StudyWithGenius

WBJEE ANM-GNM & Various Competitive Exams জীবনের প্রবাহমানতা জীবনের প্রবাহমানতা | Continuity of Life (অধ্যায়-২) ৷ MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর |

WBJEE ANM-GNM Suggestion & Practice Set 2021 – জীবনের প্রবাহমানতা Continuity of Life (অধ্যায়-2) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই WBJEE ANM-GNM Suggestion & Practice Set 2021  জীবনের প্রবাহমানতা (অধ্যায়-২) MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী WBJEE ANM-GNM Examination 2021 –পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা WBJEE ANM-GNM 2021 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

এক কথায় উত্তর দাও : (মান – 1) WBJEE ANM-GNM Suggestion & Practice Set 2021 – জীবনের প্রবাহমানতা জীবনের প্রবাহমানতা | Continuity of Life (অধ্যায়-2) প্রশ্ন উত্তর

 1. ক্রোমোজোম কখন এবং কোথা থেকে সৃষ্টি হয় ?

 উত্তরঃ কোশ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয় ।

 2. DNA-এর পুরো নাম কী ?

 উত্তরঃ ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ।

3. কোন প্রক্রিয়ায় জনিতৃ কোশ থেকে অপত্য কোশ সৃষ্টি হয় ?

উত্তরঃ কোশ বিভাজন প্রক্রিয়ায় ।

4. 46 টি ক্রোমোজোমের মধ্যে অটোজোম ক-টি ?

উত্তরঃ 44 টি।

5. RNA কোথায় জিনরূপে কাজ করে ?

উত্তরঃ ভাইরাসে RNA জিন রূপে কাজ করে ।

6. জিনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

উত্তরঃ জিন মুখ্যত DNA দিয়ে গঠিত ।

7. কোন অঙ্গাণু থেকে প্রাণীকোশ বিভাজনকালে – বেমতন্তু গঠিত হয় ?

উত্তরঃ সেন্ট্রাজোম থেকে ।

8. স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোম কীভাবে প্রকাশ করা হয় ?

উত্তরঃ স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোমকে ‘XX’ রূপে প্রকাশ করা হয় ।

9. নিউক্লিওহিস্টোন কী ?

উত্তরঃ হিস্টোন DNA-র সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওহিস্টোন গঠন করে ।

10. মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে কেমন ?

উত্তরঃ ‘V’ আকৃতির ।

11. কোরকের সাহায্যে অযৌন জনন সম্পন্ন হয় কোন প্রাণীতে ?

উত্তরঃ হাইড্রা।

12. কোন প্রক্রিয়ায় জীব বংশবিস্তার করে ?

উত্তরঃ জনন প্রক্রিয়ায়।

13. ভ্রূণের পরিস্ফুটনকালে কী ধরনের কোশবিভাজন দেখা যায় ?

উত্তরঃ মাইটোসিস কোশবিভাজন দেখা যায় ।

14. ক্রোমোজোমের পৃথকীকরণ কোথায় ঘটে ?

উত্তরঃ মিয়োসিস কোশ বিভাজনে ।

15. একটি প্রাণীর উদাহরণ দাও যেখানে বিভাজন প্রক্রিয়ায় জনন সম্পন্ন হয়।

উত্তরঃ অ্যামিবা।

16. কোন গাছে বাদুড়ের সাহায্যে পরাগযোগ ঘটে ?

উত্তরঃ কলা।

17. পুংকেশরের কোথায় পরাগরেণু সৃষ্টি হয় ?

উত্তরঃ পরাগধানীতে পরাগরেণু সৃষ্টি হয়।

18. কোন উদ্ভিদে জনুক্রম দেখা যায় ?

উত্তরঃ ফার্ন

19. স্টক কাকে বলে ?

উত্তরঃ মূলসহ যে গাছটিতে অন্য গাছের শাখা জোড়া লাগানো থাকে তাকে স্টক বলে।

20. ডিম্বাণু কোথায় থাকে ?

উত্তরঃ ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে।

21. অযৌন জননের একক কী ?

উত্তরঃ অযৌন জননের একক হল স্পোর বা রেণু।

22. একটি পতঙ্গপরাগী ফুলের উদাহরণ দাও।

উত্তরঃ আম।

23. ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা কোন কোশ বিভাজনের কাজ ?

উত্তরঃ ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা মাইটোসিস কোশ বিভাজনের কাজ।

24. পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয়ের দেহাংশের বিনিময়কে কী বলে ?

উত্তরঃ পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয়ের দেহাংশের বিনিময়কে ক্রসিংওভার বলে।

25. S দশায় কী সংশ্লেষণ ঘটে ?

উত্তরঃ S-দশায় DNA-র সংশ্লেষণ ঘটে।

26. ভ্রূণ মাতৃজঠরে কতদিন ধরে পরিণত হয় ?

উত্তরঃ 280 দিন।

27. কোথায় RNA জিনরূপে কাজ করে ?

উত্তরঃ RNA-ভাইরাসে জিনরূপে কাজ করে।

28. মানুষের কোন সময়কে মুখ্য বৃদ্ধিকাল বলে ?

উত্তরঃ বয়ঃসন্ধিকালকে।

29. কোন প্রকার কোশ বিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না ?

উত্তরঃ অ্যামাইটোসিস কোশ বিভাজনে ।

30. মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে ?

উত্তরঃ মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকে |

31. ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কী কী অ্যামাইনো অ্যাসিড থাকে ?

উত্তরঃ ট্রিপটোফ্যান ও টাইরোসিন ।

32. কোন অঙ্গাণু থেকে প্রাণীকোশ বিভাজনকালে – বেমতন্তু গঠিত হয় ?

উত্তরঃ সেন্ট্রাজোম থেকে ।

33. ক্রোমোজোমের পৃথকীকরণ কোথায় ঘটে ?

উত্তরঃ মিয়োসিস কোশ বিভাজনে ।

34. কাইনেটোকোর কোথায় থাকে ?

উত্তরঃ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে।

35. ক্রোমোমিয়ার কী ?

উত্তরঃ ক্রোমোজোমের পুঁতির দানার মতো অংশগুলিকে ক্রোমোমিয়ার বলে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X