Class 5 Model Activity Task Part 1 January 2022 | পঞ্চম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক | Bengali, English, Mathematics, Amader Poribesh, Health and Physical Education
Class 5 Model Activity Task Part 1 January 2022 | Class 5 Model Activity Task Part 9
class 5 model activity task part 1 january 2022 , class 5 model activity task part 1 january 2022 activity, class 5 model activity task part 1 january 2022 answers, class 5 model activity task part 1 january 2022 arts, class 5 model activity task part 1 january 2022 education, class 5 model activity task part 1 january 2022 english, class 5 model activity task part 1 january 2022 bengali, class 5 model activity task part 1 january 2022 geography, class 5 model activity task part 1 january 2022 sastho o sarirshiksha, class 5 model activity task part 1 january 2022 biggan, class 5 model activity task part 1 january 2022 itihas ,class 5 model activity task part 1 january 2022 mathematics, class 5 model activity task part 1 january 2022 maths, class 5 model activity task part 1 january 2022 new, class 5 model activity task part 1 january 2022 solution, class 5 english model activity task part 1 january 2022, class 5 bengali model activity task part 1 january 2022, class 5 geography model activity task part 1 january 2022, class 5 aamader poribesh model activity task part 1 january 2022, class 5 health & physical education part 1 january 2022
class 5 english model activity task part 1, class 5 geography model activity task part 1 ,class 5 model activity task part 1, class 5 history model activity task part 1 , class 5 bengali model activity task part 1, class 5 aamader poribesh model activity task part 1, class 5 science model activity task part 1 , class 5 model activity task part 1 solution
January 2022 Part 9 Model Activity Task | Part 9 Model Activity Task | Model Activity Task 2022 | New Model Activity Task 2022 | Part 9 Model Activity Task | Class 5 Model Activity Task 2022 | Class 5 Bengali Model Activity Task 2022 Part 9 | Class 5 English Model Activity Task 2022 Part 9 | Class 5 Geography Model Activity Task 2022 Part 9 | Class 5 Health and Physical Education Model Activity Task 2022 Part 9 | Class 5 History Model Activity Task 2022 Part 9 | StudyWithGenius | Class 5 Math Model Activity Task 2022 Part 9 | Class5 Science Model Activity Task 2022 Part 9
Class 5 Model Activity Task Part 1 January 2022 | Class 5 Model Activity Task Part 9 will be discussed here. This is the first model activity task of the year 2022. This activity task has full marks of 20 which you have to solve and submit to your teachers in January month. So, we published here Class 5 Model Activity Task Part 1 January 2022 | Class 5 Model Activity Task Part 9 all subject questions with proper answers. Follow this article and write every answer carefully, you will get the best result. So, let’s solve this Class 5 Model Activity Task Part 1 January 2022 | Class 5 Model Activity Task Part 9
প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের 2022 এর জানুয়ারী মাস থেকে আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে । Class 5 Model Activity Task Part 1 January 2022 | Class 5 Model Activity Task Part 9 সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তর আমাদের ওয়েবসাইট studywithgenius.in তে দেওয়া হয়েছে ।Class 5 Model Activity Task Part 1 January 2022 | Class 5 Model Activity Task Part 9 এর যে সমস্ত প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নিচের প্রশ্নোত্তর গুলি লিখবে ।
Class 5 Bengali Model Activity Task Part 1 January 2022 | Class 5 Bengali Model Activity Task Part 9
পঞ্চম শ্রেণি
বাংলা (প্রথম ভাষা)
পূর্ণমান : ২০
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১x৩=৩
১.১ ‘গল্পবুড়াে’ কবিতায় গল্পবুড়াে এসেছেন –
(ক) শরৎকালে।
(খ) শীতকালে
(গ) বর্ষাকালে
(ঘ) গ্রীষ্মকালে
উত্তর : (খ) শীতকালে
১.২ ‘দেখবি যদি জলদি আয়।” ‘জলদি শব্দের অর্থ –
(ক) ভােরবেলায়
(খ) তাড়াতাড়ি
(গ) ছুটে
(ঘ) ঘুম থেকে উঠে
উত্তর : (খ) তাড়াতাড়ি
১.৩ প্রখর প্রত্যুষে। প্রখর’ শব্দের অর্থ –
(ক) কনকনে
(খ) অসহ্য
(গ) তীব্র
(ঘ) আরামদায়ক
উত্তর : (গ) তীব্র
You May Also Visit These Scholarship
Digital Bharati COVID Scholarship 2021-22 | Scholarship for Class 5 to 10
EWS Certificate Application 2022 : How To Apply For EWS Certificate
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩
২.১ গল্পবুডাের তল্পিটি কোথায় রয়েছে ?
উত্তর : গল্পবুড়াের তল্পিটি কাঁধে রসেছে।
২.২ গল্পবুড়াের ঝােলায় কোন্ পাহাড়ের গল্প আছে ?
উত্তর : গল্পবুড়াের ঝােলায় কড়ির পাহাড়ের গল্প আছে।
২.৩ ‘এই থলেতে বন্দিনি। থলেতে কে ‘বন্দিনি’ অবস্থায় আছে ?
উত্তর : উদ্ধৃত অংশটি তে থলেতে বলিনি অবস্থায় আছে কেশবতী নন্দিনী।
Class 6 Model Activity Task Part 8 (Science, Mathematics, Health & Physical Education) – Click Here
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২x৩=৬
৩.১ গল্পবুড়ে দিনের কোন সময়ে গল্প শােনাতে আসেন ?
উত্তর : গল্পবুড়াে শীতের ভাের বেলা গল্প শােনাতে আসে।
৩.২ গল্পবুড়াের মুখে ব্যথা হয়েছে কেন?
উত্তর : শীতে ভবে উত্তরে হাওয়া বইছে। সেই শীতের হাওয়ার থুথুড়ে গল্পবুড়াে পথ ধবে তাড়াতাড়ি হেঁটে চলেছে আর ‘রূপকথা চাই, রূপকথা চাই’ বলে এমনই চ্যাঁচাচ্ছে যে তাতেই তার মুখ ব্যথা হয়েছে।
৩.৩ ‘বলব নাকো রূপকথা। —গল্পবুড়াে কাদের রূপকথা শােনাবে না ?
উত্তর : শীতের সকালে কোন শিশু যদি গল্প বুড়াের কাছে গল্প শুনতে আসে তাহলে তাদেরকে সে শত্রু ভাবে এবং তাদেরকে গল্পবুড়াে গল্প শােনাবে না।
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে : ৩
গল্পবুড়াের ঝােলায় কী কী ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতিসহ আলােচনা করাে।
উত্তর : শীতের ভােবে গল্পবুড়াে কাঁধে একটা ঝােলা নিয়ে পথ দিয়ে যেতে যেতে ডাক পেড়ে গল্প বলে ছােটদের ঘুম থেকে উঠাতে চাই। গল্প বুড়াের ঝােলায় পক্ষীরাজ, রাজপুত্তুর, যক্ষিরাজ যেমন আছে তেমন ঝলমলে সােনার কাঠি ময়নামতি নদী ,তেপান্তরের মাঠ কেশবতী নন্দিনী, ইত্যাদি নিয়ে রূপকথার গল্প গল্পবুড়াের ঝােলায় বন্দি আছে।
Class 6 Model Activity Task Part 8 (Science, Mathematics, Health & Physical Education) – Click Here
Class 5 English Model Activity Task Part 1 January 2022 | Class 5 English Model Activity Task Part 9
CLASS – V
English
Full Marks- 20
Activity-1
Fill in the table appropriately: 1×3 = 3
Masculine Gender | Feminine Gender |
Ox | |
Queen | |
Man |
Ans :
Masculine Gender | Feminine Gender |
Ox | Cow |
King | Queen |
Man | Women |
Activity-2
Change the Singular numbers to Plural numbers of the following words: 1×3 = 3
a) baby : Babies
b) mosquito : Mosquitoes
c) dog : Dogs
Activity-3
Identify the subject and the predicate of the following sentences and write them in table given below: 1×3= 3
(i) Her hair was grey.
(ii) She went near the teacher and touched his feet.
(iii) This coin is worth much more than those thousands.
Subject | Predicate |
Her hair | was grey. |
She | went near the teacher and touched his feet. |
This coin | is worth much more than those thousands. |
Activity- 4
Suppose you have seen a magic show. Write three sentences about the show. 6
Ans. : Last Saturday, I had a chance to see a magic show. My father had got tickets for the evening show as a surprise for my birthday. I went with my parents and we took our seats. We waited eagerly for the show to begin. The curtains on the stage lifted and the magician entered. He introduced himself and the show began.
Class 6 Model Activity Task Part 8 (Science, Mathematics, Health & Physical Education) – Click Here
Class 5 Health & Physical Education Model Activity Task Part 1 January 2022 | Class 5 Health & Physical Education Model Activity Task Part 9
পঞ্চম শ্রেণি
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান : ২০
অনুকরণ জাতীয় খেলা — কৃষিকাজ
১। শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে : ১x১৫ = ১৫
(ক) ভাত বাঙালির প্রিয় চাল থেকে হয় ভাত, কৃষকেরা চাষ করে – খাটে জানি দিন রাত।
(খ) শুকনাে যে আছে মাঠ চাষিরা তাে নেমে পড়ে, লাঙলের ব্যবহারে মাটি উর্বর করে।
(গ) সারাদিন কত কাজ নেই তার চোখে ঘুম, এই বুঝি শুরু হয় বর্ষার মরশুম।
(ঘ) ওইতাে বৃষ্টি নামে টাপুর টুপুর টুপ, চাষিরা কি তার ঘরে এখনও থাকবে চুপ।
(ঙ) বীজ বােনা হল শুরু মাঠখানা ঘুরে ঘুরে, বীজ ছড়ানাের কাজ সারা হল মাঠ জুড়ে।
(চ) বর্ষার বৃষ্টিতে মাটিখানা গেল ভিজে জমি হল উর্বর চাষি ভাই করে কী যে!
(ছ) মাটির গর্ভে হবে ধান রােপণের কাজ, বড়াে ব্যস্ততা তার নাওয়া খাওয়া নেই আজ।
(জ) ঝলমলে সােনা রােদে আকাশটা ঝলমল, সােনালি ধানের খেত আজ বড়াে চঞ্চল।
(ঝ) চাষিরা এসেছে মাঠে খুশিতে আত্মহারা, আনন্দে মেতে ওঠে এই পাড়া ওই পাড়া পাড়া।
(ঞ) চাষিরা এসেছে মাঠে খুশিতে আত্মহারা, আনন্দে মেতে ওঠে এই পাড়া ওই পাড়া l
(ট) চাষিরা যে কত খুশি খুশিতে ভরেছে মন, দু মুঠো জুটবে ভাত ভাবছে সারাক্ষণ l
(ঠ) লােকজন ছুটে গেল উঠোনের কোণে আজ, শুরু হল ওই দ্যাখাে ধান, ঝাড়াইয়ের কাজ।
(ড) ধান ঝেড়ে ফেলা হল রাশি রাশি সােনা ধান, বাইরে রাখলে সব হয়ে যাবে ম্রিয়মাণ।
(ঢ) তাই সব ধান আজ মড়াইয়েতে পেল স্থান, কৃষকের ঘরে আজ ফিরে এল সম্মান।
(ণ) এত যে পরিশ্রম ধন্য যে হল আজ, টেকিতেই শুরু ওই ধান ভাঙানাের কাজ।
শব্দঝুড়ি : ভাত, কৃষকেরা, চোখে, বার, বীজ, ছড়ানাের, গর্ভে, খাওয়া, রােদে, খেত, চাষিরা, পাড়া, খুশি, সারাক্ষণ, ধানকাটা, কৃষকের, উঠোনের, ঝাড়াইয়ের, ঝেড়ে, সােনা, মাঠ, লাঙলের, বৃষ্টি, চুপ, ভিজে, উর্বর, চাষিরা, চাল, চাষি, এল, ধান, পরিশ্রম, ভাঙানাের। |
You May Also Visit These Scholarship
Digital Bharati COVID Scholarship 2021-22 | Scholarship for Class 5 to 10
EWS Certificate Application 2022 : How To Apply For EWS Certificate
Class 6 Model Activity Task Part 8 (Science, Mathematics, Health & Physical Education) – Click Here
Class 5 Aamader Poribesh Model Activity Task Part 1 January 2022 | Class 5 Aamader Poribesh Model Activity Task Part 9
পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
পূর্ণমান : ২০
১. ঠিক বাক্যের পাশে ‘✔’ চিহ্ন আর ভুল বাক্যের পাশে ‘🗙’ চিহ্ন দাও: ১ x ৩ = ৩
১.১ ত্বকে রােদ লাগলে ভিটামিন সি তৈরি হয়।
উত্তর: ত্বকে রােদ লাগলে ভিটামিন সি তৈরি হয়। 🗙
১.২ নার্ভ, পেশি, শিরা ও ধমনিকে রক্ষা করে চামড়া।
উত্তর: নার্ভ, পেশি, শিরা ও ধমনিকে রক্ষা করে চামড়া। ✔
১.৩ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে ৩০০টি হাড় থাকে।
উত্তর: একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে ৩০০টি হাড় থাকে। 🗙
২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে : ১ x ৩ = ৩
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
২.১ মেলানিন | ক) হাতের হাড় |
২.২ হিউমেরাস | খ) লিগামেন্ট |
২.৩ ফিমার | গ) ত্বক |
ঘ) পায়ের হাড় |
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
২.১ মেলানিন | গ) ত্বক |
২.২ হিউমেরাস | ক) হাতের হাড় |
২.৩ ফিমার | ঘ) পায়ের হাড় |
You May Also Visit These Scholarship
Digital Bharati COVID Scholarship 2021-22 | Scholarship for Class 5 to 10
EWS Certificate Application 2022 : How To Apply For EWS Certificate
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ x ৩ = ৬
৩.১ মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম লেখাে।
উত্তর: মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তা হলাে আলনা ও রেডিয়াস।
৩.২ পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যেকোনাে দুটো কাজের উল্লেখ করাে।
উত্তর: পেশীর দুটি কাজ:
(i) দেহের আকৃতি প্রদান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে।
(ii) নড়াচড়া ও চলাচলে সাহায্য করে।
৩.৩ আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়ােজনীয়তা কী?
উত্তর: রক্ত যাওয়ার প্রয়ােজনীয়তা:
(i) রক্ত সারা শরীরে অক্সিজেন ও প্রয়ােজনীয় পুষ্টি পৌঁছে দেয়।
(ii) শরীরে ফোঁড়া বা অন্য কারণে জীবাণু সংক্রমণ হলে আমরা যে ওষুধ খাই তা শরীরের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় রক্ত।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩ x ১ = ৩
হাড়ের জোড় না থাকলে আমাদের কী কী অসুবিধা হত?
উত্তর: হাড় হল একটি কঠিন অঙ্গ, যা মানুষসহ সকল মেরুদণ্ডী প্রাণীর কঙ্কাল তৈরি করে। হাড়গুলি দেহের বিভিন্ন অঙ্গকে সুরক্ষা দেয়। আমাদের শরীরে হাড়গুলি বিভিন্ন স্থানে জোড়া লাগানাে থাকে। হাড়ের জোড় না থাকলে আমাদের নীচের অসুবিধাগুলি হত –
(i) হাতের হাড়ের জোড় না থাকলে হাত ভাঁজ করা যেত না। ফলে খেলাধুলাসহ অনেক কাজে অসুবিধা হত।
(ii) আঙুলের হাড়ের জোড় না থাকলে কোনাে কিছু ধরতে অসুবিধা হত।
(iii) পায়ের হাড়ের জোড় না থাকলে চলাফেরা করতে, দৌড়াতে, বসতে অসুবিধা হত।
Class 5 Mathematics Model Activity Task Part 1 January 2022 | Class 5 Mathematics Model Activity Task Part 9
পঞ্চম শ্রেণি
গণিত
পূর্ণমান : ২০
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো –
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×৩
(ক) ৩১৮ সংখ্যাটিতে
(a) এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের ৩ গুণ
(b) শতকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের থেকে ৩ বেশি
(c) শতকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের ৮ গুণ
(d) এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে ৫ বেশি
উত্তর:-(d) এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে ৫ বেশি
(খ) ৫২০৩ সংখ্যাটিতে ০-এর স্থানীয় মান-
(a) o
(b) ১০
(c) ১০০
(d) ১০০০
উত্তর:-(d) ১০
(গ) ১৩২ সংখ্যাটিকে কার্ড দিয়ে প্রকাশ করলে পাবো-
(a) ২টি ১০০-এর কার্ড, ৩টি ১০-এর কার্ড ১টি ১-এর কার্ড
(b) ৩টে ১-এর কার্ড, ১টি ১০ কার্ড ২টি ১০০-এর কার্ড
(c) ৩টি ১০০-এর কার্ড, ২টি ১০-এর কার্ড ১টি ১-এর কার্ড
(d) ১টি ১০০-এর কার্ড, ৩টি ১০-এর কার্ড, ২টি ১-এর কার্ড
উত্তর:-(d) ১টি ১০০-এর কার্ড, ৩টি ১০-এর কার্ড, ২টি ১-এর কার্ড
২. সত্য/মিথ্যা (T/F) লেখাে : ১×৩= ৩
(ক) ৩৯৯ সংখ্যাটির ১ বেশি সংখ্যাটি ৪ অঙ্কবিশিষ্ট।
উত্তর: মিথ্যা
(খ) ২৭ সংখ্যাটিকে, ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষটি ভাজক থেকে ২ কম হবে।
উত্তর: মিথ্যা
(গ) ২-এর গুণিতক সর্বদা ৩ দ্বারা বিভাজ্য।
উত্তর: মিথ্যা
৩. স্তম্ভ মেলাও : (যে কোনো তিনটি) :
উত্তর:
8. (ক)
চিত্রে ২টি বৃত্তের মধ্যে ৬ ও ৪-এর গুণনীয়কগুলি বসাও এবং ২টি বৃত্তের সাধারণ জায়গাটিতে ৬ ও ৪-এর সাধারণ গুণনীয়কগুলি বসাও।
উত্তর:
(খ) একজন কৃষক তার মোট জমির ২/৫ অংশে ধান, ৭/১৫ অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন।
উত্তর:
ALL Class ALL Model Activities | Click Here |
Class 5 Model Activity Task January 2022 Part 1 (All Subject ) | Click Here |
Class 6 Model Activity Task January 2022 Part 1 (Bengali, English, History, Geography) | Click Here |
Class 6 Model Activity Task January 2022 Part 1 (Science, Mathematics, Health & Physical Education) | Click Here |
Class 7 Model Activity Task January 2022 Part 1 (Bengali, English, History, Geography ) | Click Here |
Class 7 Model Activity Task January 2022 Part 1 (Science, Mathematics, Health & Physical Education) | Click Here |
Class 8 Model Activity Task January 2022 Part 1 (Bengali, English, History, Geography ) | Click Here |
Class 8 Model Activity Task January 2022 Part 1 (Science, Mathematics, Health & Physical Education) | Click Here |
Class 9 Model Activity Task January 2022 Part 1 (Bengali, English, History, Geography ) | Click Here |
Class 9 Model Activity Task January 2022 Part 1 (Science, Mathematics, Health & Physical Education) | Click Here |
Class 10 Model Activity Task January 2022 Part 1 (Bengali, English, History, Geography ) | Click Here |
Class 10 Model Activity Task January 2022 Part 1 (Science, Mathematics, Health & Physical Education) | Click Here |
You May Also Visit These Scholarship
Digital Bharati COVID Scholarship 2021-22 | Scholarship for Class 5 to 10
EWS Certificate Application 2022 : How To Apply For EWS Certificate
January 2022 Part 9 Model Activity Task | Part 9 Model Activity Task | Model Activity Task 2022 | New Model Activity Task 2022 | Part 9 Model Activity Task | Class 5 Model Activity Task 2022 | Class 5 Bengali Model Activity Task 2022 Part 9 | Class 5 English Model Activity Task 2022 Part 9 | Class 5 Geography Model Activity Task 2022 Part 9 | Class 5 Health and Physical Education Model Activity Task 2022 Part 9 | Class 5 History Model Activity Task 2022 Part 9 | StudyWithGenius | Class 5 Math Model Activity Task 2022 Part 9 | Class 5 Science Model Activity Task 2022 Part 9
class 5 english model activity task part 1 january 2022 | class 5 bengali model activity task part 1 january 2022 | class 5 geography model activity task part 1 january 2022 | class 5 aamader poribesh model activity task part 1 january 2022 |class 5 health & physical education part 1 january 2022
Hello sir/Madam
Class five Maths activity task
৪)ক) সাধারণ গুণনীয়ক ১&২ হবে।
৪)খ) ২/৫+৭/১৫
৩×২+১×৭
=———————-
১৫
৬+৭
=————-
১৫
১৩
=————-। (Ans)
১৫