StudyWithGenius

পরিবেশের জন্য ভাবনা (Concerns about our environment)

ভৌতবিজ্ঞান ও পরিবেশ (Physical Science and Environment)

Physical Science Practice Set- 1 ( MCQ )

1. 
ভূপৃষ্ঠ থেকে 5km উচ্চতায় একটি বস্তু অবস্থিত। বায়ুমণ্ডলের ________ স্তরে বস্তুটি অবস্থিত থাকবে।

2. 
ওজন হিসেবে ট্রপোস্ফিয়ারের - ______ ভাগ বায়ুমণ্ডলের অন্তর্গত।

3. 
বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্ববিশিষ্ট স্তরটি হল –

4. 
বায়ুমণ্ডলের যে অংশে উন্নতা অপরিবর্তিত থাকে সেটি হল—

5. 
বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে –

6. 
সুমেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি - __ km

7. 
বৈপরীত্য উন্নতা লক্ষ করা যায় –

8. 
গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলের কোন্ স্তরে অবস্থান করে কার্যপ্রণালী চালায়? —

9. 
বায়ুমণ্ডলে ওজোন গ্যাস – _______ স্তরে ঘনীভূত অবস্থায় থাকে

10. 
ওজোনমণ্ডলের ঊর্ধ্বসীমাকে কী বলে? –

11. 
স্ট্র্যাটোপজের উষ্ণতা -

Thank You

 

Join our social networks below and stay updated with latest contests, videos, internships and jobs!
YouTube | LinkedIn | Instagram | Facebook | Pinterest

Physical Science Practice Set- 2 ( Fill in the blanks )

1)) ‘ট্রপোস্ফিয়ার’ শব্দের অর্থ হল ____________ .

উত্তর:- অশান্ত অঞ্চল

2)) ঘনমণ্ডলের অপর নাম _________ .

উত্তর:- ক্ষুব্ধমণ্ডল

3)) বায়ুমণ্ডলের __________ স্তরে বায়ুর চাপ সর্বোচ্চ।

উত্তর – ট্রপোস্ফিয়ার

4) ট্রপোস্ফিয়ারের 20km উচ্চতায় বায়ুচাপ _________ এবং 40km উচ্চতায় বায়ুচাপ ________ .

উত্তর- 10-1 atm, 10-3 atm

5) প্রপেলার যুক্ত বিমান চালানো হয়________ স্তরে।

উত্তর – ট্রপোস্ফিয়ার

6) ট্রপোস্ফিয়ারের উপরের বায়ুস্তরকে ________ বলে।

উত্তর – স্ট্র্যাটোস্ফিয়ার

7) ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা _______  .

উত্তর – হ্রাস পায়

৪) ‘পৃথিবীর ছাতা’ ও ‘প্রাকৃতিক সানস্ক্রিন’ নামে পরিচিত বায়ুমণ্ডলের ________ স্তর। 

উত্তর – ওজোন

9)) ওজোন গ্যাস পরিমাপের যন্ত্রটির নাম হল __________ .

উত্তর – ডবসন স্পেকট্রোমিটার

10) বায়ুমণ্ডলের _________ স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়।

উত্তর – মেসোস্ফিয়ার

11)) আয়নোস্ফিয়ারের গড় উষ্ণতা  প্রায় ________ .

উত্তর – 1100℃

12) থার্মোস্ফিয়ারের সমোষ্ণতা বিশিষ্ট অঞ্চলকে _________ বলে।

উত্তর – থার্মোপজ

13) বায়ুমণ্ডলের আয়ন স্তরে তড়িদাহিত অণুর প্রভাবে সৃষ্টি হয় ________.

উত্তর – মেরুজ্যোতি বা মেরুপ্রভা

14) কেনেলি হেভিসাইড স্তরটি  _________ স্তরের অন্তর্গত।

উত্তর – আয়নোস্ফিয়ার

15) কেনেলি হেভিসাইড স্তর __________ তরঙ্গ প্রতিফলিত করে থাকে।

উত্তর – বেতার

16) উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ __________ .

উত্তর – কমে

 17) সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে ________ পদ্ধতিতে।

উত্তর – বিকিরণ

18) অশান্ত মণ্ডলে (Troposphere) ঝড় যদি কার্য হয়, তবে তার কারণ হল বায়ুর_______ স্রোত।

উত্তর – পরিচলন

19) ওজোন গহ্বর সর্বপ্রথম লক্ষ করেন ________ .

উত্তর – জো ফোরম্যান

20) ওজোন গ্যাসের ঘনত্ব ________ ডবসন এককের কম হলে তাকেই ওজোন গহ্বর বলে।

উত্তর – 200

21) অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ________ ক্যানসার হয়।

উত্তর – ত্বকে

22) CO2-এর তুলনায়  ________ -এর গ্রিন হাউস প্রভাব বেশি।

উত্তর – CFC 

23)) সুপারসনিক বিমান নির্গত যে গ্যাস ওজোন স্তরকে ভেঙে দেয় সেই গ্যাসটি হল _________ .

উত্তর – নাইট্রিক অক্সাইড

24)) অতিবেগুনি রশ্মির কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অংশকে ________ বলে

উত্তর – UV-C

25) অবলোহিত রশ্মি (IR)-এর শক্তি হ্রাস পেলে তার তরঙ্গদৈর্ঘ্য ________ পায়।

উত্তর – বৃদ্ধি

26) বডি স্প্রেতে থাকা __________ গ্যাস হল গ্রিনহাউস গ্যাস।

উত্তর – ক্লোরোফ্লুওরোকার্বন

27) প্রতি অণু মিথেনের তাপ আবদ্ধ করার ক্ষমতা প্রতি অণু CO2-এর তুলনায় ________ গুণ বেশি।

উত্তর – 25

28) গ্রিনহাউস এফেক্টের ফলে _________ ঘটছে।

উত্তর – বিশ্ব উষ্ণায়ন

29) মন্ট্রিল প্রোটোকল __________ সালে স্বাক্ষরিত হয়।

উত্তর – 1987

Physical Science Practice Set- 3 ( Short Questions )

1) বায়ুমণ্ডলের কোন্ স্তরটি ‘আবহমণ্ডল’ বলে পরিচিত?

উত্তর:- ট্রপোস্ফিয়ার

2) নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত?

উত্তর:- 16 – 18 km

3) ‘ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর’ বায়ুমণ্ডলের কোন্ স্তরকে বলা হয়? 

উত্তর:- ট্রপোস্ফিয়ার

4) জেট বায়ু বায়ুমণ্ডলের কোন্ অংশে প্রবাহিত হয়?

উত্তর:- ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে

5) বায়ুদূষণকারী প্রায় সমস্ত উপাদানের আধিক্য কোন্ স্তরে দেখা যায়?

উত্তর:- ট্রপোস্ফিয়ারে

6) শান্তমণ্ডলের মধ্য দিয়ে জেট বিমান নিরাপদে যেতে পারে কেন? 

উত্তর:- বায়ুপ্রবাহ না থাকার জন্

7) বায়ুমণ্ডলের কোন্ স্তরে ঝড় ও বৃষ্টি হয়? 

উত্তর:- ট্রপোস্ফিয়ারে

৪) বায়ুমণ্ডলের কোন্ স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে? 

উত্তর:- ট্রপোস্ফিয়ার

9) বায়ুমণ্ডলের কোন্ স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে? 

উত্তর:- ট্রপোস্ফিয়ার

10) ট্রপোপজে বায়ুর উষ্ণতা কত? 

উত্তর:-   – 50℃ ( মের়ু অঞ্চলে )    -80℃ ( নিরক্ষীয় অঞ্চলে )

11) ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থলকে কী বলে?

উত্তর:- ট্রপোপজ

12) বায়ুমণ্ডলের কোন্ স্তর ‘শান্তমণ্ডল’ নামে পরিচিত?

উত্তর:- স্ট্র্যাটোস্ফিয়ার 

13) ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন্ স্তরে দেখা যায়? 

উত্তর:- স্ট্র্যাটোস্ফিয়ার 

14)) ‘পৃথিবীর রক্ষাকবচ’ কাকে বলে?

উত্তর:- ওজোন স্তরকে

15) স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে?

উত্তর:- বাড়ে

16) বায়ুমণ্ডলের কোন্ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

অথবা, রেডিয়ো তরঙ্গের সাহায্যে যোগাযোগে কোন্ বায়ুস্তরকে কাজে লাগনো হয়?

17)) বায়ুমণ্ডলের কোন্ স্তরে মেরুজ্যোতি দেখা যায়? 

18) প্লেন চালানো বা বেলুন ওড়ানোর জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি ব্যবহার করা হয়? 

19) ওজোন স্তরের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়? 

20) ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে?

21) থার্মোস্ফিয়ার অংশে কোন কোন গ্যাস পাওয়া যায়?

22) এক্সোস্ফিয়ারে কোন গ্যাসের প্রাধান্য দেখা যায়?

23) বায়ুমণ্ডলের কোন স্তর বিদ্যুৎ তরঙ্গকে প্রতিফলিত করে?

24) বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোন্‌টি?

25) কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী?

26) ল্যাপস্ রেট কী?

27) ODS এর পুরো নাম কী?*

28) ODS-এর একটি উদাহরণ দাও। *

29) ODP-এর পুরো নাম কী?*

30) CFC-এর সম্পূর্ণ নাম কী?

31) ওজোন স্তর ধ্বংসে মুখ্য ভূমিকা পালনকারী CFC যৌগের সংকেত লেখো। 

32) CFC অণুর ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে আটকে দেওয়ার ক্ষমতা CO2 অণুর তুলনায় কত গুণ বেশি?

33) বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস O3 স্তরকে ভাঙে?

34) ওজোন স্তরের ক্ষতির জন্য CF2CI2– এর মধ্যে কোন পরমাণুটি বেশি দায়ী? 

35) কোন ধোঁয়াকে জারক ধোঁয়াশা বলে?

36) হ্যালন কী ?

37) হ্যালনের একটি উদাহরণ দাও।

38) কোথায় সর্ববৃহৎ ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে?

39) সবুজ ঘর কী ধরনের তাপীয় বিকিরণকে বাইরে যেতে বাধা দেয়।

40) নাইট্রোজেনঘটিত কোন কোন গ্যাস গ্রিনহাউস প্রভাব ঘটায়?

41) একটি জৈব গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও।

42) পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কী?

43) GWP-এর পুরো কথাটি কী?

1 thought on “Physical Science Study Materials পরিবেশের জন্য ভাবনা (Concerns about our environment) – MCQ , Questions-Answers ,Short Notes etc / WBJEE ANM-GNM , Various Competitive Exam”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X