StudyWithGenius

Class 8 Model Activity Task Part 1 January 2022 | অষ্টম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক | Science, Mathematics, Health and Physical Education

Class 8 Model Activity Task Part 2 February 2022 | Class 8 Model Activity Task February 2022

class 8 model activity task part 2 february 2022 , class 8 model activity task part 2 february 2022 activity, class 8 model activity task part 2 february 2022 answers, class 8 model activity task part 12 february 2022 arts, class 8 model activity task part 2 february 2022 education, class 8 model activity task part 2 february 2022 english, class 8 model activity task part 2 february 2022 bengali, class 8 model activity task part 2 february 2022 geography, class 8 model activity task part 2 february 2022 sastho o sarirshiksha, class 8 model activity task part 2 february 2022 biggan, class 8 model activity task part 2 february 2022 itihas ,class 8 model activity task part 2 february 2022 mathematics, class 8 model activity task part 2 february 2022 maths, class 8 model activity task part 2 february 2022 new, class 8 model activity task part 2 february 2022 solution, class 8 english model activity task part 2 february 2022, class 8 bengali model activity task part 2 february 2022, class 8 geography model activity task part 2 february 2022, class 8 history model activity task part 2 february 2022, class 8 mathematics model activity task part 2 february 2022, class 8 science model activity task part 2 february 2022, class 8 health & physical education model activity task part 2 february 2022

class 8 english model activity task part 2, class 8 geography model activity task part 2 ,class 8 model activity task part 2, class 8 history model activity task part 2 , class 8 bengali model activity task part 2, class 8 Health & Physical Education model activity task part 2, class 8 science model activity task part 2 , class 8 math model activity task part 2 solution

Class 8 Model Activity Task Part 2 February 2022 | Class 8 Model Activity Task February 2022 will be discussed here. This is the first model activity task of the year 2022. This activity task has full marks of 20 which you have to solve and submit to your teachers in February month. So, we published here Class 8 Model Activity Task Part 2 February 2022 | Class 8 Model Activity Task February 2022 all subject questions with proper answers. Follow this article and write every answer carefully, you will get the best result. So, let’s solve this Class 8 Model Activity Task Part 2 February 2022 | Class 8 Model Activity Task February 2022

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের 2022 এর জানুয়ারী মাস থেকে আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে । Class 8 Model Activity Task Part 2 February 2022 | Class 8 Model Activity Task February 2022  সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তর আমাদের ওয়েবসাইট studywithgenius.in তে দেওয়া হয়েছে । Class 8 Model Activity Task Part 2 February 2022 | Class 8 Model Activity Task February 2022 এর যে সমস্ত প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নিচের প্রশ্নোত্তর গুলি লিখবে ।

Class 8 Model Activity Task Part 2 February 2022 1

Class 8 Science Model Activity Task Part 2 February 2022 | Class 8 Science Model Activity Task February 2022

অষ্টম শ্রেণি

পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান : ২০

১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১x৩=৩ 

১.১ যে কোশীয় অণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে তা হলাে— 

(ক) গলজি বস্তু

(খ) নিউক্লিয়াস 

(গ) মাইটোকনড্রিয়া

(ঘ) লাহিসসাজোম

উত্তর: (গ) মাইটোকনড্রিয়া

১.২ যে কোশীয় অঙ্গাণু প্রােটিন সংশ্লেষে সাহায্য করে তা হলাে

(ক) লাইসােজোম

(খ) রাইবােজোম 

(গ) সেন্ট্রোজোম

(ঘ) গলজি বস্তু

উত্তর:  (খ) রাইবােজোম 

১.৩ উদ্দীপনা পরিবহণ করা যে কলার কাজ সেটি হলাে— 

(ক) আবরণী কলা

(খ) যােগ কলা 

(গ) পেশি কলা

(ঘ) স্নায়ু কলা

উত্তর:  (ঘ) স্নায়ু কলা

২. সংক্ষিপ্ত উত্তর দাও :

২.১ উজ্জ্বল আলােয় বর্ণদর্শনে সাহায্য করে কোন কোশ? 

উত্তর: উজ্জ্বল আলােয় বর্ণদর্শনে সাহায্য করে শঙ্কু আক্রিতির কোণ (cone) কোশ।

২.২ আমি একটি পর্দাঘেরা কোশ অঙ্গাণু যার মধ্যে পুরােনাে জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে। আমার নাম কী? 

উত্তর: লাইসোজোম।

২.৩ ক্রোমােপ্লাস্টিডের কাজ কী? 

উত্তর: ক্রোমােপ্লাস্টিডের কাজ হল ফুল ও ফলের বর্ণ নিয়ান্ত্রন করা। 

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২x৪=৮ 

৩.১ “লােহিত রক্তকণিকার আকৃতি দু-পাশ চ্যাপটা এবং চাকতির মতাে”– এর জন্য লােহিত রক্তকণিকার কী সুবিধা হয়? 

উত্তর: লোহিত রক্ত কনিকার আকৃতি দু-পাশ চ্যাপ্টা এবং চাক্তির মতো। এরফলে বিভিন্ন ব্যাসের রক্ত নলির মধ্য দিয়ে যাতায়াতে আর বেশি পরিমান অক্সিজেন পরিবহনে সুবিধা হয়। 

৩.২ কোশপর্দা ও কোশপ্রাচীরের মধ্যে একটি মিল ও একটি অমিল উল্লেখ করাে। 

উত্তর: 

মিল: কোষ পর্দা ও কোষ বা সেল উভয়ই কোষের বাইরের আবরণ হিসেবে কাজ করে বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। 

অমিল: কোষ পর্দা প্রাণী ও উদ্ভিদ কোষে থাকে কোষপ্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোশে থাকে। 

৩.৩ এন্ডােপ্লাজমীয় জালিকার কাজ উল্লেখ করাে।

উত্তর:  

১. কোশের সাইটোপ্লাজমীয় কাঠামাে গঠন করে প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। 

২. এন্ডােপ্লাজমীয় তালিকা কোশের সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ কবে, ফলে কোশের রাসায়নিক বিক্রিয়া গুলি কোশের কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ থাকে।

৩. মসৃণ এন্ডােপ্লাজমীয় তালিকা ফ্যাট সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে।

৩.৪ যৌগিক আলােক অণুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? 

উত্তর: 

১. ব্যাকটেরিয়া, শৈবাল , ছত্রাক , বিভিন্ন এককোশী ও বহুকোশী প্রাণীর দেহের বহির্গঠন আনার জন্য। 

২. উদ্ভিদ দেহের বিভিন্ন অংশের (মূল, কাণ্ড ও পাতা) অন্তর্গঠন পর্যবেক্ষণের জন্য। 

৩. জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তার প্রস্থচ্ছেদ কবে তার কলার গঠন আনার জন্য। 

৪. কোশের ভেতরের অঙ্গাণু ও কোশের বাইরের পর্দার গঠন আনার জন্য।

৪.১ প্রাইমরডিয়াল ইউট্ৰিকল কীভাবে সৃষ্টি হয়?

উত্তর: প্রাইমরডিয়াল ইউট্ৰিকল সৃষ্টি :

(i) অপরিণত উদ্ভিদ কোশে অনেক এবং ক্ষুদ্র আকারের ভ্যাকুওল থাকে।

(ii) উদ্ভিদ কোশের বৃদ্ধির ফলে ক্ষুদ্র ভ্যাকুগুলগুলির একত্রীকরণ ঘটে।

(iii) পরিণত উদ্ভিদ কোশের কেন্দ্রে বৃহৎ ভ্যাকুওল সৃষ্টি হয় এবং নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজমের পরিধি বরাবর বিন্যাস ঘটে অর্থাৎ প্রাইমরডিয়াল ইউট্রিকল সৃষ্টি হয়।

৪.২ স্থায়ী কলার কাজ কী কী?

উত্তর: স্থায়ী কলার কাজ :

(i) ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমা কলা কোশে খাদ্য তৈরি করে এবং শ্বেতসাররূপে তা সঞ্চয় করে।

(ii) উদ্ভিদের ভারবহন ও দৃঢ়তা প্রদান করে।

(iii) বর্জ্য পদার্থ সঞ্চয় করে।

(iv) ফল ও বীজের গঠনে সাহায্য করে।

(v) উদ্ভিদ অঙ্গের টান ও চাপ সহনশীলতা বৃদ্ধি করে।

 Class 8 Model Activity Task Part 2 February (Bengali, English, History, Geography) – Click Here

Class 8 Mathematics Model Activity Task Part 2 February 2022 | Class 8 Mathematics Model Activity Task February 2022

অষ্টম শ্রেণি

গণিত

পূর্ণমান : ২০

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

(ক) একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে –

(a) 0°

(b) 90°

(c) 180°

(d) 360°

উত্তর: (d) 360°

(খ) যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন সেই চিত্রটি হলো। –

(a) পিক্টোগ্রাফ

(b) একক স্তম্ভ চিত্র

(c) দ্বিস্তম্ভ লেখ

(d) পাই চিত্র

উত্তর: (d) পাই চিত্র

২. সত্য/মিথ্যা লেখো :

(ক) পাই চিত্রে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণের সঙ্গে সমানুপাতিক।

উত্তর: সত্য।

(খ) কোনো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তথ্যের অংশকে প্রকাশ করতে পারে না।

উত্তর: মিথ্যা।  

(গ) কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে।

উত্তর: মিথ্যা।  

৩. Class 8 math model activity february 2022 1

একজন ছাত্র একটি পরীক্ষায় বাংলা, ইংরাজী, অঙ্ক এবং বিজ্ঞানে যে নম্বরগুলি পেয়েছে তা একটি পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। ছাত্রটি মোট 300 নম্বর পেয়েছে।

(ক) যে বিষয়ে সবথেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টি হলো –

(a) বাংলা (b) গণিত (c) বিজ্ঞান (d) ইংরাজি

(খ) কোন বিষয়ে সবথেকে বেশি নম্বর পেয়েছে?

(গ) এই ৩০০ নম্বরের শতকরা কত নম্বর অঙ্কে পেয়েছে?

উত্তর:

প্রদত্ত পাইচিত্রে গণিত বিষয়ের কেন্দ্রীয় কোনের পরিমাপ = 360°-( 60°+ 30° + 180° )

             = 360° – 270°

             = 90°

(ক) যে বিষয়ে সবথেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টি হলো – (d) ইংরাজি

(খ) বাংলা বিষয়ে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে ।

(গ) গণিত বিষয়ের বৃত্তকলার কেন্দ্রীয় কোনের

অংশ = 90 / 360 = 1 / 4 অংশ

মোট নম্বর = 300
গণিত বিষয়ে পেয়েছে = 300 এর 1/4  অংশ

                                     = 300 × (1/4) = 75

300 নম্বরের মদ্ধে শতকরা অংকে  পেয়েছে

= (75/300) × 100 = 25

∴ 300 নম্বরের মধ্যে অংকে পেয়েছে  25% ।

8. (ক) একটি ছাত্রী বিভিন্ন বিষয়ে যে নম্বরগুলি পেয়েছে তার একটি তালিকা নিচে দেওয়া হলো –

বিষয়বাংলাইংরাজিগণিতবিজ্ঞানশারীরশিক্ষা
নম্বর7060908060

তথ্যটিকে একটি পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করো।

উত্তর :

Class 8 math model activity february 2022 2

(খ) শূন্যস্থান পূরণ করো :

রম্বসের (a) সব বাহুগুলির দৈর্ঘ্য ________ ।

উত্তর : সমান ।

(b) বিপরীত কোণগুলির পরিমাপ __________।

উত্তর : সমান ।

(c) সাধারণত কর্ণগুলির দৈর্ঘ্য _________।

উত্তর : অসমান।

(d) কর্ণগুলি পরস্পরকে _______  _______ করে।

উত্তর : সমকোণে সমদ্বিখন্ডিত ।

 Class 8 Model Activity Task Part 2 February (Bengali, English, History, Geography) – Click Here

Class 8 Health & Physical Education Model Activity Task Part 2 February 2022| Class 8 Health & Physical Education Model Activity Task February 2022

অষ্টম শ্রেণি

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

পূর্ণমান : ২০

১। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে : ১ x ৬ = ৬

(ক) WHO এর পুরাে কথাটি হলাে – World _____________ Organization

উত্তর:  Health 

(খ) সংক্রামক রােগবিস্তারের প্রধান কারণগুলি নিয়ন্ত্রণের জন্য চাই – _____________ পানীয় জলের ব্যবস্থা।

উত্তর:  নিরাপদ।

(গ) সার্বিক স্বাস্থ্যবিধানের মূল উদ্দেশ্য হলাে প্রতিটি পরিবারকে নির্মল, দূষণহীন, রােগমুক্ত জীবাণুমুক্ত, স্বাস্থ্যসম্মত সবুজ সুন্দর _____________ গড়ে তােলা।

উত্তর:  পরিবেশ ।

(ঘ) কোনাে দেশের _____________ নির্ভর করে সেই দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপরে।

উত্তর:  উন্নয়ন।

(ঙ) কেবলমাত্র শৌচাগারের ব্যবস্থা করলেই স্বাস্থ্য বিধানের উদ্দেশ্যে সফল হয় না, সংক্রামক রােগের যে পদ্ধতি বা শৃঙ্খল তাকে ভাঙাই হলাে _____________ মূল উদ্দেশ্য।

উত্তর:  স্বাস্থ্যবিধানের ।

(চ) ১৫-৪৯ বছর বয়সের মহিলাদের মধ্যে ৫৬.২ শতাংশ মহিলা _____________ ভােগেন।

উত্তর:  রক্তাল্পতায়।

২. কয়েকটি বাক্যে উত্তর দাও : ২ x ৩ = ৬

(ক) স্বাস্থ্যবিধান কাকে বলে?

উত্তর:  দেশের আপামর জনসাধারণের সার্বিক উন্নতির প্রথম ও প্রধান পদক্ষেপ হিসাবে সার্বিক স্বাস্থ্যবিধানের গুরুত্ব অপরিসীম l স্বাস্থ্য ও সুস্থতা, পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশের উপর নির্ভর করে সমাজের উন্নতি স্বাস্থ্যরক্ষা ও রােগ প্রতিরােধের জন্য প্রয়ােজনীয় ব্যবস্থাকেই এককথায় স্বাস্থ্যবিধান বলে।

(খ) স্বাস্থ্যবিধানের অভাবজনিত রােগের নামগুলি লেখাে।

উত্তর: স্বাস্থ্যবিধানের অভাবজনিত রােগের নামগুলি হল-  চর্মরােগ, হেপাটাইটিস, ফাইলেরিয়া, কালাজ্বর, কৃমি, ম্যালেরিয়া, ডায়ারিয়া, পােলিয়াে, এনকেফেলাইটিস, বার্ড ফ্লু, আলসার , চিকুনগুনিয়া, কলেরা, টাইফয়েড, ডেঙ্গু, রক্ত – আমাশয়, টিটেনাস, করােনা ভাইরাস -কোভিড -১৯ ।

(গ) স্বাস্থ্যশিক্ষার সুফলগুলি লেখাে।

উত্তর: স্বাস্থ্যশিক্ষার সুফলগুলি হল নিম্নরূপ –

১) উন্নত শিক্ষার পরিবেশ গড়ে ওঠে।

২) শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ে।

৩) বিদ্যালয়ে ছাত্রীদের অধিক নামাঙ্কন হয় ।

৪) পড়ুয়াদের অধিক দক্ষতা ও সুস্থতা বৃদ্ধি পায়।

৫) বিদ্যালয়ে নির্মল পরিবেশ গড়ে ওঠে।

৬) শিশুদের অধিকার সুরক্ষিত হয়।

৩. রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। ৪ x ২ = ৮

(ক) নির্মল গ্রাম/নির্মল শহরের শর্তগুলি তালিকাভুক্ত করাে।

উত্তর: নির্মল গ্রাম/নির্মল শহরের শর্তগুলি হল নিম্নরূপ –

১) গ্রামের সন্নিকটে জঞ্জাল, বাঁশঝাড়, নদীর ধার , পুকুরপাড়ে অথবা গ্রামের খােলা জায়গায় মলত্যাগের কোনাে চিহ্ন থাকবে না।

২) গ্রামের সমস্ত জলের উৎসে যথার্থ সিমেন্টের চাতাল ও জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে।

৩) গ্রাম পঞ্চায়েত সভায় খােলা জায়গায় মলত্যাগ নিষিদ্ধ বলে সিদ্ধান্ত গ্রহণ ও ঘােষণা করতে হবে এবং নিয়মভঙ্গকারীদের শাস্তির প্রতিবিধানও করতে হবে।

৪) গ্রামের সংগৃহীত কঠিন বর্জ্য পদার্থের স্বাস্থ্যসম্মত নিষ্কাশনের জন্য পঞ্চায়েতকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫) পঞ্চায়েত এলাকায় কঠিন বা তরল বর্জ্য জমা করা যাবে না।

৬) প্রতিটি শৌচাগাবে পরিষ্কার – পরিচ্ছন্ন ও স্বাভাবিক আলাে – বাতাসের সংস্থান রাখতে হবে।

৭) সমস্ত খাটাল ও গােয়াল পরিষ্কার – পরিচ্ছন্ন রাখতে হবে।

৮) প্রতিটি গ্রাম পঞ্চায়েতে শতকরা ১০০ জন ও তার বেশি পরিবাবের শৌচাগার আছে তা নিশ্চিত করা ।

(খ) আয়ােডিনের অভাবজনিত রােগের উপসর্গগুলি লেখাে।

উত্তর :

শিশুদের ক্ষেত্রে আয়োডিনের অভাব হলে যে যে উপসর্গ দেখা দেয় :

১. মানসিকভাবে কমজোরি ও জড়বুদ্ধিসম্পন্ন শিশু।

২. পড়াশােনা ও অন্যান্য কাজে পিছিয়ে পড়া।

৩. শরীবের বিকাশ ঠিকমতাে হয় না, বামনও হতে পাবে।

৪. শক্তির অভাবে ক্লান্ত মন ও শরীর।

বয়স্কদের ক্ষেত্রে আয়ােডিনের অভাব হলে যে যে উপসর্গ দেখা যায় :

১.কর্মক্ষমতা ও ইচ্ছার অভাব ।

২. স্থূলতা ।

৩.গলগণ্ড ।

৪. হঠাৎ গর্ভপাত ।

৫. গর্ভস্থ শিশুর মৃত্যু ।

 Class 8 Model Activity Task Part 2 February (Bengali, English, History, Geography) – Click Here

ALL Class ALL Model Activities 
Click Here
 Class 5 Model Activity Task February 2022 Part 2 (All Subject )
Click Here
 Class 6 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography)
Click Here
 Class 6 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
 Class 7 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography )
Click Here
 Class 7 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
 Class 8 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography )
Click Here
 Class 8 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
Class 9 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography )
Click Here
Class 9 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
Class 10 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography )
Click Here
Class 10 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here

February 2022 Model Activity Task | Part 2 Model Activity Task | Model Activity Task February 2022 | New Model Activity Task February 2022 | Part 2 Model Activity Task solution | Class 8 Model Activity Task February 2022 | Class 8 Bengali Model Activity Task February 2022 | Class 8 English Model Activity Task February 2022 | Class 8 Geography  Model Activity Task February 2022 | Class 8 Health and Physical Education Model Activity Task February 2022 | Class 8 History  Model Activity Task February 2022 | StudyWithGenius | Class 8 Math Model Activity Task February 2022 | Class 8 Science Model Activity Task February 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X