StudyWithGenius

Class 7 Model Activity Task Part 2 February 2022 | সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক | Bengali, English, History, Geography

Class 7 Model Activity Task Part 2 February 2022 | Class 7 Model Activity Task February 2022

class 7 model activity task part 2 february 2022 , class 7 model activity task part 2 februaryy 2022 activity, class 7 model activity task part 2 february 2022 answers, class 7 model activity task part 2 february 2022 arts, class 7 model activity task part 2 february 2022 education, class 7 model activity task part 2 february 2022 english, class 7 model activity task part 2 february 2022 bengali, class 7 model activity task part 2 february 2022 geography, class 7 model activity task part 2 february 2022 sastho o sarirshiksha, class 7 model activity task part 2 february 2022 biggan, class 7 model activity task part 2 february 2022 itihas ,class 7 model activity task part 2 february 2022 mathematics, class 7 model activity task part 2 february 2022 maths, class 7 model activity task part 2 february 2022 new, class 7 model activity task part 2 february solution, class 7 english model activity task part 2 february 2022, class 7 bengali model activity task part 2 february 2022, class 7 geography model activity task part 2 february 2022, class 7 history model activity task part 2 february 2022, class 7 mathematics model activity task part 2 february 2022, class 7 science model activity task part 2 february 2022,class 7 health & physical education model activity task part 2 february 2022

class 7 english model activity task part 2, class 7 geography model activity task part 2 ,class 7 model activity task part 2, class 7 history model activity task part 2 , class 7 bengali model activity task part 2, class 7 aamader poribesh model activity task part 2, class 7 science model activity task part 2 , class 7 model activity task part 2 solution

Class 7 Model Activity Task Part 2 February 2022 | Class 7 Model Activity Task February 2022 will be discussed here. This is the first model activity task of the year 2022. This activity task has full marks of 20 which you have to solve and submit to your teachers in February month. So, we published here Class 7 Model Activity Task Part 2 February 2022 | Class 7 Model Activity Task February 2022 all subject questions with proper answers. Follow this article and write every answer carefully, you will get the best result. So, let’s solve this Class 7 Model Activity Task Part 2 February 2022 | Class 7 Model Activity Task February 2022

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের 2022 এর জানুয়ারী মাস থেকে আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে । Class 7 Model Activity Task Part 2 February 2022 | Class 7 Model Activity Task February 2022  সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তর আমাদের ওয়েবসাইট studywithgenius.in তে দেওয়া হয়েছে ।Class 7 Model Activity Task Part 2 February 2022 | Class 7 Model Activity Task February 2022 এর যে সমস্ত প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নিচের প্রশ্নোত্তর গুলি লিখবে ।

Class 7 Model Activity Task Part 2 February 2022 1

Class 7 Bengali Model Activity Task Part 2 February 2022 | Class 7 Bengali Model Activity Task February 2022

সপ্তম শ্রেণি

বাংলা (প্রথম ভাষা)

পূর্ণমান : ২০

১. ঠিক উত্তর বেছে নিয়ে লেখাে : ১x৩=৩

১.১ ‘পাগলা গণেশ’ গল্পের ঘটনাকাল – 

(ক) ২০২২ খ্রিস্টাব্দ

(খ) ১০৮ খ্রিস্টাব্দ 

(গ) ২০৮৯ খ্রিস্টাব্দ

(ঘ) ৩৫৮৯ খ্রিস্টাব্দ 

উত্তর : (ঘ) ৩৫৮৯ খ্রিস্টাব্দ ।

১.২ ‘মৃত্যুঞ্জয় টনিক’ যখন আবিষ্কৃত হয়, তখন গণেশের বয়স – 

(ক) ২০ বছর

(খ) ৩০ বছর 

(গ) ৫০ বছর

(ঘ) ১৫০ বছর 

উত্তর :  (গ) ৫০ বছর ।

১.৩ বায়ােকেমিস্ট্রি ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল – 

(ক) এভারেস্টের চূড়ায়

(খ) রূপকুন্ডে 

(গ) কাঞ্চনজঙ্ঘায় 

(ঘ) গঙ্গোত্রীতে 

উত্তর : (খ) রূপকুন্ডে ।

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১x৩ = ৩

২.১ ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে।’- কোন বিষয়ের ব্যতিক্রম? 

উত্তর : ব্যতিক্রমী মানুষটি হল দুশাে বছর বয়স্ক পাগলা গণেশ। সমগ্র জগৎ যখন বিজ্ঞানের চর্চায় মত্ত , যখন সবাই শিল্প – সংগীত সাহিত্যের প্রযােজন ভুলে গেছে , তখন পাগলা গণেশ সভ্যসমাজ থেকে দূবে হিমালযের গুহায় বসে কবিতা লিখে, গান গেযে, ছবি এঁকে – পৃথিবীতে এগুলাের প্রচলন করতে চেয়েছে। কেননা, তার মতে পৃথিবীটা তাহলে বেঁচে যাবে। আর এভাবেই সে ব্যতিক্রমী হয়ে উঠেছে।

২.২ ও মশাই, অমন বিকট শব্দ করছেন কেন?’– কারা একথা বলেছিল?

উত্তর : আলোচ্য অংশটির বক্তা হলেন দুটো পাখাওয়ালা লোক। ক দিন সন্ধ্যেবেলায় গণেশ যখন গলা ছেড়ে গান গাইছিল তখন দুটো পাখাওয়ালা লোক লামা থেকে ইসলামাবাদ যাওয়ার পথে গণেশের গান শুনে রীতিমতো ধমক দিয়ে একথা বলেছিল।

২.৩ ‘পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক।’- কোন কাজটি করা আবশ্যিক? 

উত্তর : এখানে মরা মানুষকে বাঁচিয়ে তােলা শক্ত কাজ তাে নয়ই, বরং পৃথিবর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক বলা হয়েছে।

 Class 7 Model Activity Task Part 2 February (Science, Mathematics, Health & Physical Education) – Click Here

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ৩x৩=৯

৩.১ ‘তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি।’- কোন বিষয়ে তারা হাল ছাড়েনি? 

উত্তর : উদ্ধৃত অংশটি শীর্ষেন্দু মুখােপাধ্যায় রচিত পাগল গণেশ’ গল্পের অন্তর্গত।

সালটা ৩৫৮৯ খ্রিস্টাব্দ l মধ্যাকর্ষন প্রতিরােধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানারকম উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে গেছে l বর্তমানে আকাশে সবসময় নানারকম জিনিস উড়তে দেখা যায়। এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষও দেখা যায়। ইতিমধ্যে মানুষ চাঁদ , মঙ্গল এবং শুক্রগ্রহে কৃত্রিম ল্যাবরেটরি স্থাপন করেছে। সূর্যের আরও দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনাে গ্রহ নেই। মহাকাশের নানা নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ তীব্র গতিসম্পন্ন মহাকাশযানে চড়ে রওনা হয়ে গেছে এক দেড়শাে বছর আগে থেকে এবং এখনও অনেকে যাচ্ছে। যারা কাছেপিঠে গেছে তাদের ফেরার সময় হয়ে এল l তবে সেটা এক মিনিট পর না একশাে বছর পর , তা জানার উপায় নেই। এই প্রসঙ্গেই লেখক বলেছেন— তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি। অর্থাৎ নানা বৈজ্ঞানিক পরীক্ষা- নিরীক্ষণ , আবিষ্কার , অজানা, মহাকাশকে চেনার আকাঙ্খ কোনাে দিনও মানুষের মরে যাবে না। এই বিষয়ে তারা হাল ছাড়েনি।

৩.২ ‘খামােখা সময় নষ্ট। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে?

উত্তর: উদ্ধৃত অংশটি শীর্ষেন্দু মুখােপাধ্যায় রচিত পাগল গণেশ’ গল্পের অন্তর্গত ।

এই গল্পে বিজ্ঞান নির্ভর এক অতি আধুনিক সময়ের কথা বলা হয়েছে। সালটা ৩৫৮৯ খ্রিস্টাব্দ। আজকাল পৃথিবীতে মানুষ মরে না। যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লােকেদের দেখতে পাবে। তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্মও আর হচ্ছে না। গত দেড়শাে বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শােনেনি। এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে আছে যে, প্রতিঘরের প্রত্যেকেই কোনাে না কোনাে বিজ্ঞানের বিজ্ঞানী। বিজ্ঞান ছাড়া অন্য কোনাে চর্চা নেই। কবিতা, গান , ছবি আঁকা , কথাসাহিত্য, নাটক, সিনেমা l এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনাে কাজেই লাগে না- এই প্রসঙ্গে বলা হযেছে খামােখা সময় নষ্ট।

৩.৩ ‘গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি। কোন ব্যাপারটি গণেশ পছন্দ করেনি? 

উত্তর: আলোচ্য অংশটি শীর্ষেন্দু মুখােপাধ্যায় রচিত পাগল গণেশ’ গল্পের অন্তর্গত ।

এই গল্পের প্রধান চরিত্র গণেশ l বিজ্ঞান নির্ভর এক অতি আধুনিক যুগে তার বাস l পাগলা গণেশের বর্তমান বয়স ২০০ বছর l তার যখন পঞ্চাশ বছর বয়স ছিল, অর্থাৎ আজ থেকে দেড়শাে বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। গণেশও আর সকলের মতাে টনিকটা খেয়েছিল। ফলে সেও অমরত্ব লাভ করল l আজ থেকে দেড়শাে বছর আগে যখন সুকুমার শিল্পবিরােধী আন্দোলন শুরু হলাে এবং শিল্প – সংগীত সাহিত্যচর্চা ইত্যাদির পাঠ উঠে যেতে লাগল তখন এই ব্যাপারটা গণেশের পছন্দ হয়নি। তিনি মনে করেন বিজ্ঞানের বাড়াবাড়িরও একটা সীমা থাকা দরকার।

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে : ৫

‘পাগলা গণেশ’ গল্পে গণেশকে ‘পাগলা মনে করা কতদুর যুক্তিসঙ্গত বলে তুমি মনে করাে ?

উত্তর: প্রখ্যাত কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখােপাধ্যায় রচিত পাগলা গণেশ’ গল্পটির কেন্দ্রিয় তথা প্রধান চরিত্র গণেশ যাকে তথাকথিত ‘ পাগলা গণেশ ‘ বলে উল্লেখ করা হয়েছে। এবার আমরা সমগ্র গল্প পর্যালােচনার মাধ্যমে গণেশকে ‘পাগলা’ মনে করা কতটা যুক্তিসংগত তা আলােচনা করব।

৩৫৮৯ সালে জগৎ যখন উত্তর – আধুনিক হয়ে আরও নতুন পথে চলেছে, তখন গণেশ দিব্যি কবিতা নিয়ে ব্যস্ত l বিজ্ঞানের প্রাণহীন গবেষণা তার পছন্দ নয়। বরং সে শিল্পকে বাঁচাতে ব্যস্ত l কলকাতার সায়েন্স কলেজের শিক্ষক হয়েও শুধুমাত্র বিজ্ঞানকে আঁকড়ে ধরে বাঁচতে চায়নি। বরং দেখতে চেয়েছিল – পৃথিবীটা যেন সুন্দর হয়ে ওঠে। তার জন্যে গান চাই, কবিতা চাই, ছবি চাই। এজন্যে গণেশের শিল্প সাধনাকে তার সময়ের প্রেক্ষিতে অন্যদের মনে হয়েছে পাগলের কার্যকলাপ l এই জন্যে তাকে চিহ্নিত করা হয়েছে ‘ পাগলা গণেশ ‘ নামে।

সুতরাং বিবর্তিত বিশ্বে গণেশ অসাধারণ এক শিল্পীত চরিত্র। আমার মতে তিনি প্রকৃত অর্থে মানবতারই পৃষ্ঠপােষক।

 Class 7 Model Activity Task Part 2 February (Science, Mathematics, Health & Physical Education) – Click Here

Class 7 English Model Activity Task Part 2 February 2022 | Class 7 English Model Activity Task February 2022

CLASS – VII

English

Full Marks- 20

1. Read the following passage and answer the questions that follow: 

The king of kings, Emperor Akbar, who ruled over India was a great lover of arts, sciences, literature and music. One day, on a fine morning, he was walking in his vast garden. His garden was lined with trees that produced the tastiest and juiciest fruits in the whole kingdom. There were flowers of all shapes and sizes in his garden. He had his most trusted and favourite minister Birbal with him. 

But the great Emperor Akbar did not have peace of mind, the quality without which no one, not even the king of kings, can appreciate beauty. 

A. Tick the correct answer: 1×2 = 2 

(i) Akbar was walking in his garden 

(a) in the morning 

(b) at night 

(c) in the evening 

Ans: (a) in the morning 

(ii) Birbal was Akbar’s 

(a) enemy 

(b) brother 

(c) minister 

Ans: (c) minister 

B. Answer the following questions: 3×2 = 6 

(i) Who was Akbar? 

Ans: Akbar was the king of kings of India. Besides he was a great lover of arts, sciences, literature and music.

(ii) How was the garden of Akbar? 

Ans: Akbar’s vast garden was lined with trees that produced the tastiest and juiciest fruits. There were flowers of all shapes and sizes in it.

(iii) What quality is required to appreciate beauty?

Ans: The peace of mind is required to appreciate beauty.

2. Do as directed: 1×5=5 

(i) Last evening my mother and I ________ (watch) the news on the TV. (Fill in the blanks with Past Continuous Tense) 

Ans:  were watching .

(ii) The garden of Akbar was ________ (beautiful) than most other gardens. (Fill in the blanks with the comparative degree of the adjective) 

Ans: more beautiful .

(iii) He took an umbrella but I forgot to take _____. (Fill in the blanks with Possessive Pronoun) 

Ans:  mine.

(iv) Mount Everest is the ______ (high) mountain in the world. (Fill in the blanks with the superlative degree of the adjective) 

Ans: highest .

(v) I am not so strong as you. (Rewrite the sentence using the antonym of the underlined word) 

Ans:  weak .

3. Write a story (in about 70 words) using the following outline. Give a suitable title to your story: 7 

Outline: ass carrying a load of salt—falls into a stream by chance—load becomes light—next time master puts a load of cotton—falls into streams purposefully—result

Ans :

Once upon a time, there was a merchant. He was a salt merchant. He went to the town market one day to buy some salt. He loaded his ass with salt and drove it home. here flowed a small stream in their way. The ass’s foot slipped as it crossed the stream. If fell into the water. On rising, the load of the Ass was lightened because some of the salt had dissolved. Its weight decreased. Ass was overjoyed.

The next day, as they crossed the stream, the Ass fell into the stream on purpose to lighten the load. The salt melted.he master was furious. He, however saw through his trick.

He wished to teach it something. He drove it back. He loaded it with sponges. he ass tried the same trick again. The sponges soaked water. The load became heavier. It was too heavy for the ass to carry. The master gave it a good beating.

 Class 7 Model Activity Task Part 2 February (Science, Mathematics, Health & Physical Education) – Click Here

 Class 7 Model Activity Task Part 2 February (Science, Mathematics, Health & Physical Education) – Click Here

Class 7 History Model Activity Task Part 2 February 2022 | Class 7 History Model Activity Task February 2022

সপ্তম শ্রেণি

ইতিহাস

পূর্ণমান : ২০

১. শূন্যস্থান পূরণ করো : ১x৪=৪

(ক) বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋকবেদের _____________________।

উত্তর : ঐতরেয় আরণ্যক – এ।

(খ) পূর্ব পাকিস্তান স্বাধীন দেশ হয় _______________ খ্রিস্টাব্দে।

উত্তর : 1971 

(গ) শশাঙ্কের রাজধানী ছিল __________ ।

উত্তর : কর্ণসুবর্ণ।

(ঘ) লক্ষণসেনের রাজধানী ছিল ____________ ।

উত্তর : পূর্ববঙ্গের বিক্রমপুর।

২. স্তম্ভ মেলাও : ১x৪=8

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

গৌড়বহো

বাণভট্ট

হর্ষচরিত

অল বিরুনি

কিতাব অল-হিন্দ

সন্ধ্যাকর নন্দী

রামচরিত

বাক্‌পতিরাজ

উত্তর :

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

গৌড়বহো

বাক্‌পতিরাজ

হর্ষচরিত

বাণভট্ট

কিতাব অল-হিন্দ

অল বিরুনি

রামচরিত

সন্ধ্যাকর নন্দী

৩.একটি-দুটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩

(ক) কোন তিনটি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল?

উত্তর : ভাগীরথী, পদ্মা এবং মেঘনা-এই তিনটি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল।

(খ) কে ‘গঙ্গাইকোন্ডচোল’ উপাধি নিয়েছিলেন?

উত্তর : চোলরাজা প্রথম রাজেন্দ্র চোল (1016-1044) ‘গঙ্গাইকোন্ডচোল’ উপাধি নিয়েছিলেন।

(গ) ‘খলিফা’ শব্দের অর্থ কী?

উত্তর : খলিফা’ শব্দের অর্থ হল – প্রতিনিধি বা উত্তরাধিকারী।

৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও:

(ক) ‘মাৎসন্যায়’ কী?

উত্তর : মাৎস্যন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। বড়ো মাছ যেমন পুকুরের ছোটো মাছকে খেয়ে ফেলে, অরাজকতার সময়ে তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পরে খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত একশো বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। ঐ যুগে প্রত্যেক ক্ষত্রিয়, সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছামতো নিজের নিজের এলাকা শাসন করত। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। বছরের পর বছর এই অবস্থা চলার পরে বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে গোপাল নামে একজনকে রাজা নির্বাচন করে (আনুমানিক ৭৫০ খ্রিস্টাব্দ)। ঐ সময় থেকে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়।

(খ) কৈবর্ত বিদ্রোহ কোন সময়, কোথায় সংঘটিত হয়েছিল? এই বিদ্রোহে কারা নেতৃত্বে দিয়েছিলেন?

উত্তর : একাদশ শতকের দ্বিতীয়ভাগে বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। সে সময়ে বাংলার উত্তর ভাগে কৈবর্তদের যথেষ্ট প্রভাব ছিল। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে কৈবর্ত বিদ্রোহের বিবরণ আছে। এই বিদ্রোহের তিনজন নেতা ছিলেন: দিব্য (দিব্বোক), রুদাক এবং ভীম।

(গ) ভারতের সাথে আরবদের যোগাযোগ ঘটেছিল কীভাবে?

উত্তর : ভারতের সঙ্গে ইসলামের প্রথম যোগাযোগ ঘটেছিল তুর্কিরা এদেশে আসার অনেক আগে থেকেই। খ্রিস্টীয় অষ্টম-নবম শতকে আরব বণিকরা ভারতের পশ্চিম উপকূলে আসতেন। সিন্ধু মোহনায়, মালাবারে আরবি মুসলিম বণিকদের বসতি গড়ে উঠেছিল। এর থেকে যেমন আরবি বণিকরা লাভবান হয়েছিল, তেমনি স্থানীয় ব্যবসায়ীরা লাভ করত। শাসকরাও এর থেকে লাভবান হয়েছিল। হিন্দু, জৈন এবং মুসলিম বণিকদের এই বাণিজ্য ধর্মীয় সহিষ্ণুতার এক উজ্জ্বল নিদর্শন। ঐ যুগে বাগদাদের খলিফাদের উদ্যোগে সংস্কৃত ভাষায় রচিত জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ইত্যাদি আরবি ভাষায় অনূদিত হয়েছিল।

 Class 7 Model Activity Task Part 2 February (Science, Mathematics, Health & Physical Education) – Click Here

Class 7 Geography Model Activity Task Part 2 February 2022 | Class 7 Geography Model Activity Task February 2022

সপ্তম শ্রেণি

পরিবেশ ও ভূগোল

পূর্ণমান : ২০

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো (১×৩= ৩)

১.১ নিরক্ষরেখার সাপেক্ষে ভারত অবস্থিত –

(ক) উত্তর গোলার্ধে

(খ) দক্ষিণ গোলার্ধে

(গ) পূর্ব গোলার্ধে

(ঘ) পশ্চিম গোলার্ধে।

উত্তর : (ক) উত্তর গোলার্ধে

১.২ ভূ-গোলকে একটি অক্ষরেখা একটি দ্রাঘিমারেখাকে যত ডিগ্রি কোণে ছেদ করে তা হলো –

(ক) ০°

(খ) ৯০°

(গ) ৬০

(ঘ) ৩০°

উত্তর : (খ) ৯০°

১.৩ ভূ-গোলকে অধিঙ্কত প্রত্যেকটি দ্রাঘিমারেখা –

(ক) উপবৃত্ত

(খ) পূর্ণবৃত্ত

(গ) অর্ধবৃত্ত

(ঘ) সরলরৈখিক।

উত্তর : (গ) অর্ধবৃত্ত

২.১ শূন্যস্থান পূরণ করো :

২.১.১   ১° দ্রাঘিমা ঘুরতে পৃথিবীর সময় লাগে ________ ঘণ্টা।

উত্তর : ১/১৫ ঘন্টা

২.১.২ দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব _______ উপর সবচেয়ে বেশি।

উত্তর : নিরক্ষরেখার

২.২ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

স্তম্ভ

স্তম্ভ

২.২.১   ২৩°৩০′ উঃ১. মূলমধ্যরেখা
২.২.২   ০°২. ভারতের প্রমাণ সময়
২.২.৩  ৮২°৩০′ পূঃ৩. কর্কটক্রান্তি রেখা

উত্তর :

স্তম্ভ

স্তম্ভ

২.২.১   ২৩°৩০′ উঃ৩. কর্কটক্রান্তি রেখা
২.২.২   ০°১. মূলমধ্যরেখা
২.২.৩  ৮২°৩০′ পূঃ২. ভারতের প্রমাণ সময়

 Class 7 Model Activity Task Part 2 February (Science, Mathematics, Health & Physical Education) – Click Here

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ অক্ষরেখা কাকে বলে?

উত্তর : ভূপৃষ্ঠে যে সব স্থানের অক্ষাংশ সমান বা একই সেই সব স্থানকে কোনো কাল্পনিক রেখা দ্বারা পরপর যুক্ত করলে যে রেখা পাওয়া যায়, তাকেই অক্ষরেখা বলে। অর্থাৎ পৃথিবীর পূর্ব-পশ্চিমে বিস্তৃত পূর্নবৃত্তাকার কাল্পনিক রেখা গুলিকে অক্ষরেখা বলে।

৩.২ GPS-এর দুটি উপযোগিতা উল্লেখ করো।

উত্তর : GPS – এর দুটি উপযোগিতা হল –

(i) জিপিএস এর মাধ্যমে আমরা কোনো স্থানের অখাংশ, দ্রাঘিমা, উচ্চতা, সময় জানতে পারি।

(ii) বিভিন্ন প্রকার মানচিত্র তৈরী করেত জিপিএস কাজে লাগে।

(iii) ট্রেনের গতিবেগ নির্ণয়-যেকোনাে স্থান থেকে ট্রেনের গতিবিধি সম্পর্কে জানার জন্য GPS ব্যবহার করা হয়।

 Class 7 Model Activity Task Part 2 February (Science, Mathematics, Health & Physical Education) – Click Here

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে তিনটি পার্থক্য লেখো।

উত্তর :

 

বিষয়

অক্ষরেখা

দ্রাঘিমারেখা

1. বিস্তৃতি:

অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব-পশ্চিম এর বিস্তৃত।দ্রাঘিমারেখাগুলি পৃথিবীর উত্তর-দক্ষিণে বিস্তৃত।

2. আকৃতি:

 

অক্ষরেখা গুলি হয় পূর্ণবৃত্ত।দ্রাঘিমা রেখা গুলি হয় অর্ধবৃত্ত।

3. দৈর্ঘ্য:

 

নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে দৈর্ঘ্য কমতে থাকে।

প্রতিটি দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান।

 

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :

চিত্রসহ কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতিটি লেখো।

উত্তর : কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় পদ্ধতি গুলি হল –

১) গ্রিনিচের সময়ের সাহায্যে :- গ্রিনিচের দ্রাঘিমা 0°। গ্রিনিচের সময় ক্রোনোমিটার ঘড়ির সাহায্যে জানা যায়। সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থান দেখে কোনো স্থানের সময় বেলা 12 টা স্থির করা হয়। গ্রিনিচের সময় ও কোনো স্থানের স্থানীয় সময় থেকে সহজেই ওই স্থানের দ্রাঘিমা নির্ণয় করা যায়। গ্রিনিচের সময় নির্ধারণকারী ঘড়ি হলো ক্রোনোমিটার। অষ্টাদশ শতাব্দীতে জন হ্যারিসন এটি উদ্ভাবন করেন। প্রাচীনকালে নাবিকরা এটি জাহাজে রেখে দিত দ্রাঘিমা নির্ণয়ের জন্য।   

২) সময়ের সাহায্যে :- পৃথিবীর কৌণিক মান 360° ঘুরতে 24 ঘণ্টা একবার সূর্য 90° কোণে বা মাথার ওপর আসে, তখন সেই স্থানে দুপুর 12 টা বাজে। প্রতি 1° দ্রাঘিমায় 4 মিনিটের পার্থক্য হয়। গ্রিনিচ থেকে 1° পূর্বে গেলে 4 মিনিট বেশি আবার 1° পশ্চিমে গেলে 4 মিনিট সময় কমে যায়।

পৃথিবীর কৌণিক মান 360° ঘুরতে 24 ঘণ্টা বা 24 × 60 = 1440 মিনিট সময় লাগে। 1° দ্রাঘিমায় 1440 মিনিট ÷ 360 = 4 মিনিট সময় লাগে। 

আধুনিক যন্ত্রপাতি ব্যবহার :- বর্তমানের সকল জাহাজে স্যাটেলাইটের সঙ্গে সংযোগকারী বিভিন্ন ইলেকট্রনিক্স ( যেমন – GPS ) এর সাহায্যে যেকোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করা হয়। 

 Class 7 Model Activity Task Part 2 February (Science, Mathematics, Health & Physical Education) – Click Here

ALL Class ALL Model Activities 
Click Here
 Class 5 Model Activity Task February 2022 Part 2 (All Subject )
Click Here
 Class 6 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography)
Click Here
 Class 6 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
 Class 7 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography )
Click Here
 Class 7 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
 Class 8 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography )
Click Here
 Class 8 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
Class 9 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography )
Click Here
Class 9 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
Class 10 Model Activity Task February 2022 Part 2 (Bengali, English, History, Geography )
Click Here
Class 10 Model Activity Task February 2022 Part 2 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here

February 2022 Part 2 Model Activity Task | Part 2 Model Activity Task | Model Activity Task February 2022 | New Model Activity Task February 2022 | Part 2 Model Activity Task solution | Class 7 Model Activity Task 2022 | Class 7 Bengali Model Activity Task February 2022 | Class 7 English Model Activity Task February 2022 | Class 7 Geography  Model Activity Task February 2022| Class 7 Health and Physical Education Model Activity Task February 2022 | Class 7 History  Model Activity Task February 2022 | StudyWithGenius | Class 7 Math Model Activity Task February 2022 | Class 7 Science Model Activity Task February 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X