StudyWithGenius

WBJEE ANM-GNM & Various Competitive Exams জীবনের প্রবাহমানতা জীবনের প্রবাহমানতা | Continuity of Life (অধ্যায়-২) ৷ MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর |

WBJEE ANM-GNM Suggestion & Practice Set 2021 – জীবনের প্রবাহমানতা Continuity of Life (অধ্যায়-2) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই WBJEE ANM-GNM Suggestion & Practice Set 2021  জীবনের প্রবাহমানতা (অধ্যায়-২) MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী WBJEE ANM-GNM Examination 2021 –পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা WBJEE ANM-GNM 2021 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

এক কথায় উত্তর দাও : (মান – 1) WBJEE ANM-GNM Suggestion & Practice Set 2021 – জীবনের প্রবাহমানতা জীবনের প্রবাহমানতা | Continuity of Life (অধ্যায়-2) প্রশ্ন উত্তর

 1. ক্রোমোজোম কখন এবং কোথা থেকে সৃষ্টি হয় ?

 উত্তরঃ কোশ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয় ।

 2. DNA-এর পুরো নাম কী ?

 উত্তরঃ ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ।

3. কোন প্রক্রিয়ায় জনিতৃ কোশ থেকে অপত্য কোশ সৃষ্টি হয় ?

উত্তরঃ কোশ বিভাজন প্রক্রিয়ায় ।

4. 46 টি ক্রোমোজোমের মধ্যে অটোজোম ক-টি ?

উত্তরঃ 44 টি।

5. RNA কোথায় জিনরূপে কাজ করে ?

উত্তরঃ ভাইরাসে RNA জিন রূপে কাজ করে ।

6. জিনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

উত্তরঃ জিন মুখ্যত DNA দিয়ে গঠিত ।

7. কোন অঙ্গাণু থেকে প্রাণীকোশ বিভাজনকালে – বেমতন্তু গঠিত হয় ?

উত্তরঃ সেন্ট্রাজোম থেকে ।

8. স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোম কীভাবে প্রকাশ করা হয় ?

উত্তরঃ স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোমকে ‘XX’ রূপে প্রকাশ করা হয় ।

9. নিউক্লিওহিস্টোন কী ?

উত্তরঃ হিস্টোন DNA-র সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওহিস্টোন গঠন করে ।

10. মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে কেমন ?

উত্তরঃ ‘V’ আকৃতির ।

11. কোরকের সাহায্যে অযৌন জনন সম্পন্ন হয় কোন প্রাণীতে ?

উত্তরঃ হাইড্রা।

12. কোন প্রক্রিয়ায় জীব বংশবিস্তার করে ?

উত্তরঃ জনন প্রক্রিয়ায়।

13. ভ্রূণের পরিস্ফুটনকালে কী ধরনের কোশবিভাজন দেখা যায় ?

উত্তরঃ মাইটোসিস কোশবিভাজন দেখা যায় ।

14. ক্রোমোজোমের পৃথকীকরণ কোথায় ঘটে ?

উত্তরঃ মিয়োসিস কোশ বিভাজনে ।

15. একটি প্রাণীর উদাহরণ দাও যেখানে বিভাজন প্রক্রিয়ায় জনন সম্পন্ন হয়।

উত্তরঃ অ্যামিবা।

16. কোন গাছে বাদুড়ের সাহায্যে পরাগযোগ ঘটে ?

উত্তরঃ কলা।

17. পুংকেশরের কোথায় পরাগরেণু সৃষ্টি হয় ?

উত্তরঃ পরাগধানীতে পরাগরেণু সৃষ্টি হয়।

18. কোন উদ্ভিদে জনুক্রম দেখা যায় ?

উত্তরঃ ফার্ন

19. স্টক কাকে বলে ?

উত্তরঃ মূলসহ যে গাছটিতে অন্য গাছের শাখা জোড়া লাগানো থাকে তাকে স্টক বলে।

20. ডিম্বাণু কোথায় থাকে ?

উত্তরঃ ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে।

21. অযৌন জননের একক কী ?

উত্তরঃ অযৌন জননের একক হল স্পোর বা রেণু।

22. একটি পতঙ্গপরাগী ফুলের উদাহরণ দাও।

উত্তরঃ আম।

23. ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা কোন কোশ বিভাজনের কাজ ?

উত্তরঃ ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা মাইটোসিস কোশ বিভাজনের কাজ।

24. পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয়ের দেহাংশের বিনিময়কে কী বলে ?

উত্তরঃ পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয়ের দেহাংশের বিনিময়কে ক্রসিংওভার বলে।

25. S দশায় কী সংশ্লেষণ ঘটে ?

উত্তরঃ S-দশায় DNA-র সংশ্লেষণ ঘটে।

26. ভ্রূণ মাতৃজঠরে কতদিন ধরে পরিণত হয় ?

উত্তরঃ 280 দিন।

27. কোথায় RNA জিনরূপে কাজ করে ?

উত্তরঃ RNA-ভাইরাসে জিনরূপে কাজ করে।

28. মানুষের কোন সময়কে মুখ্য বৃদ্ধিকাল বলে ?

উত্তরঃ বয়ঃসন্ধিকালকে।

29. কোন প্রকার কোশ বিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না ?

উত্তরঃ অ্যামাইটোসিস কোশ বিভাজনে ।

30. মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে ?

উত্তরঃ মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকে |

31. ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কী কী অ্যামাইনো অ্যাসিড থাকে ?

উত্তরঃ ট্রিপটোফ্যান ও টাইরোসিন ।

32. কোন অঙ্গাণু থেকে প্রাণীকোশ বিভাজনকালে – বেমতন্তু গঠিত হয় ?

উত্তরঃ সেন্ট্রাজোম থেকে ।

33. ক্রোমোজোমের পৃথকীকরণ কোথায় ঘটে ?

উত্তরঃ মিয়োসিস কোশ বিভাজনে ।

34. কাইনেটোকোর কোথায় থাকে ?

উত্তরঃ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে।

35. ক্রোমোমিয়ার কী ?

উত্তরঃ ক্রোমোজোমের পুঁতির দানার মতো অংশগুলিকে ক্রোমোমিয়ার বলে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X
toto slot toto slot toto slot toto slot toto slot toto slot toto slot toto slot toto slot toto slot bengbengtoto rctitogel toto slot toto slot toto slot toto slot toto slot