আলোকরশ্মিগুচ্ছ :
যদি কোনও আলোকরশ্মিগুচ্ছের রশ্মিগুলি আলোর গতির কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হতে চায়, তখন ওই রশ্মিগুচ্ছকে অভিসারী আলোকরশ্মিগুচ্ছ বলে।

অপসারী আলোকরশ্মিগুচ্ছ :
যদি কোনও আলোর আলোকরশ্মিগুলি এমন হয় যে, তারা নির্দিষ্ট কোনও বিন্দু থেকে নির্গত হয়ে রশ্মিগুলো আলোর গতির পরস্পর থেকে দূরে সরে যায় তবে ওই রশ্মিগুচ্ছকে অপসারী আলোকরশ্মিগুচ্ছ বলে।

class 7 science part 6 1

৩.৩ উদ্ভিদের পাতার প্রধান কাজ কী কী?

উত্তর: উদ্ভিদের পাতার প্রধান কাজগুলি হল—

1. পাতায় ক্লোরোফিল থাকায় খাদ্য তৈরি করতে পারে। তাই পাতাকে ‘গাছের রান্নাঘর’ বলে।

2. পাতায় থাকা পত্ররন্ধ্র জলীয় বাষ্প ত্যাগ ও গ্যাসীয় পদার্থের বিনিময়ে সাহায্য করে।

3. পাতায় অবস্থিত শিরার মাধ্যমে জল ও খনিজ লবণ এবং উৎপন্ন খাদ্য সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে।

৩.৪ “ব্যাকটেরিয়াঘটিত নানা রোগের চিকিৎসায় পেনিসিলিন ও সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় – ব্যাকটেরিয়াঘটিত রোগে এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণ বিশ্লেষণ করো।

উত্তরঅ্যান্টিবায়োটিক (Antibiotics) কয়েকধরণের জৈব-রাসায়নিক ঔষধ যা অণুজীবদের (বিশেষ করে ব্যাক্টেরিয়া) নাশ করে বা বৃদ্ধিরোধ করে।সাধারানতঃ এক এক অ্যান্টিবায়োটিক এক এক ধরণের অণুজীব তৈরি করে ও অন্যান্য অণুজীবের বিরুদ্ধে কাজ করে।আমাদের শরীর বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে রোগগ্রস্ত হয়।পেনিসিলিন ও  সেফালোস্পোরিন সেই ব্যাকটেরিয়া গুলিকে ধ্বংস করে ফলে শরীর সুস্থ হয়।ব্যাকটেরিয়াঘটিত নানা রোগের চিকিৎসায় পেনিসিলিন ও সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় হয়।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও:

৪.১ একটি বিস্তৃত আলোক উৎস ও বিস্তৃত অস্বচ্ছ বস্তু নিয়ে পরীক্ষা করলে, কীভাবে পর্দায় প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠিত হবে তা ছবি এঁকে চিহ্নিত করো।

উত্তর

class 7 science paqrt 7 2

৪.২ “বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামার আগে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি” – উপযুক্ত কারণসহ ব্যাখ্যা করো।

উত্তরবন্ধ নর্দমায় তথা সেপটিক ট্যাংকে বিশেষ প্রকারের মারাত্মক ধরনের গ্যাসের মিশ্রণ থাকে। এই গ্যাস মিশ্রণকে sewer gas বলা হয়ে থাকে।

এই গ্যাস মিশ্রণে প্রধানত মিথেন (CH4), হাইড্রোজেন সালফাইড (H2S) , কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড (CO), সামান্য পরিমাণে হাইড্রোজেন সায়ানাইড (HCN) থাকে।

কার্বন মনোক্সাইড খুবই মারাত্মক গ্যাস এছাড়া হাইড্রোজেন সায়ানাইড প্রাণঘাতী মারাত্মক গ্যাস, কার্বন মনোক্সাইড আমাদের রক্তের হিমোগ্লোবিন এর সাথে মিশে যায় এবং কারবক্সি হিমোগ্লোবিন নামে একটি যৌগ গঠন করে। রক্তে কার্বক্সি হিমোগ্লোবিন যৌগ গঠিত হলে হিমোগ্লোবিন নিজস্ব কাজ অর্থাৎ দেহকোষে অক্সিজেন সরবরাহ করা বন্ধ করে দেয় যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই ন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামার আগে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

Class 7 Model Activity Task Part 7 (Bengali, English, History, Geography ) – Click Here

SWG Academy

Class 7 Model Activity Task Mathematics Part 7 October

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

সপ্তম শ্রেণি

গণিত

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :

1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :

(i) 4pq-এর দুটি সংখ্যামালার বর্গের অন্তরফল রূপে প্রকাশ হলো-

  (a) p² – q²

class 7 math part 7 1

 (c) (p-q)² – (p+q)²

 (d) (p+q)² – (p-q)²

উত্তর –  (d)  (p+q)² – (p-q)²

(iii) গতিবেগ নির্ণয়ের সঠিক সম্পর্কটি হলো (যেখানে প্রয়োজনীয় সময় অতিক্রান্ত দূরত্ব d এবং গতিবেগ v)

(a) v=t×d

(b) v×d=t

(c) v×t=d

(d) v=t+d

উত্তর – (c) v×t=d

ব্যাখ্যা :- 

গতিবেগ(v) = অতিক্রান্ত দূরত্ব(d) / প্রয়োজনীয় সময় (t)

(iii) class 7 math part 7 2 চিত্রে, ∠1 এবং ∠2 পরস্পর-

(a) বিপ্রতীপ কোণ

(b) একান্তর কোণ

(c) সন্নিহিত কোণ

(d) অনুরূপ কোণ

উত্তর – (c) সন্নিহিত কোণ

(iv) class 7 math part 7 3 

দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার চওড়া 2মি. এবং প্রস্থের সমান্তরাল রাস্তার চওড়া 3মি.। দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল হলো-

(a) 24 বর্গমি.

(b) 16 বর্গমি.

(c) 30 বর্গমি

(d) 20 বর্গমি

উত্তর – (d) 20 বর্গমি

ব্যাখ্যা :- 

রাস্তার দৈর্ঘ্য = 10 মিটার
রাস্তার প্রস্থ = 2 মিটার
∴ রাস্তার ক্ষেত্রফল (দৈর্ঘ্য বরাবর) = 10×2 = 20 বর্গমি.

2.সত্য / মিথ্যা লেখো (T/F):

(i) পিকটো গ্রাফ অঙ্কনের জন্য দ্বিস্তম্ভ লেখ ব্যবহার করা হয়।

উত্তর – সত্য 

(ii) গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতি।

উত্তর – মিথ্যা 

(iii) ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল=(1/2) ×ভূমির দৈর্ঘ্য × উচ্চতা।

উত্তর – সত্য 

(iv) √1.21=-1.1

উত্তর – মিথ্যা 

3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :

(i)class 7 math part 7 4 বীজগাণিতিক সংখ্যামালাকে পূর্ণবর্গাকারে লেখো।

উত্তর –

class 7 math part 7 5

(ii) সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যগুলির মধ্যে সম্পর্কটি লেখো।

    একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5 সেমি. এবং ভূমির দৈর্ঘ্য 3 সেমি. হলে লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো।

উত্তর –

class 7 math part 7 6

4. সপ্তম শ্রেণির 34 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণির 40 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য নীচের টেবিলে লেখা হয়েছে। এই তথ্য দ্বিস্তপ্ত চিত্রের মাধ্যমে প্রকাশ করো :

খেলা

ক্রিকেট

ফুটবল

সাঁতার

সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীর সংখ্যা

12

14

8

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীর সংখ্যা

14

16

10

উত্তর –

class 7 math part 7 8

5. PQR একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার ∠PQR = 90° PQ = 6 সেমি. ও QR = 4 সেমি.।

উত্তর –

class 7 math part 7 9

অথবা,

100 মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় 60 কিমি. বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে?

উত্তর –

class 7 math part 7 10

Class 7 Model Activity Task Part 7 (Bengali, English, History, Geography ) – Click Here

SWG Academy

Class 7 Model Activity Task Health And Physical Education Part 7 October

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

সপ্তম শ্রেণি

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

১। শূন্যস্থানটি পূরণ করো:

(ক) _________ দেহ ও মনের মধ্যে সমন্বয়সাধন করে, যা স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ দিক।

উত্তর: ব্যায়াম 

(খ) ব্যায়াম পেশির _________ প্রতিকারের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।

উত্তর: রোগ 

(গ) পরিমিত খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের দ্বারা ____________ দূর করা সম্ভব।

উত্তর: মেদাধিক্য 

(ঘ) যখন তখন ____________ পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে।

উত্তর: ঘুমিয়ে 

(ঙ) প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন তার থেকে ২০০০ ক্যালোরি কম খাবার গ্রহণ করতে চাইলে অবশ্যই _________ পরামর্শ নিতে হবে।

উত্তর: বিশেষজ্ঞের 

২। নীচের ছবি দেখে ছবির নীচে ফাঁকা ঘরে ভঙ্গিটি শনাক্ত করে ভঙ্গিটির নাম লেখো এবং ভঙ্গিটি কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত তার নাম লেখো।

health and physical edu

উত্তর:

(ক) পূর্ণধনুরাসন – যোগাসন
(খ) আদেশ ‘তেজ চল’ – কুচকাওয়াজ
(গ) আক্রমণাত্মক কৌশল – কবাডি
(ঘ) এক হাতে কার্ট হুইল – জিমন্যাস্টিক্স
(ঙ) পিরামিড – সমবেত ক্রীড়া
(চ) খালি হাতে ব্যায়াম – ক্যালিসথেনিকস

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও।

(ক) স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাব বর্ণনা করো।

উত্তর:

শারীরিক স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাব :

১. হূৎপিণ্ডের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

২. ফুসফুসের আয়তন ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

৩. স্থূলকায় ব্যক্তির ফ্যাট কমাতে সাহায্য করে।

8. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

৫. রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে।

সামাজিক স্বাস্থ্যের উপর প্রভাবঃ

প্রতিদিন খেলাধুলার মধ্য দিয়ে সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ হয়। এছাড়া-

১. নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধের জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে ।

২. সহযোগিতার মনোভাব বৃদ্ধি পায়।

৩. পরস্পরকে ভালোবাসতে ও শ্রদ্ধা করতে শেখায়।

মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব:

১. উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে।

২. যে-কোনো পরিবেশে ব্যক্তিকে মানিয়ে নিতে সাহায্য করে।

৩. কাজের প্রতি মনঃসংযোগ বৃদ্ধি পায়।

৪. মানসিক চাপ কমাতে সাহায্য করে।

৫. আত্মবিশ্বাস ও আত্মসংযম বাড়াতে সাহায্য করে।

রোগ প্রতিরোধক ক্ষমতা :

১. ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায় ও ডায়াবেটিস হলে তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

২. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

৩. হাইপোকাইনেটিক্স বা কম পরিশ্রমজনিত রোগ, যেমন- মধুমেহ, উচ্চ রক্তচাপ, মেরুদণ্ডের স্বাভাবিক শক্তির হ্রাস, শরীরের ওজন বৃদ্ধি, ফ্যাট বৃদ্ধি ইত্যাদি হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়।

৪. ব্যায়াম পেশির চোট প্রতিকারের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।

(থ) মেদ ঝরাতে কী কী করতে হবে লেখো।

উত্তর: 

(১) শিশুদের খিদে পেলে তবেই খেতে দিতে হবে তবে এককালীন বেশি করে না খাওয়া উচিত। প্রতিদিন চারবেলা খাদ্য গ্রহণ করা উচিত। সকালে পেট ভরে খাদ্য গ্রহণ করা উচিত তাহলে সেই ক্যালোরি সারাদিনে কাজ করবার সঙ্গে সঙ্গে ব্যায় হবে ফলে অতিরিক্ত মেদ শরীরে জমা হবে না। দুপুর, সন্ধে ও রাতে হাল্কা ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। রাত্রে খাদ্য গ্রহণের পর অন্তত ১৫ মিনিট হাঁটা উচিত।

(২) অধিক পরিমাণ শাকসবজি খেতে হবে এবং স্নেহজাতীয় খাদ্য, মাছমাংস যথাসম্ভব কম বা প্রয়োজনমতো খেতে হতে। 

(৩) যখন তখন ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে।

(৪) প্রতিদিন ৪০-৬০ মিনিট ধরে ঘাম ঝরানো ব্যায়াম করতে হবে।

(৫) মিষ্টি জাতীয় খাবার, ফাস্টফুড, রাস্তায় তৈরি খাবার ও অতিরিক্ত তেল-ঝাল-মশলাযুক্ত খাবার বর্জন করতে হবে। 

(৬) খেলাধুলা-ব্যায়াম-শরীরচর্চায় নিয়মিত অংশগ্রহণ করতে হবে।

SWG Academy
ALL Class ALL Model Activities Click Here
 Class 6 Model Activity Task Part 7 (Bengali, English, History, Geography )Click Here
 Class 6 Model Activity Task Part 7 (Science, Mathematics, Health & Physical Education)Click Here
 Class 7 Model Activity Task Part 7 (Bengali, English, History, Geography )Click Here

 Class 7 Model Activity Task Part 7 (Science, Mathematics, Health & Physical Education)

Click Here
 Class 8 Model Activity Task Part 7 (Bengali, English, History, Geography )Click Here
 Class 8 Model Activity Task Part 7 (Science, Mathematics, Health & Physical Education)Click Here
Class 9 Model Activity Task Part 7 (Bengali, English, History, Geography )Click Here
Class 9 Model Activity Task Part 7 (Science, Mathematics, Health & Physical Education)Click Here
Class 10 Model Activity Task Part 7 (Bengali, English, History, Geography )Click Here
Class 10 Model Activity Task Part 7 (Science, Mathematics, Health & Physical Education)Click Here

2 thoughts on “Class 7 Model Activity Task Part 7 October New 2021 | সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি | Science,Mathematics,Health & Physical Education”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X