Class 9 Model Activity Task Part 7 October New 2021 | নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি | Physical Science, Life Science, Mathematics
Class 9 All Subject Model Activity Task Part 7
class 9 model activity task part 7, class 9 model activity task part 7 and 8, class 9 model activity task part 7 answer, class 9 model activity task part 7 answer key, class 9 model activity task part 7 bangla, class 9 model activity task part 7 chemistry, class 9 model activity task part 7 download, class 9 model activity task part 7 english, class 9 model activity task part 7 exercise, class 9 model activity task part 7 full, class 9 model activity task part 7 geography, class 9 model activity task part 7 history, class 9 model activity task part 7 mathematics, class 9 model activity task part 7 maths, class 9 model activity task part 7 mcq, class 9 model activity task part 7 of english, class 9 model activity task part 7 of science, class 9 model activity task part 7 online, class 9 model activity task part 7 physics, class 9 model activity task part 7 question answer, class 9 model activity task part 7 wbbse, lass 9 model activity task part 7 sastho o sarirsikhkha
WBBSE West Bengal Board of Secondary Education Class 9 All Subject Part 7 Model Activity Task Solution in Bengali . New Model Activity Task of Class 9 October Answers PDF or Text based answers.
Class 9 Model Activity Task Physical Science Part 7 October
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
নবম শ্রেণি
ভৌতবিজ্ঞান
১. ঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ঘনত্বের SI একক হলো-
(ক)m/kg³
(খ) m³/kg³
(গ) m³/kg
(ঘ) kg/m³
উত্তর: (ঘ) kg/m³
১.২ একটি লবণের জলীয় দ্রবণ নিয়ে বলয় পরীক্ষা করা হলো এবং বাদামি বলয় দেখা গেল? এই পরীক্ষা থেকে প্রদত্ত লবণে নীচের যে আয়নটির অস্তিত্ব প্রমাণিত হয় তা হলো-
(ক) কার্বনেট
(খ) সালফেট
(গ) নাইট্রেট
(ঘ) ক্লোরাইড
উত্তর: (গ) নাইট্রেট
১.৩ যে মিশ্রণটি কোলয়ডীয় নয়, তা হলো—
(ক) কুয়াশা
(খ) গোল্ড সল
(গ) চিনির দ্রবণ
(ঘ) দুধ
উত্তর: (গ) চিনির দ্রবণ
২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :
২.১ পটাশিয়াম নাইট্রেটের জলে দ্রবীভূত হওয়া তাপগ্রাহী পরিবর্তন। উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কীভাবে পরিবর্তিত হবে?
উত্তর: উষ্ণতা বৃদ্ধির ফলে জলে পটাসিয়াম নাইট্রেট এর দ্রাব্যতা দ্রুত বৃদ্ধি পায় ।
২.২ প্লবতার SI একক কী?
উত্তর: প্লবতার SI একক হল নিউটন ।
২.৩ জুল ও আর্গের মধ্যের সম্পর্ক লেখো।
উত্তর: জুল ও আর্গ এর মধ্যে সম্পর্ক হল 1 জুল= 10⁷ আর্গ।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ “একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক হলো 9.8 x 10¹¹ dyne/cm²” এই কথাটির অর্থ ব্যাখ্যা করো।
উত্তর: “একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক হলো 9.8 x 10¹¹ dyne/cm²” এই কথাটির অর্থ হলো ধাতুটির তৈরি একটি তারের অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারের প্রস্থচ্ছেদের প্রতি বর্গ | সেন্টিমিটার ক্ষেত্রফলের 9.8 x 10¹¹ dyne বল প্রয়োগ করতে হবে।
৩.২ জিঙ্ক ও সোডিয়াম হাইড্রক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ একত্রে উত্তপ্ত করা হলে যা ঘটবে তা বিক্রিয়ার সমীকরণসহ লেখো।
উত্তর: জিংক কে সোডিয়াম হাইড্রোক্সাইড এর গাড় দ্রবণের সহ উত্তপ্ত করলে সোডিয়াম জিংকেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ।
৩.৩ নির্দিষ্ট উদ্বৃতায় একটি দ্রাবের 54g, 150g জলে দ্রবীভূত হলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। ঐ উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা নির্ণয় করো।
উত্তর: নির্দিষ্ট উষ্ণতায় তরল এর কঠিন এর দ্রাব্যতা = (গ্রামে প্রকাশিত দ্রাবের ভর/ গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর) × 100
ওই উষ্ণতার ওই দ্রব্যে জলের দ্রাব্যতা = (54/150) × 100 = 36
৩.৪ এক কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 m/s বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো।
উত্তর: গতিশক্তি = (1/2) × ভর × (গতিবেগ)²
= (1/2) × 1 × 1² = 0.5 জুল
You May Also Visit These Scholarship
Digital Bharati COVID Scholarship 2021-22 | Scholarship for Class 5 to 10
৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও :
৪.১ নীচের প্রতিটির একটি করে উদাহরণ দাও:
(ক) অভিকর্ষ বল কাজ করছে, (খ) অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে, (গ) বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না।
উত্তর: (ক) একটি বস্তু উপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে।
(খ) একটি বস্তুকে উপরের দিকে তোলা হচ্ছে, এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে।
(গ) এক ব্যক্তি একটি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক তলে হেটে গেল এক্ষেত্রে বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কাজ করছে না কারণ অভিকর্ষ বল ও সুটকেসের সরন পরস্পর লম্ব।
8.2500ml দ্রবণে 34.2 g সুক্রোজ (আণবিক ওজন 342) দ্রবীভূত করা হলো। দ্রবণের গাঢ়ত্ব mol/L ওg/L এককে নির্ণয় করো।
উত্তর:
Class 9 Model Activity Task Part 7 (Bengali, English, History, Geography ) – Click Here
Class 9 Model Activity Task Life Science Part 7 October
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
নবম শ্রেণি
জীবন বিজ্ঞান
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
১.১ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো –
(ক) রুই মাছ – অতিরিক্ত শ্বাস-অঙ্গ
(খ) মশা – দেহতল
(গ) টিকটিকি – ফুসফুস
(ঘ) অ্যামিবা – ট্রাকিয়া
উত্তর: (গ) টিকটিকি – ফুসফুস
১.২ মানুষের লালাগ্রন্থির সংখ্যা নির্বাচন করো –
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৪টি
(ঘ) ৬টি
উত্তর: (ঘ) ৬টি
১.৩ পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো –
(ক) পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে
(খ) সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত করে
(গ) টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মলটোজে পরিণত করে
(ঘ) ট্রিপসিন পেপটোনকে পেপটাইডে পরিণত করে
উত্তর: (খ) সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত করে
২. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও:
২.১ ভাজক কলার একটি কাজ উল্লেখ করো।
উত্তর: (i) এই কলার কোষ গুলি ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে ও উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়।
(ii) ভাজক কলার কোষ থেকে স্থায়ী কলার উৎপত্তি ঘটে।
২.২ বিসদৃশ শব্দটি বেছে লেখো : অ্যামাইলেজ, লাইপেজ, ল্যাকটেজ, মলটেজ
উত্তর: লাইপেজ
২.৩ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:
নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ : কুইনাইন : নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ : ___________________
উত্তর: গদ
২.৪ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো:
সংগ্রাহী নালিকা,নেফ্রন, বৃক্কীয় নালিকা, ম্যালপিজিয়ান করপাসল
উত্তর: নেফ্রন
3. দুই-তিন বাক্যে উত্তর দাও :
৩.১ ‘‘ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক”— বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকর কারণ ধূমপানের ফলে-
১. ফুসফুসের স্থিতিস্থাপকতা হ্রাস পায় ।
২. ফুসফুসের আবরণী বা প্লুরার প্রদাহ দেখা যায় ।
৩. বায়ু পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
৪. শ্বাসতন্ত্র সম্পর্কিত বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়ার জটিলতা দেখা যায়।
ধূমপানের সময় যে ধোঁয়া নির্গত হয় তাতে নানারকম বিষাক্ত গ্যাস থাকে। এর ফলে দূষিত পদার্থ যুক্ত ধোঁয়া দেহে প্রবেশ করলে নানা রকম রোগের সৃষ্টি হয়। যেমন – ফুসফুসে ক্যান্সার ব্রংকাইটিস ইত্যাদি।
৩.২ “সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম”— উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির সত্যতা প্রমাণ করো।
উত্তর: অর্থনৈতিক দিক থেকে সন্ধান প্রক্রিয়ার ব্যবহারিক গুরুত্ব অপরিসীম।
উদাহরণ:-
দুধ থেকে দই তৈরি:- সন্ধান প্রক্রিয়ায় দুগ্ধ শর্করা বা ল্যাকটোজ ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়ামের সাহায্যে সংশ্লিষ্ট হয়ে ল্যাকটিক অ্যাসিড এ পরিণত হয়। এর ফলে দুধ দই এ রূপান্তরিত হয়।
এছাড়াও অ্যালকোহল, ভিনিগার, বেকারি শিল্পে পাউরুটি, কেক, বিস্কুটঅন্যান্য খাদ্য বস্তু উৎপাদনে সন্ধান পক্ষের প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম।
৩.৩ “উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত”– ব্যাখ্যা করো।
উত্তর: (i) উপচিতি একটি গঠনমূলক বিক্রিয়া, অপচিতি একটি ধ্বংসকারী বিক্রিয়া।
(ii) উপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে, অপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন কমে।
(iii) উপচিতি বিপাকে সাধারণত সরল উপাদান থেকে জটিল উপাদানের সংশ্লেষ ঘটে। অন্যদিকে অপচিতি বিপাকে বিভিন্ন উপাদান সরল উপাদানে রূপান্তরিত হয়।
(iv) উপচিতি বিপাকে শক্তি আবদ্ধ হয় কিংবা শক্তির প্রয়োজন হয়। অপরদিকে অপচিতি বিপাকে সাধারণত শক্তির মুক্তি ঘটে।
উপরোক্ত বিষয় গুলির উপর ভিত্তি করে বলা যেতে পারে যে “উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত” ।
৩.৪ জীবদেহে রেচনের গুরুত্ব উল্লেখ করো।
উত্তর: জীবদেহে রেচনের গুরুত্ব গুলি হলো –
(i) জীবদেহের সুস্থতা বজায় রাখে।
(ii) জলসাম্য রক্ষা করে।
(iii) প্রোটোপ্লাসমীয় বস্তুর সমতা বজায় রাখে।
(iv) অভিস্রবণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে।
(v) উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক সুবিধায় অংশগ্রহণ করে।
You May Also Visit These Scholarship
Digital Bharati COVID Scholarship 2021-22 | Scholarship for Class 5 to 10
৪. নীচের প্রশ্নটির উত্তর লেখো :
৪.১ সালোকসংশ্লেষের আলোক-নিরপেক্ষ দশায় কার্বন-ডাই-অক্সাইড -এর স্থিতিকরণ কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো। রক্তের শ্রেণিবিভাগের তিনটি তাৎপর্য উল্লেখ করো।
উত্তর: আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাই অক্সাইডের বিজারণ বা স্থিতিকরণ (NADPH2) ঘটে গ্লুকোজ উৎপন্ন হয়। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশায় পরিবেশ থেকে গৃহীত কার্বন-ডাই-অক্সাইড উদ্ভিদ কোষ এ অবস্থিত রাইবুলোজ বিস ফসফেট এর সঙ্গে বিক্রিয়া করে ফসফো গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে, যা পরবর্তী কয়েকটি ধাপ এর মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এইভাবে সবুজ উদ্ভিদ কোষে কার্বন ডাই অক্সাইড এর কার্বন এর কোষস্থ যৌগে অঙ্গীভূত হওয়াকে অঙ্গার আত্তীকরণ বলা হয়।
রক্তের শ্রেণীবিভাগ এর তিনটি গুরুত্ব নিম্নরূপ-
(i) রক্তের শ্রেণীবিভাগ এর উপর ভিত্তি করে কার রক্ত কাকে দান করা যাবে তা নির্ভর করে। ‘AB’ রক্তগ্রুপধারী কোন ব্যক্তি যেকোন কারও থেকে (‘AB’ হলেই ভাল) রক্তগ্রহণ করতে পারে। তাদের বিশ্বগ্রহীতা বলা হয়। ‘O’গ্রুপধারী ব্যক্তি যেকোন রক্তগ্রুপধারী ব্যক্তিকেই (‘A’ বা ‘B’ বা ‘AB’) রক্ত দিতে পারবে। তাদেরকে বলা হয় বিশ্বদাতা।
(ii) কোন শিশুর পিতৃত্ব নির্ণয়ে জটিলতা সৃষ্টি হলে রক্তের শ্রেণী পরীক্ষা করে তার সমাধান করা যায়।
(iii) রক্ত দান কালে ABO অসংগতি ঘটলে, রক্ত ম্যাচিং ঠিকমত না হলে লোহিত রক্ত কণিকায় হিমোলাইসিস ঘটবে এবং হিমোগ্লোবিন লোহিত কণিকা থেকে বেরিয়ে যাবে।
Class 9 Model Activity Task Part 7 (Bengali, English, History, Geography ) – Click Here
Class 9 Model Activity Task Mathematics Part 7 October
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
নবম শ্রেণি
গণিত
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :
(i) ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 100 : 101 হলে, শতকরা লাভ-
(a) 100%
(b) 1%
(c) 1
(d) 100
উত্তর: (c) 1
ব্যাখ্যা:
(ii) BCD ত্রিভুজে∠BCD=90° এবং BD = 20 সেমি.। BD বাহুর মধ্যবিন্দু P হলে, CP-এর দৈর্ঘ্য-
(a) 8 সেমি,
(b) 10 সেমি.
(c) 12 সেমি,
(d) 6 সেমি.
উত্তর: (b) 10 সেমি.
ব্যাখ্যা:
(iii) একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাটার গতিবেগের অনুপাত-
(a) 1:24
(b) 1:12
(c) 24:1
(d) 12:1
উত্তর: (d) 12:1
ব্যাখ্যা:
(iv) একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণির মধ্যবিন্দু 77 এবং প্রতিটি শ্রেণির শ্রেণি-দৈর্ঘ্য 10; শ্রেণিটির নিম্নসীমা-
(a) 67
(b) 87
(c) 72
(d) 82
উত্তর: (c) 72
ব্যাখ্যা:
2. সত্য/মিথ্যা লেখো (T/F):
(i) একটি বৃত্তের পরিধি এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত হবে x:2
উত্তর: মিথ্যা
ব্যাখ্যা :
(ii) 10% ছাড় দিয়ে বিক্রি করায় একটি বই-এর বিক্রয়মূল্য হয় 900 টাকা, বইটির ধার্য্যমূল্য হয় 1000 টাকা।
উত্তর: সত্য
ব্যাখ্যা : 10% ছাড় দেয় অর্থাৎ ধার্য্যমূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য হবে 90 টাকা
যদি ধার্য্যমূল্য 1000 টাকা হয় ,তাহলে বিক্রয়মূল্য হবে = (90 × 1000) / 100 = 900
(iii) একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের তির্যক বাহুদুটির মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখাংশ সমান্তরাল বাহুদুটির সমান্তরাল।
উত্তর: সত্য
ব্যাখ্যা :
(iv) কোনো শ্রেণিবিন্যাসিত রাশিতথ্যের কোনো শ্রেণির শ্রেণিপরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে এই শ্রেণিটির পরিসংখ্যা ঘনত্ব বলা হয়।
উত্তর: মিথ্যা
ব্যাখ্যা : পরিসংখ্যার ঘনত্ব = শ্রেণী পরিসংখ্যা / শ্রেণী দৈর্ঘ্য
3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
(i) একটি সমবাহু ত্রিভুজ ABC-এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৪ সেমি.; AB ও AC এর মধ্যবিন্দু যথাক্রমে P ও Q | PQ-এর দৈর্ঘ্য এবং ∠APQ-এর মান নির্ণয় করো।
উত্তর:
(ii) একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য চারগুণ করলে, ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
উত্তর:
You May Also Visit These Scholarship
Digital Bharati COVID Scholarship 2021-22 | Scholarship for Class 5 to 10
4. নীচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো :
শ্রেণি | 1-10 | 11-20 | 21-30 | 31-40 | 41-50 | 51-60 |
পরিসংখ্যা | 8 | 3 | 6 | 12 | 2 | 7 |
উত্তর:
শ্রেণি | 1-10 | 11-20 | 21-30 | 31-40 | 41-50 | 51-60 |
শ্রেণী সীমানা | 0.5-10.5 | 10.5-20.5 | 20.5-30.5 | 30.5-40.5 | 40.5-50.5 | 50.5-60.5 |
পরিসংখ্যা | 8 | 3 | 6 | 12 | 2 | 7 |
XOX′ এবং YOY′ অক্ষদুটি পরস্পর লম্ব। X অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক এবং Y অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 2 একক ধরে আয়তলেখ অঙ্কন করা হলো।
5. যুক্তি দিয়ে প্রমাণ করো যে, একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখাংশযুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক।
উত্তর:
ALL Class ALL Model Activities | Click Here |
Class 6 Model Activity Task Part 7 (Bengali, English, History, Geography ) | Click Here |
Class 6 Model Activity Task Part 7 (Science, Mathematics, Health & Physical Education) | Click Here |
Class 7 Model Activity Task Part 7 (Bengali, English, History, Geography ) | Click Here |
Class 7 Model Activity Task Part 7 (Science, Mathematics, Health & Physical Education) | Click Here |
Class 8 Model Activity Task Part 7 (Bengali, English, History, Geography ) | Click Here |
Class 8 Model Activity Task Part 7 (Science, Mathematics, Health & Physical Education) | Click Here |
Class 9 Model Activity Task Part 7 (Bengali, English, History, Geography ) | Click Here |
Class 9 Model Activity Task Part 7 (Science, Mathematics, Health & Physical Education) | Click Here |
Class 10 Model Activity Task Part 7 (Bengali, English, History, Geography ) | Click Here |
Class 10 Model Activity Task Part 7 (Science, Mathematics, Health & Physical Education) | Click Here |