StudyWithGenius

WBJEE ANM-GNM & Various Competitive Exams অভিব্যক্তি ও অভিযোজন Adaptation and Evolution (অধ্যায়-4) ৷ MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর |

WBJEE ANM-GNM Suggestion & Practice Set 2021 – অভিব্যক্তি ও অভিযোজন Adaptation and Evolution (অধ্যায়-৪) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই WBJEE ANM-GNM Suggestion & Practice Set 2021  অভিব্যক্তি ও অভিযোজন (অধ্যায়-) MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী WBJEE ANM-GNM Examination 2021 –পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা WBJEE ANM-GNM 2021 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

এক কথায় উত্তর দাও : (মান – 1) WBJEE ANM-GNM Suggestion & Practice Set 2021 – অভিব্যক্তি ও অভিযোজন Adaptation and Evolution (অধ্যায়-৪) প্রশ্ন উত্তর

1. ‘Evolution’ শব্দটি কে প্রবর্তন করেন ?

উত্তরঃ বিজ্ঞানী হারবার্ট স্পেনসার।

2. অভিব্যক্তির জনক কে ?

উত্তরঃ বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন।

3. অভিব্যক্তির দুটি কারণ লেখো।

উত্তরঃ মিউটেশন ও অভিযোজন ।

4. হট ডাইলুট সুপ কথাটি প্রথম কে বলেন ?

উত্তরঃ হ্যালডেন

5. কোন্ বিজ্ঞানীদ্বয় ওপারিন ও হ্যালডেন তত্ত্বের সমর্থনে প্রমাণ উপস্থাপন করেন ?

উত্তরঃ বিজ্ঞানী মিলার ও উরে

6. ‘অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ’ মতবাদটি কার ?

উত্তরঃ ল্যামার্ক-এর

7. ল্যামার্কের মতে নতুন প্রজাতি সৃষ্টির প্রধান কারণ কী ?

উত্তরঃ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ

8. ল্যামার্কের মতে জিরাফের গলা লম্বা হওয়ার কারণ কী ?

উত্তরঃ জীবের প্রচেষ্টা এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ

9. জৈব বিবর্তন সম্পর্কিত তত্ত্বটি ল্যামার্ক কোন্ গ্রন্থে লিপিবদ্ধ করেন ?

উত্তরঃ ফিলোজফিক জুলজিক

10. ডারউইনের মতে জিরাফের লম্বা গলার কারণ কী ? 

উত্তরঃ প্রাকৃতিক নির্বাচন

11. ডারউইনের মতে নতুন প্রজাতি সৃষ্টির কারণ কী ? 

উত্তরঃ অনুকূল প্রকরণ বা ভেদ

12. প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে ?

উত্তরঃ চার্লস ডারউইন 

13. জীবজগতে মাত্রাতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য ও বাসস্থান যে অবস্থার সৃষ্টি করে ডারউইন তাকে কী আখ্যা দিয়েছেন ?

উত্তরঃ অস্তিত্বের জন্য সংগ্রাম

14. ডারউইনের লেখা বইটির নাম কী ?

উত্তরঃ ‘On the Origin of Species by Means of Natural Selection’

15. জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে কী বলে ?

উত্তরঃ প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টলজি

16. একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও ।

উত্তরঃ আর্কিওপটেরিক্স

17. উদ্ভিদজগতের দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও ।

উত্তরঃ (1) গিঙ্কগো বাইলোবা, (2) ইকুইজিটাম

18. ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো ।

উত্তরঃ ইওহিপ্পাস→ মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → প্লায়োহিপ্পাস

19. ঘোড়ার বিবর্তনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো ।

উত্তরঃ ঘোড়ার পায়ের তিন নম্বর আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি এবং মজবুত ক্ষুরযুক্ত হওয়া ৷

20. অ্যানিলিডা ও আর্থ্রোপোডার সংযোগী প্রাণীটি কী ?

উত্তরঃ পেরিপেটাস 

21. উদ্ভিদের মিসিং লিংক-এর একটি উদাহরণ দাও ।

উত্তরঃ টেরিডোস্পার্ম

22. যে স্তন্যপায়ী প্রাণীটি ডিম পাড়ে তার নাম লেখো ।

উত্তরঃ প্লাটিপাস বা হংসচঞ্চু

23. উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো । 

উত্তরঃ (1) কালকাসুন্দা ফুলের বন্ধ্যা পুংকেশর বা স্ট্যামিনোড

           (2) নারকেল ফুলের বন্ধ্যা গর্ভকেশর বা পিস্টিলোড

24. মানুষের কোন্ অঙ্গটি বানরের সক্রিয় অঙ্গ লেজের নিষ্ক্রিয় রূপ ?

উত্তরঃ কক্সিস

25. মানবদেহের মেরুদণ্ডের ও খাদ্যনালিতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো ।

উত্তরঃ কক্সিস ও অ্যাপেনডিক্স

26. মানুষের অ্যাপেনডিক্স কোন্ অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা ? 

উত্তরঃ বৃহদন্ত্রের সিকামের

27. পাখির ডানা, বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপদ, তিমির ফ্লিপার, মানুষের হাত কী জাতীয় অঙ্গের উদাহরণ ?

উত্তরঃ সমসংস্থ অঙ্গ

28. পাখির ডানার সমসংস্থ একটি অঙ্গের নাম লেখো।

উত্তরঃ তিমির ফ্লিপার

29. পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন অঙ্গের মিল দেখা যায় ? 

উত্তরঃ ঘোড়ার অগ্রপদের

30. একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো যার নিলয় আংশিক বিভেদ প্রাচীরযুক্ত । 

উত্তরঃ টিকটিকি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X