StudyWithGenius

Class 10 Model Activity Task Part 1 January 2022 | দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক | Physical Science, Life Science, Mathematics

Class 10 Model Activity Task Part 1 January 2022 | Class 10 Model Activity Task Part 9

class 10 model activity task part 1 january 2022 , class 10 model activity task part 1 january 2022 activity, class 10 model activity task part 1 january 2022 answers, class 10 model activity task part 1 january 2022 arts, class 10 model activity task part 1 january 2022 education, class 10 model activity task part 1 january 2022 english, class 10 model activity task part 1 january 2022 bengali, class 10 model activity task part 1 january 2022 geography, class 10 model activity task part 1 january 2022 sastho o sarirshiksha, class 10 model activity task part 1 january 2022 life science, class 10 model activity task part 1 january 2022 physical science, class 10 model activity task part 1 january 2022 biggan, class 10 model activity task part 1 january 2022 itihas ,class 10 model activity task part 1 january 2022 mathematics, class 10 model activity task part 1 january 2022 maths, class 10 model activity task part 1 january 2022 new, class 10 model activity task part 1 january 2022 solution, class 10 english model activity task part 1 january 2022, class 10 bengali model activity task part 1 january 2022, class 10 geography model activity task part 1 january 2022, class 10 history model activity task part 1 january 2022, class 10 mathematics model activity task part 1 january 2022, class 10 science model activity task part 1 january 2022, class 10 health & physical education model activity task part 1 january 2022, class 10 life science model activity task part 1 january 2022, class 10 physical science model activity task part 1 january 2022

class 10 english model activity task part 1, class 10 geography model activity task part 1 ,class 10 model activity task part 1, class 10 history model activity task part 1 , class 10 bengali model activity task part 1, class 10 science model activity task part 1 , class 10 model activity task part 1 solution, class 10 life science model activity task part 1, class 10 physical science model activity task part 1

January 2022 Part 9 Model Activity Task | Part 9 Model Activity Task | Model Activity Task 2022 | New Model Activity Task 2022 | Part 9 Model Activity Task | Class 10 Model Activity Task 2022 | Class 10 Bengali Model Activity Task 2022 Part 9 | Class 10 English Model Activity Task 2022 Part 9 | Class 10 Geography  Model Activity Task 2022 Part 9 | Class 10 Health and Physical Education Model Activity Task 2022 Part 9 | Class 10 History  Model Activity Task 2022 Part 9 | StudyWithGenius | Class 10 Math Model Activity Task 2022 Part 9 | Class 10 Science Model Activity Task 2022 Part 9 | Class 10 Physical Science Model Activity Task 2022 Part 9 | Class 10 Life Science Model Activity Task 2022 Part 9

Class 10 Model Activity Task Part 1 January 2022 | Class 10 Model Activity Task Part 9 will be discussed here. This is the first model activity task of the year 2022. This activity task has full marks of 20 which you have to solve and submit to your teachers in January month. So, we published here Class 10 Model Activity Task Part 1 January 2022 | Class 10 Model Activity Task Part 9 all subject questions with proper answers. Follow this article and write every answer carefully, you will get the best result. So, let’s solve this Class 10 Model Activity Task Part 1 January 2022 | Class 10 Model Activity Task Part 9

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের 2022 এর জানুয়ারী মাস থেকে আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে । Class 10 Model Activity Task Part 1 January 2022 | Class 10 Model Activity Task Part 9  সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তর আমাদের ওয়েবসাইট studywithgenius.in তে দেওয়া হয়েছে ।Class 10 Model Activity Task Part 1 January 2022 | Class 10 Model Activity Task Part 9 এর যে সমস্ত প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নিচের প্রশ্নোত্তর গুলি লিখবে ।

class 10 model activity task part 1 january 2022 2

Class 10 Physical Science Model Activity Task Part 1 January 2022 | Class 10 Physical Science Model Activity Task Part 9

দশম শ্রেণি

ভৌতবিজ্ঞান

পূর্ণমান : ২০

১. ঠিক উত্তর নির্বাচন করাে :    ১x৩=৩ 

১.১ নীচের যেটি গ্রিনহাউস গ্যাস তা হলাে— 

(ক) N2

(খ) O2

(গ) NO

(ঘ) H2

উত্তর : (গ) NO

১.২ যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হলাে— 

(ক) CH4

(খ) N2O

(গ) CO2

(ঘ) CFC 

উত্তর : (গ) CO2

১.৩ যে গ্যাসটি ওজোন স্তরের ক্ষতি করে না সেটি হলাে— 

(ক) N2

(খ)  NO

(গ) NO

(ঘ) NO2

উত্তর : (ক) N2

২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করাে :   ১x৫=৫ 

২.১ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের একটি স্তর আছে বলেই গ্রিনহাউস এফেক্ট ঘটছে। 

উত্তর : মিথ্যা । 

২.২ ফসিল ফুয়েল পােড়াবার ফলে সৃষ্ট CO, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ। 

উত্তর : সত্য । 

২.৩ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিনহাউস গ্যাস নয়। 

উত্তর : সত্য । 

২.৪ উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গদৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেডের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে কম।

উত্তর : মিথ্যা । 

২.৫ কম শক্তির অতিবেগুনি রশ্মি শােষণে ওজোনের অণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। 

উত্তর : মিথ্যা । 

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :    ২x৩=৬ 

৩.১ গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করাে। 

উত্তর : গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব:  

(i) এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর উষ্ণতা 2 – 40c এর মতাে বৃদ্ধি পাবে ও প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে l 

(ii) উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফের স্তুপ গলে যাবে এবং জলস্ফীতি ঘটবে l সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধি পেয়ে মহাপ্লাবন দেখা দেবে l

৩.২ ‘গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণসৃষ্টির উপযুক্ত উয়তা সৃষ্টি হত না’ – যুক্তিসহ সমর্থন করাে।

উত্তর : গ্রিনহাউস এফেক্ট-এর উপযােগিতা :

যদি ভূসংলগ্ন বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি না থাকত তবে ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত তাপ মহাশূন্যে ফিরে যেত। সেক্ষেত্রে ভূসংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা দাঁড়াত প্রায় 30°C । এই উষ্ণতায় জীবকূলের বেঁচে থাকা অসম্ভব হত এবং পৃথিবী থেকে জীবের অস্তিত্ব লােপ পেত।

৩.৩ ওজোনস্তরের ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার দুটি উল্লেখ করাে। 

উত্তর : ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব: 

(1) মানুষের ওপর প্রভাব : চামড়ার ক্যান্সার, মেলানােমা, চোখে ছানি পড়া ইত্যাদি রােগ হতে পারে l

(2) উদ্ভিদের ওপর প্রভাব : সালােকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে ফলে শস্যের উৎপাদন কমে যাবে।

Page Title

৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও :    ৩x২=৬ 

৪.১ কাচের গ্রিনহাউসের মধ্যের বাতাস বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে যে যে কারণে সেগুলাে ব্যাখ্যা করাে। 

উত্তর : সূর্য থেকে আসা দৃশ্যমান আলােকরশ্মির অপেক্ষাকৃত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অবলােহিত রশ্মি (Infrared) সাপেক্ষে কাচ তাপস্বচ্ছ (Diatherminous) বস্তু হিসেবে আচরণ করায় সেগুলি সহজেই কাচের দেয়াল ও ছাদ ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঘরের মধ্যেকার মাটি ও উদ্ভিদকে উত্তপ্ত করে। ঘরের ভিতরে থাকা মাটি ও উদ্ভিদ যে তাপীয় বিকিরণ নিঃসরণ করে সেগুলি বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য সম্পন্ন হয়। এই বিকিরণ সাপেক্ষে কাচ তাপ অস্বচ্ছ (Adiatherminous) হওয়ায় সেগুলি কাচ ভেদ করে বাইরে আসতে পারে না। কাচ এই রশ্মির কিছু অংশ শােষণ করে উত্তপ্ত হয় এবং বাকিটা ঘরের ভিতরকার মাটিতে প্রতিফলিত করে। ফলে, কাচের ঘরের ভিতরের উষ্ণতা বাইরের তুলনায় বেশি থাকে।

class 10 model activity task part 1 january 3

Page Title

৪.২ ওজোনস্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লেখাে। ওজোনস্তরে ‘ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ কী তা ব্যাখ্যা করাে।

উত্তর : ওজোনস্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাস হলাে ক্লোরােফ্লুরােকার্বন (CFC) l

স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস তৈরি ও ওজোন গ্যাসের বিয়ােজন এই দুই বিপরীত প্রক্রিয়ার মধ্যে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। কিন্তু মনুষ্যসৃষ্ট কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ (যেমন CFC, NO ইত্যাদি) ব্যবহারের ফলে স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাসের উৎপাদন হার অপেক্ষা বিয়ােজনের হার অত্যধিক বেড়ে যাওয়ায় স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। ওজোন স্তরের এই পাতলা হওয়ার ঘটনাই হলাে ওজোনস্তর ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ।

Class 10 Model Activity Task Part 8 (Bengali, English, History, Geography ) – Click Here

Class 10 Life Science Model Activity Task Part 1 January 2022 | Class 10 Life Science Model Activity Task Part 9

দশম শ্রেণি

জীবন বিজ্ঞান

পূর্ণমান : ২০

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে :      ১ X ৩ = ৩ 

১.১ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশােষণ ঘটাতে সাহায্য করে যে হরমােন তা নির্বাচন করাে— 

(ক) ACTH

(খ) GH 

(গ) TSH

(ঘ) ADH 

উত্তর :  ADH  l

১.২ নীচের যে জোড়টি সঠিক নয় তা শনাক্ত করাে— 

(ক) ফোটোন্যাস্টিক চলন – সূর্যমুখী

(খ) থার্মোন্যাস্টিক চলন – টিউলিপ 

(গ) সিসমেন্যাস্টিক চলন – পদ্ম

(ঘ) কেমােন্যাস্টিক চলন – সূর্যশিশির 

উত্তর :  সিসমেন্যাস্টিক চলন – পদ্ম l

১.৩ ইস্ট্রোজেন হরমােন ক্ষরণে সাহায্য করে যে হরমােন সেটি বেছে নাও —

(ক) GH

(খ) FSH

(গ) ADH

(T) ACTH 

উত্তর : FSH l

২. নীচের বাক্যগুলাে সত্য অথবা মিথ্যা নিরূপণ করাে :    ১ x ৪ = ৪ 

২.১ গ্রোথ হরমােনের অতিক্ষরণের ফলে বামনত্ব দেখা যায়। 

উত্তর : মিথ্যা l

২.২ ফোটোট্যাকটিক চলনে ক্ল্যামাইডােমােনাসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। 

উত্তর : সত্য l

২.৩ আগাছানাশক হিসেবে কৃত্রিম অক্সিনের ভূমিকা আছে।

উত্তর : সত্য l

২.৪ হরমােন ক্রিয়ার পর ধ্বংস হয় না। 

উত্তর : মিথ্যা l

৩. দুই-তিন বাক্যে উত্তর দাও :   ২ x ৪ = ৮ 

৩.১ ‘উদ্ভিদের কাণ্ডে আলােক অনুকূলবর্তী চলন দেখা যায়’ – একটি পরীক্ষার সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করাে। 

উত্তর : টবসহ একটি গাছকে অন্ধকার ঘরে জানলার সামনে রেখে জানালার একটি পাল্লা খুলে রাখলে কয়েকদিন পর গাছের কান্ড কে জানলার দিকে বেঁকে বৃদ্ধি পেতে দেখা যাবে। এর। থেকে প্রমাণিত হয় উদ্ভিদের কান্ডের আলােক অনুকূলবর্তী।

৩.২ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য নিরূপণ করাে :

  • উদ্দীপকের প্রভাব
  • অক্সিন হরমােনের প্রভাব 

উত্তর : ট্রপিক ও ন্যাস্টিক চলন এর পার্থক্য:

 
বৈশিষ্ট্য ট্রপিক চলন ন্যাস্টিক চলন
উদ্দীপকের প্রভাব : উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয় l উদ্দীপকের তীব্রতা অনুসারে নিয়ন্ত্রিত হয়।
অক্সিন হরমােনের প্রভাব : অক্সিন হরমােন দ্বারা প্রভাবিত হয়। অক্সিন হরমােন দ্বারা প্রভাবিত হয় না।

৩.৩ মানবদেহে টেস্টোস্টেরন হরমােনের ভূমিকা বিশ্লেষণ করাে।

উত্তর : মানব দেহে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা: 

(i) পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন: টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষের প্রধান যৌনাঙ্গের এবং আনুষঙ্গিক যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে। 

(ii) মৌল বিপাকীয় হার: টেস্টোস্টেরন দেহে মৌল বিপাকীয় হার এবং প্রােটিন সংশ্লেষণ বৃদ্ধি করে।

৩.৪ জিব্বেরেলিন হরমােনের উৎস উল্লেখ করাে। 

উত্তর : জিব্বেরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে, মুকুল, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, বর্ধিষ্ণু পাতায় সংশ্লেষিত হয়।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : 

৪.১ উদাহরণের সাহায্যে হরমােনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি আলােচনা করাে। “ইনসুলিন আর গ্লুকাগণের ক্রিয়া পরস্পরের বিপরীতধর্মী” – বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করাে।        ৩ + ২ = ৫

উত্তর : যে পদ্ধতিতে কোনাে অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পরােক্ষভাবে অন্য অন্তঃক্ষরা গ্রন্থির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সেই পদ্ধতিকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে।
ফিডব্যাক নিয়ন্ত্রণ দুই প্রকার। যথা- ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ ও ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ।

যেমন পিটুইটারি নিঃসৃত TSH থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন ক্ষরণে সাহায্য করে। রক্তে থাইরক্সিন এর অধিক মাত্রা পিটুইটারি থেকে TSH ক্ষরণ হ্রাসের মাধ্যমে থাইরয়েড থেকে থাইরক্সিন ক্ষরণ হ্রাস করে।

ইনসুলিন যকৃত পেশি কোষের গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করে এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুতি বন্ধ করে। ফলে রক্তের শর্করার মাত্রা হ্রাস পায়।

অপরপক্ষে গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ হ্রাস পেলে গ্লাইকোজেনােলাইসিস প্রক্রিয়ায় যকৃত। সঞ্চিত গ্লাইকোজেন কে গ্লুকোজে বিশ্লিষ্ট করে এবং রক্তে সরবরাহ করে।

অর্থাৎ ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে এবং গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। তাই বলা যেতে পারে ইনসুলিন আর গ্লুকাগন এর ক্রিয়া পরস্পরের বিপরীত ধর্মী”।

Page Title

Class 10 Model Activity Task Part 8 (Bengali, English, History, Geography ) – Click Here

Class 10 Mathematics Model Activity Task Part 1 January 2022 | Class 10 Mathematics Model Activity Task Part 9

দশম শ্রেণি

গণিত

পূর্ণমান : ২০

নিচের প্রশ্নগুলির উত্তর লেখঃ

1. ঠিক উত্তর বেছে নিয়ে লেখোঃ

(ক) দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো –

(a) 2 – 3x

(b) x² + (3/x) + 5

( c ) x ( 2x+4 ) + 1

(d) 2 ( 2x -3 )

উত্তরঃ ( c ) x ( 2x+4 ) + 1

ব্যাখ্যা :

  x ( 2x+4 ) + 1

= 2x² + 4x + 1

(খ) x² – 3x + 2 = 0 সমীকরণের বীজ দুটি হলো –

(a) 0, 1

(b) 0, 2

(c ) 0, 0

(d) 1 , 2

উত্তরঃ (d) 1 , 2

ব্যাখ্যা :

class 10 model activity task part 1 january 4

(গ) px²qx + r = 0 সমীকরণটি ( p, q , r বাস্তব ) দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত –

(a)  q≠0

(b)  r≠0

(c )  p≠0

(d) p যেকোনো অখন্ড সংখ্যা ।

উত্তরঃ (c )  p≠0

2. সত্য / মিথ্যা লেখ :

(ক) a , b , c ধনাত্মক বাস্তব সংখ্যা এবং  a>b ও  c>b হলে, ax²+bx+c=0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে।

উত্তরঃ মিথ্যা ।

ব্যাখ্যা : এক্ষেত্রে নিরূপক < 0 হয়

∴ b² – 4ac < 0 হয়

অর্থাৎ বীজদ্বয় অবাস্তব হয় ।

(খ)  ax²+bx+c=0 সমীকরণে a=0 হলে , (b , c বাস্তব ) ,  সমীকরণটি একটি রৈখিক সমীকরণে পরিনত হবে ।

উত্তরঃ মিথ্যা ।

ব্যাখ্যা :

ax²+bx+c=0

বা, 0.x² + bx + c = 0

বা, 0 + bx + c = 0

∴ bx + c = 0 [রৈখিক সমীকরণ ]

3. সংক্ষিপ্ত উত্তর দাও :

(ক)  x²+Px+2=0 সমীকরণের একটি বীজ 2 হলে , P এর মান কত ?

উত্তরঃ

    x² + Px + 2 = 0

বা, 2² + ( P × 2 ) + 2 = 0 [যেহেতু x = 2]

বা, 4 + 2P + 2 = 0

বা, 2P + 6 = 0

বা, 2P = -6

বা, P = -6/2

বা, P = -3

(খ) x² – 4x + 5 = 0 সমীকরণটির নিরূপক নির্ণয় কর:

উত্তরঃ

নিরূপক এর মান (-4)² – 4.1.5

= 16 – 20

= -4

(গ) ax² + bx + c = 0 (a, b, c বাস্তব a ≠ 0) সমীকরণটির বীজদ্বয় (i) বাস্তব ও সমান এবং (ii) বাস্তব ও অসমান হওয়ার শর্ত গুলি লেখো।

উত্তরঃ

সমীকরণটির বীজদ্বয় (i) বাস্তব ও সমান হবে যখন

b² –  4ac = 0 হয়।

সমীকরণটির বীজদ্বয় (i) বাস্তব ও অসমান হবে যখন b² –  4ac > 0 হয়।

4. (ক) একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করো – দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুনফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটি নির্ণয় করো ।

উত্তর : 

class 10 model activity task part 1 january 5

Page Title

4. ( খ) 5x² + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি α ও β হলে, α² + β² – এর মান নির্ণয় করো ।

উত্তর : 

class 10 model activity task part 1 january 6

class 10 model activity task part 1 january 8

উত্তর : 

class 10 model activity task part 1 january 7

Class 10 Model Activity Task Part 8 (Bengali, English, History, Geography ) – Click Here

ALL Class ALL Model Activities 
Click Here
 Class 5 Model Activity Task January 2022 Part 1 (All Subject )
Click Here
 Class 6 Model Activity Task January 2022 Part 1 (Bengali, English, History, Geography)
Click Here
 Class 6 Model Activity Task January 2022 Part 1 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
 Class 7 Model Activity Task January 2022 Part 1 (Bengali, English, History, Geography )
Click Here
 Class 7 Model Activity Task January 2022 Part 1 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
 Class 8 Model Activity Task January 2022 Part 1 (Bengali, English, History, Geography )
Click Here
 Class 8 Model Activity Task January 2022 Part 1 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
Class 9 Model Activity Task January 2022 Part 1 (Bengali, English, History, Geography )
Click Here
Class 9 Model Activity Task January 2022 Part 1 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
Class 10 Model Activity Task January 2022 Part 1 (Bengali, English, History, Geography )
Click Here
Class 10 Model Activity Task January 2022 Part 1 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here

January 2022 Part 9 Model Activity Task | Part 9 Model Activity Task | Model Activity Task 2022 | New Model Activity Task 2022 | Part 9 Model Activity Task | Class 9 Model Activity Task 2022 | Class 9 Bengali Model Activity Task 2022 Part 9 | Class 9 English Model Activity Task 2022 Part 9 | Class 9 Geography  Model Activity Task 2022 Part 9 | Class 9 Health and Physical Education Model Activity Task 2022 Part 9 | Class 9 History  Model Activity Task 2022 Part 9 | StudyWithGenius | Class 9 Math Model Activity Task 2022 Part 9 | Class 9 Science Model Activity Task 2022 Part 9 | Class 9 Physical Science Model Activity Task 2022 Part 9 | Class 9 Life Science Model Activity Task 2022 Part 9

class 10 english model activity task part 1 january 2022 | class 10 bengali model activity task part 1 january 2022 | class 10 geography model activity task part 1 january 2022 | class 10 history model activity task part 1 january 2022 | class 10 mathematics model activity task part 1 january 2022 | class 10 science model activity task part 1 january 2022 | class 10 health & physical education model activity task part 1 january 2022 | class 10 life science model activity task part 1 january 2022 | class 10 physical science model activity task part 1 january 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X