StudyWithGenius

Class 7 Model Activity Task Part 2 February 2022 | সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক | Science, Mathematics, Health and Physical Education

Class 7 Model Activity Task Part 2 February 2022 | Class 7 Model Activity Task February 2022

class 7 model activity task part 2 february 2022 , class 7 model activity task part 2 februaryy 2022 activity, class 7 model activity task part 2 february 2022 answers, class 7 model activity task part 2 february 2022 arts, class 7 model activity task part 2 february 2022 education, class 7 model activity task part 2 february 2022 english, class 7 model activity task part 2 february 2022 bengali, class 7 model activity task part 2 february 2022 geography, class 7 model activity task part 2 february 2022 sastho o sarirshiksha, class 7 model activity task part 2 february 2022 biggan, class 7 model activity task part 2 february 2022 itihas ,class 7 model activity task part 2 february 2022 mathematics, class 7 model activity task part 2 february 2022 maths, class 7 model activity task part 2 february 2022 new, class 7 model activity task part 2 february solution, class 7 english model activity task part 2 february 2022, class 7 bengali model activity task part 2 february 2022, class 7 geography model activity task part 2 february 2022, class 7 history model activity task part 2 february 2022, class 7 mathematics model activity task part 2 february 2022, class 7 science model activity task part 2 february 2022,class 7 health & physical education model activity task part 2 february 2022

class 7 english model activity task part 2, class 7 geography model activity task part 2 ,class 7 model activity task part 2, class 7 history model activity task part 2 , class 7 bengali model activity task part 2, class 7 aamader poribesh model activity task part 2, class 7 science model activity task part 2 , class 7 model activity task part 2 solution

Class 7 Model Activity Task Part 2 February 2022 | Class 7 Model Activity Task February 2022 will be discussed here. This is the first model activity task of the year 2022. This activity task has full marks of 20 which you have to solve and submit to your teachers in February month. So, we published here Class 7 Model Activity Task Part 2 February 2022 | Class 7 Model Activity Task February 2022 all subject questions with proper answers. Follow this article and write every answer carefully, you will get the best result. So, let’s solve this Class 7 Model Activity Task Part 2 February 2022 | Class 7 Model Activity Task February 2022

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের 2022 এর জানুয়ারী মাস থেকে আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে । Class 7 Model Activity Task Part 2 February 2022 | Class 7 Model Activity Task February 2022  সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তর আমাদের ওয়েবসাইট studywithgenius.in তে দেওয়া হয়েছে ।Class 7 Model Activity Task Part 2 February 2022 | Class 7 Model Activity Task February 2022 এর যে সমস্ত প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নিচের প্রশ্নোত্তর গুলি লিখবে ।


Class 7 Model Activity Task Part 2 February 2022 2



Science
Mathematics
Sastho o Sarirshiksha


Youtube

Class 7 Science Model Activity Task Part 2 February 2022 | Class 7 Science Model Activity Task February 2022

সপ্তম শ্রেণি

পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান : ২০

১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো –

(ক) কার্বোহাইড্রেট

(খ) ভিটামিন

(গ) লিপিড

(ঘ) প্রোটিন।

উত্তর: (খ) ভিটামিন

১.২ গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলো –

(ক) সোডিয়াম

(খ) আয়রন

(গ) আয়োডিন

(ঘ) ক্যালশিয়াম।

উত্তর: (গ) আয়োডিন

১.৩ একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলো –

(ক) আনারস

(খ) আনারসের জ্যাম

(গ) আম

(ঘ) কোল্ড ড্রিংক্স।

উত্তর: (খ) আনারসের জ্যাম

You May Also Visit These Scholarship

The Tata Capital Pankh Scholarship Programme – Scholarship for Classes 6 to 12, diploma, polytechnic or undergraduate

COVID Crisis Support Scholarship Program 2021 (Jyoti Prakash Scholarship) – Scholarship for Class 5 to 10

Digital Bharati COVID Scholarship 2021-22 | Scholarship for Class 5 to 10

EWS Certificate Application 2022 : How To Apply For EWS Certificate

২. শূন্যস্থান পূরণ করো :

২.১ প্রোটিনের অভাবে __________ রোগ হয়।

উত্তর: কোয়াশিওরকর।

২.২ চুল ও নখে __________ প্রোটিন থাকে।

উত্তর: কেরাটিন।

২.৩ আয়রন _________ পরিবহণে সাহায্য করে।

উত্তর: অক্সিজেন।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটো খাবারের নাম লেখো।

উত্তর: সজনে ডাঁটা, ওট, আপেল, পেঁপে, ডাঁটাশাক ইত্যাদি।

৩.২ ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায় ?

উত্তর: ম্যারাসমাস রোগের ক্ষেত্রে নিম্নলিখিত লক্ষণ গুলি দেখা যায় –

1. এই রোগের ফলে দেহের ওজন কমে যায়।

2. দেহের রং ফ্যাকাশে হয়ে যায়।

3. দৈহিক বৃদ্ধি হ্রাস পেতে থাকে।

4. রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়।

৩.৩ মানবদেহে লিপিডের ভূমিকা উল্লেখ করো।

উত্তর: মানবদেহে লিপিডের ভূমিকাগুলি হলো –

1. লিপিড মানুষের দেহে শক্তির উৎসরূপে কাজ করে। 

2.দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে।

3. লিপিড দেহের থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয়।

৩.৪ ভিটামিন C-র দুটি উৎসের নাম লেখো।

উত্তর:  ভিটামিন C-র দুটি উৎস হলো –

1.বাতাবিলেবু বা কমলা লেবু।

2.পেয়ারা, পাকা পেঁপে।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ মানবদেহে ফাইটোকেমিক্যালসের ভূমিকা উল্লেখ করো।

উত্তর:  ফাইটোকেমিক্যালসের ভূমিকাগুলি হল:

1. ফাইটোকেমিক্যালস অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে।

2. ফাইটোকেমিক্যালস চোখ ভালো রাখতে সাহায্য করে।

3. আমাদের হৃদপিন্ড ভালো রাখতে সাহায্য করে।

4. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

5. মানবদেহে কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

6. ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে।

7. ফাইটোকেমিক্যালস হজম শক্তি বাড়াতে সাহায্য করে।

৪.২ জীবদেহে জলের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর: জীবদেহে জলের ভূমিকা গুলি হলো নিম্নরূপ –

1. জল কোষের প্রোটোপ্লাজমকে সিক্ত ও সজীব রাখে।

2. জল রক্ত সঞ্চালনে সাহায্য করে।

3. জলের মাধ্যমে রেচন পদার্থ দেহের বাইরে বেরিয়ে যায়।

4. জল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

5. জল কোষের মধ্যে ব্যাপন ও অভিস্রবনে ঘটাতে সহায়তা করে।

 Class 7 Model Activity Task Part 2 February (Bengali, English, History, Geography) – Click Here


Youtube

Class 7 Mathematics Model Activity Task Part 2 February 2022 | Class 7 Mathematics Model Activity Task February 2022

CLASS – VII

গণিত

Full Marks- 20

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো –

1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো –

(i) 9 : 15 অনুপাতটির লঘিষ্ঠর আকার হলো –

(a) 18 : 30

(c) 1 : 15

(b) 9 : 1

(d) 3 : 5

উত্তর: (d) 3 : 5

ব্যাখ্যা : 

9 : 15 = 9 / 15 = 3 / 5  = 3 : 5

(ii) একটি শ্রেণিতে 36 জন বালক এবং 28 জন বালিকা আছে, ঐ শ্রেণিতে বালিকা এবং বালকের সংখ্যার অনুপাত হবে –

(a) 9 : 9 

(b) 7 : 9

(c) 9 : 14

(d) 18 : 7

উত্তর: (b) 7 : 9

ব্যাখ্যা : 

বালকের সংখ্যা = 36 জন
বালিকার সংখ্যা = 28 জন

শ্রেণিতে বালিকা এবং বালকের সংখ্যার অনুপাত =28 : 36 = 28 / 36 = 7 / 9 = 7 : 9

(iii) 5 : 15 এবং 2 : 3 অনুপাত দুটিকে তুলনা করলে ছোটো অনুপাতটি হবে –

(a) 2 : 3

(b) 3 : 2

(c) 3 : 1

(d) 5 : 15

উত্তর: (d) 5 : 15

ব্যাখ্যা : 

class 7 math model activity feb 2

(iv) দুটি বাড়ির দামের অনুপাত 4 : 3 হলে, প্রথম বাড়ির দামের আনুপাতিক ভাগ হার হবে –

(a) 4/3

(b) 3/4

(c) 4/7

(d) 3/7

উত্তর: (c) 4/7

ব্যাখ্যা : 

দুটি বাড়ির দামের অনুপাত = 4 :3 
প্রথম বাড়ির আনুপাতিক ভাগহার = 4 / (4+3) = 4 / 7

2. সত্য/মিথ্যা লেখো:

(i) অনুপাতের কোনো একক নেই।

উত্তর: সত্য

(ii) a : b অনুপাতটির ভগ্নাংশ আকার হলো a/b ।

উত্তর: সত্য

(iii) 1 টাকা এবং 1.30 টাকার অনুপাত হলো 10 : 13।

উত্তর: সত্য

ব্যাখ্যা : 

1 টাকা = 100 পয়সা
1.30 টাকা = 1.30 × 100 = 130 পয়সা
1 টাকা এবং 1.30 টাকার অনুপাত

= 100 : 130

= 10 : 13

3. (i) লখিষ্ঠ আকারে একটি অনুপাত 5 : 7 এবং এই অনুপাতটির পূর্বপদ 45 হলে, উত্তরপদটি নির্ণয় করো।

উত্তর:

class 7 math model activity feb 3

(ii) class 7 math model activity feb অনুপাতটি লঘিষ্ঠ আকারে পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করো।

উত্তর:

class 7 math model activity feb 4

(iii) মিশ্র অনুপাত নির্ণয় করো: 2 kg : 480 gm এবং 120 min : 150 min.

উত্তর:

class 7 math model activity feb 5

(iv) ধান চাষের জন্য 17 বস্তা গোবর সারের সঙ্গে 3 বস্তা সব্জির খোসা মেশানো হলো। মিশ্রণে  সব্জির খোসার বস্তার অনুপাতিক ভাগ হার নির্ণয় করো।

উত্তর:

class 7 math model activity feb 6

4. 12,100 টাকা মধু, মানস, কুত্তল ও ইন্দ্রের মধ্যে 2 : 3 : 4 : 2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তা নির্ণয় করো।

উত্তর:

class 7 math model activity feb 7

You May Also Visit These Scholarship

The Tata Capital Pankh Scholarship Programme – Scholarship for Classes 6 to 12, diploma, polytechnic or undergraduate

COVID Crisis Support Scholarship Program 2021 (Jyoti Prakash Scholarship) – Scholarship for Class 5 to 10

Digital Bharati COVID Scholarship 2021-22 | Scholarship for Class 5 to 10

 Class 7 Model Activity Task Part 2 February (Bengali, English, History, Geography) – Click Here


Youtube

Class 7 Health & Physical Education Model Activity Task Part 2 February 2022 | Class 7 Health & Physical Education Model Activity Task February 2022

সপ্তম  শ্রেণি

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

পূর্ণমান : ২০

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে ✔ চিহ্ন দাও :  ১x ৪ = ৪ 

(ক) খেলা (Play) কী?

(i) আইনের অনুশাসন 

(ii) সহজাত প্রবৃত্তি 

(iii) পেশাদারিত্ব 

(iv) সবকয়টি

উত্তর: (ii) সহজাত প্রবৃত্তি 

(খ) গ্রিক কোন শব্দ থেকে জিমনাস্টিক কথাটি এসেছে?

(i) অ্যাথলস 

(ii) জিমনা

(iii) জিমনস

(iv) জিমনাস 

উত্তর: (iii) জিমনস 

(গ) কখন উত্মীকরণ করা উচিত?

(i) খেলার সময় 

(ii) খেলা শেষ হবার পরে 

(iii) খেলা শুরুর আগে 

(iv) খেলা শুরুর আগে ও পরে

উত্তর: (iii) খেলা শুরুর আগে  

(ঘ) ড্রিল কী?

(i) ছন্দময় ব্যায়াম 

(ii) শৃঙ্খলাবদ্ধ ব্যায়াম

(iii) সৌন্দর্যমূলক ব্যায়াম 

(iv) ছন্দময়, শৃঙ্খলাবদ্ধ ও সৌন্দর্যমুলক ব্যায়ামের সমষ্টি 

উত্তর: (iv) ছন্দময়, শৃঙ্খলাবদ্ধ ও সৌন্দর্যমুলক ব্যায়ামের সমষ্টি  

(২) বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতাবিধান করাে :

class 7 model activity task part 2 february health 1

উত্তর:

বাম স্তম্ভ ডান স্তম্ভ
(ক) অ্যাথলেটিকস (vii) ১৯১১ সালে হয়েছিল
(খ) শরীরচর্চা (v) শারীরিক সংস্কৃতি
(গ) বিনােদন (i) তিন প্রকার
(ঘ) ইন্ডিয়ান ফুটবল অ্যাসােসিয়েশন (ii) ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয়
(ঙ) ইস্টবেঙ্গল ক্লাব (iii) ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়
(চ) মােহনবাগান ক্লাব প্রথম IFA শিল্ড চ্যাম্পিয়ান (vi) অ্যাথলস
You May Also Visit These Scholarship

The Tata Capital Pankh Scholarship Programme – Scholarship for Classes 6 to 12, diploma, polytechnic or undergraduate

COVID Crisis Support Scholarship Program 2021 (Jyoti Prakash Scholarship) – Scholarship for Class 5 to 10

Digital Bharati COVID Scholarship 2021-22 | Scholarship for Class 5 to 10

(৩) শব্দ ঝুড়ি থেকে সঠিক উত্তরটি বেছে শূন্যস্থানটি পুরণ করাে :  ১x৬=৬

(ক) একটি দেশ কেবল কাগজের______নয়, তার অবস্থান মানুষের হৃদয়ে। 

উত্তর: মানচিত্র 

(খ) জাতির জাগরণের এবং উন্নয়নের জন্য________অত্যন্ত প্রয়ােজনীয় বিষয়। 

উত্তর: সংহতি 

(গ)_______ একটি খেলার উদাহরণ। 

উত্তর: ফুটবল।

(ঘ) ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকেই________বলা হয়। 

উত্তর: অ্যাথলেটিক্স।

(ঙ) একতা ও অনুশাসন ________-র মূলমন্ত্র। 

উত্তর: এম.সি.সি ।

(চ) ইস্টবেঙ্গল ক্লাবের জার্সির রঙ হলাে______।

উত্তর: লাল-হলুদ ।

শব্দ ঝুড়ি : লাল-হলুদ, এম.সি.সি., মানচিত্র, জাতীয় সংহতি, ফুটবল, অ্যাথলেটিক্স, কানামাছি।

(৪) রচনাধর্ম প্রশ্নের উত্তর দাও : ৪

(ক) জাতীয় সংহতিরক্ষায় শারীরশিক্ষার ভূমিকা বর্ণনা করাে।

উত্তর: খেলাধুলা ও শারীরশিক্ষার যেসমস্ত কার্যক্রম রয়েছে তা থেকে জাতীয় সংহতির বােধ জাগ্রত হয়। নীচে এবিষয়ে আলােচনা করা হলাে—

(i) দলগত খেলায় ধর্মীয় সমন্বয়ের মাধ্যমে জাতীয় সংহতি বৃদ্ধি :– যে-কোনাে দলগত খেলায় দলগঠনের সময় খেলােয়াড়দের গুণগত মান দেখে বাছাই করা হয়। তাই একটি দলের মধ্যে হিন্দু-মুসলমান-শিখ-খ্রিস্টান-বৌদ্ধ সমস্ত ধর্মের খেলােয়াড়ই থাকে। খেলার মাঠে সমস্ত খেলােয়াড় তাদের ধর্মীয় বিভেদ ভুলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটিমাত্র লক্ষ্য পূরণে ব্রতী হয়। তাই খেলাধুলার মাঠ হলাে সর্বধর্মসমন্বয়ের একটি ক্ষেত্র। এই সর্বধর্মসমন্বয়ের ফলে জাতীয় সংহতি সুদৃঢ় হয়।

(ii) দলগত খেলা বর্ণভেদপ্রথাকে অবলুপ্ত করে :-  একটি দলে বিভিন্ন জাতির খেলােয়াড় থাকে, মাঠে খেলার সময় কে উচ্চবর্ণের? কে নিম্নবর্ণের? কে ব্রাহ্মণ? কে শূদ্র? তা দেখা হয় না। সকল বর্ণের মানুষ একে অপরকে সহযােগিতা করে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যায়। এর ফলে সমাজের মধ্যে বর্ণভেদ অবলুপ্ত হয় । খেলার মাঠই আমাদের সকল বর্ণের মানুষকে একটি পরিচয়, ‘মানুষ হিসেবে জানতে শেখায়, যা জাতীয় সংহতিকে আরও দৃঢ় করে। 

(iii) সহযােগী, সহমর্মী মনােভাব তৈরি করে :- একটি দলীয় খেলায়, দলের একজন সদস্য এককভাবে কখনােই লক্ষ্যপূরণে সার্থকতা পেতে পারে না। দলের সমস্ত সদস্যদের সহযােগিতা নিয়ে যৌথভাবে মূল লক্ষ্যপূরণ করতে হয়। এর ফলে খেলােয়াড়েরা সামাজিক ক্ষেত্রেও সহযােগী মনােভাব প্রদর্শন করে, যা জাতীয় সংহতিকে আরও মজবুত করে।

(iv) বিভিন্ন শিবিরের মাধ্যমে সংহতিস্থাপন :– খেলাধুলায় দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন আবাসিক শিবির করা হয়ে থাকে। এই শিবিরে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতির খেলােয়াড়দের একসঙ্গে, একই ছাদের তলায়, একইরকম পরিবেশে, একইকার্যক্রমের মধ্যে থাকতে হয়। এর ফলে একসঙ্গে থাকা, একসঙ্গে কাজ করা, খাওয়া, ঘুমানাের অভ্যেস তৈরি হয় যা জাতীয় সংহতিকে আরও মজবুত করে।

(v) মনের দূষণ রােধ করে শারীরশিক্ষা জাতীয় সংহতি রক্ষা করে :– বিভিন্ন খেলাধুলা, ব্রতচারী ও দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ ও সৌহাদের সম্পর্ক গড়ে ওঠে। খেলায় অংশগ্রহণের মাধ্যমে। | শিক্ষার্থীরা তাদের জয়কে বরণ করে নিতে পারে। তেমনি প্রতিযােগিতায় পরাজিত হয়ে হাসিমুখে সেই পরাজয় মেনে নিতে পারে।

 Class 7 Model Activity Task Part 2 February (Bengali, English, History, Geography) – Click Here


Join our youtube channel now

ALL Class ALL Model Activities 
Click Here
 Class 5 Model Activity Task February 2022 Part 2 (All Subject )
Click Here
 Class 6 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography)
Click Here
 Class 6 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
 Class 7 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography )
Click Here
 Class 7 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
 Class 8 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography )
Click Here
 Class 8 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
Class 9 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography )
Click Here
Class 9 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
Class 10 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography )
Click Here
Class 10 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here


Join our youtube channel now

February 2022 Part 2 Model Activity Task | Part 2 Model Activity Task | Model Activity Task February 2022 | New Model Activity Task February 2022 | Part 2 Model Activity Task solution | Class 7 Model Activity Task 2022 | Class 7 Bengali Model Activity Task February 2022 | Class 7 English Model Activity Task February 2022 | Class 7 Geography  Model Activity Task February 2022| Class 7 Health and Physical Education Model Activity Task February 2022 | Class 7 History  Model Activity Task February 2022 | StudyWithGenius | Class 7 Math Model Activity Task February 2022 | Class 7 Science Model Activity Task February 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X