StudyWithGenius

WBJEE ANM-GNM & Various Competitive Exams অভিব্যক্তি ও অভিযোজন Adaptation and Evolution (অধ্যায়-4) ৷ MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর |

WBJEE ANM-GNM Suggestion & Practice Set 2021 – অভিব্যক্তি ও অভিযোজন Adaptation and Evolution (অধ্যায়-৪) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই WBJEE ANM-GNM Suggestion & Practice Set 2021  অভিব্যক্তি ও অভিযোজন (অধ্যায়-) MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী WBJEE ANM-GNM Examination 2021 –পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা WBJEE ANM-GNM 2021 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

এক কথায় উত্তর দাও : (মান – 1) WBJEE ANM-GNM Suggestion & Practice Set 2021 – অভিব্যক্তি ও অভিযোজন Adaptation and Evolution (অধ্যায়-৪) প্রশ্ন উত্তর

1. ‘Evolution’ শব্দটি কে প্রবর্তন করেন ?

উত্তরঃ বিজ্ঞানী হারবার্ট স্পেনসার।

2. অভিব্যক্তির জনক কে ?

উত্তরঃ বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন।

3. অভিব্যক্তির দুটি কারণ লেখো।

উত্তরঃ মিউটেশন ও অভিযোজন ।

4. হট ডাইলুট সুপ কথাটি প্রথম কে বলেন ?

উত্তরঃ হ্যালডেন

5. কোন্ বিজ্ঞানীদ্বয় ওপারিন ও হ্যালডেন তত্ত্বের সমর্থনে প্রমাণ উপস্থাপন করেন ?

উত্তরঃ বিজ্ঞানী মিলার ও উরে

6. ‘অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ’ মতবাদটি কার ?

উত্তরঃ ল্যামার্ক-এর

7. ল্যামার্কের মতে নতুন প্রজাতি সৃষ্টির প্রধান কারণ কী ?

উত্তরঃ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ

8. ল্যামার্কের মতে জিরাফের গলা লম্বা হওয়ার কারণ কী ?

উত্তরঃ জীবের প্রচেষ্টা এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ

9. জৈব বিবর্তন সম্পর্কিত তত্ত্বটি ল্যামার্ক কোন্ গ্রন্থে লিপিবদ্ধ করেন ?

উত্তরঃ ফিলোজফিক জুলজিক

10. ডারউইনের মতে জিরাফের লম্বা গলার কারণ কী ? 

উত্তরঃ প্রাকৃতিক নির্বাচন

11. ডারউইনের মতে নতুন প্রজাতি সৃষ্টির কারণ কী ? 

উত্তরঃ অনুকূল প্রকরণ বা ভেদ

12. প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে ?

উত্তরঃ চার্লস ডারউইন 

13. জীবজগতে মাত্রাতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য ও বাসস্থান যে অবস্থার সৃষ্টি করে ডারউইন তাকে কী আখ্যা দিয়েছেন ?

উত্তরঃ অস্তিত্বের জন্য সংগ্রাম

14. ডারউইনের লেখা বইটির নাম কী ?

উত্তরঃ ‘On the Origin of Species by Means of Natural Selection’

15. জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে কী বলে ?

উত্তরঃ প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টলজি

16. একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও ।

উত্তরঃ আর্কিওপটেরিক্স

17. উদ্ভিদজগতের দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও ।

উত্তরঃ (1) গিঙ্কগো বাইলোবা, (2) ইকুইজিটাম

18. ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো ।

উত্তরঃ ইওহিপ্পাস→ মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → প্লায়োহিপ্পাস

19. ঘোড়ার বিবর্তনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো ।

উত্তরঃ ঘোড়ার পায়ের তিন নম্বর আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি এবং মজবুত ক্ষুরযুক্ত হওয়া ৷

20. অ্যানিলিডা ও আর্থ্রোপোডার সংযোগী প্রাণীটি কী ?

উত্তরঃ পেরিপেটাস 

21. উদ্ভিদের মিসিং লিংক-এর একটি উদাহরণ দাও ।

উত্তরঃ টেরিডোস্পার্ম

22. যে স্তন্যপায়ী প্রাণীটি ডিম পাড়ে তার নাম লেখো ।

উত্তরঃ প্লাটিপাস বা হংসচঞ্চু

23. উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো । 

উত্তরঃ (1) কালকাসুন্দা ফুলের বন্ধ্যা পুংকেশর বা স্ট্যামিনোড

           (2) নারকেল ফুলের বন্ধ্যা গর্ভকেশর বা পিস্টিলোড

24. মানুষের কোন্ অঙ্গটি বানরের সক্রিয় অঙ্গ লেজের নিষ্ক্রিয় রূপ ?

উত্তরঃ কক্সিস

25. মানবদেহের মেরুদণ্ডের ও খাদ্যনালিতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো ।

উত্তরঃ কক্সিস ও অ্যাপেনডিক্স

26. মানুষের অ্যাপেনডিক্স কোন্ অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা ? 

উত্তরঃ বৃহদন্ত্রের সিকামের

27. পাখির ডানা, বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপদ, তিমির ফ্লিপার, মানুষের হাত কী জাতীয় অঙ্গের উদাহরণ ?

উত্তরঃ সমসংস্থ অঙ্গ

28. পাখির ডানার সমসংস্থ একটি অঙ্গের নাম লেখো।

উত্তরঃ তিমির ফ্লিপার

29. পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন অঙ্গের মিল দেখা যায় ? 

উত্তরঃ ঘোড়ার অগ্রপদের

30. একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো যার নিলয় আংশিক বিভেদ প্রাচীরযুক্ত । 

উত্তরঃ টিকটিকি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X
toto slot toto slot toto slot toto slot toto slot toto slot toto slot toto slot toto slot toto slot bengbengtoto rctitogel toto slot toto slot toto slot toto slot toto slot