StudyWithGenius

GNM - Syllabus, Previous Year Questions, Demonstration, Suggestions, Current Notice, MCQ, Long Question Answer,

WBJEE ANM-GNM & Various Competitive Exams জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) ৷ MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর |

WBJEE ANM-GNM Suggestion & Practice Set 2021 – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই WBJEE ANM-GNM Suggestion & Practice Set 2021 জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী WBJEE ANM-GNM Examination 2021 –পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা WBJEE ANM-GNM 2021 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

WBJEE ANM-GNM & Various Competitive Exams Suggestion and Practice Set 2021 – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) প্রশ্নউত্তর

এক কথায় উত্তর দাও : (মান – 1) WBJEE ANM-GNM Suggestion & Practice Set 2021 – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) প্রশ্ন উত্তর

1. পরিবেশের যে সব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণীদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাদের কী বলে ?

উত্তর: উদ্দীপক বলে ।

2. প্রোটোপ্লাজমের আবর্তনপতি বা সারকুলেশন কোথায় দেখা যায় ?

উত্তরঃ কুমড়ো গাছের কাণ্ডের রোমে।

3. গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম কী ?

উত্তর: ক্ল্যামাইডোমোনাস ।

4. প্রকরণ চলন কোথায় দেখা যায় ?

উত্তর: বনচাঁড়ালের পত্রকে।

5. উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অনুসারে হয় তাকে কী চলন বলে ?

উত্তরঃ ন্যাস্টিক চলন।

6. উদ্ভিদ দেহের উদ্দীপকের প্রভাবে স্থানান্তরে সমনকে কী বলে?

উত্তর: ট্যাকটিক চলন।

7. তেঁতুল পাতার পত্রগুলি প্রখর আলো ও অধিক উচ্চতায় খুলে যায় এবং কম আলো ও কম তাপে মুদে যায়, এটি কী প্রকারের চলন?

উত্তর: নিরুটিন্যাস্টিক চলন।

৪. ক্ষণপদের সাহায্যে গমন হয় কোন প্রাণীর ?

উত্তর: অ্যামিবার ।

9. মানবদেহের কোন কোশে ক্ষণপদ দেখা যায় ?

উত্তর: শ্বেত রক্তকণিকা।

10. অ্যামিবার গমনকে কী বলে?

উত্তর: অ্যামিবয়েড গতি।

11. একটি মুখ্য জলজ প্রাণীর উদাহরণ দাও।

উত্তর: মাছ মুখ্য জলজ প্রাণী।

12. একটি মুখ্য খেচর প্রাণীর উদাহরণ দাও।

উত্তরঃ পায়রা মুখ্য খেচর প্রাণী

13. একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ দাও।

উত্তর: ডেলটয়েড পেশি৷

14. যে প্রক্রিয়ায় কোনো অঙ্গাকে দেহাক্ষের নিকটবর্তি হতে সাহায্য করে তাকে কী বলে ?

উত্তর: অ্যাডাকশন বলে।

15. একটি অ্যাক্টর পেশির উদাহরণ দাও ।

উত্তর: ল্যাটিসিমাস ডরসি।

16. রোটেশন কাকে বলে?

উত্তরঃ যে প্রক্রিয়ার দেহের কোনো অংশ আবর্তিত হয় তা রোটেশন বলে।

17. মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি?

উত্তরঃ ফিমার।

18. একটি এক্সটেনসর পেশির উদাহরণ দাও।

উত্তরঃ ট্রাইসেপস

19. কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করার জন্য কোন্ কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় ?

উত্তর: কৃত্রিম অক্সিন ( 2, 4-D) I

20. পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন ?

উত্তর: সাইটোকাইনিন।

21. জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি কী কী ?

উত্তর: জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি হল- কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন।

22. জিব্বেরেলিনের দুটি উৎস উল্লেখ করো।

উত্তরঃ জিব্বেরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে ও বীজপত্রে পাওয়া যায়।

23. উদ্ভিদের অগ্রথ প্রকটতা ঘটায় কোন হরমোন?

উত্তরঃ অক্সিন।

24. হরমোনের পরিণতি কী ?

উত্তরঃ হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়।

25. একটি ট্রফিক হরমোনের উদাহরণ দাও।

উত্তরঃ থাইরোট্রফিক হরমোন বা TSH

26. আয়োডিন কোন হরমোনের উপাদান ?

উত্তরঃ থাইরক্সিন।

27. প্রাণী হরমোনের উৎস কী ?

উত্তরঃ এন্ডোক্রিন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি।

28. একটি অ্যামাইনোধর্মী হরমোনের নাম কী ?

উত্তরঃ অ্যাড্রিনালিন।

29. GH-এর পুরো নাম কী ?

উত্তরঃ গ্রোথ হরমোন।

30. GTH এর পুরো নাম কী ?

উত্তরঃ গোনাডোট্রফিক হরমোন।

31. LH হয় পুরো নাম কী ?

উত্তরঃ লিউটিনাইজিং হরমোন।

32. LTH হয় পুরো নাম কী ?

উত্তরঃ লিউট্রোট্রফিক হরমোন।

33. অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কী কী হরমোন নিঃসৃত হয় ?

উত্তরঃ অ্যাড্রিনালিন ও নন অ্যাড্রিনালিন।

34. GH এর কম ক্ষরণে কী রোগ হয়?

উত্তরঃ বামনত্ব বা ডোয়ারফিজম।

35. GH এর অধিক ক্ষরণে কী রোগ হয়?

উত্তর: জাইগ্যানটিজম বা অতিকায়ত্ব।

36. অ্যাক্রোমেগালি রোগ কী কারণে হয় ?

উত্তর: STH এর অধিক ক্ষরণের ফলে হয়।

37. কারক কাকে বলে ?

উত্তর: যে সব অঙ্গ উদ্দীপনায় উদ্দীপিত হয় তাকে কারক বা ইফেকটর বলে। যেমন—গ্রন্থি ও পেশি।

38. স্নায়ুকোশের দীর্ঘ প্রবর্ষকের নাম কী ?

উত্তর: অ্যাক্সন

39. অ্যাক্সনের শেষ প্রান্তের সূক্ষম শাখাগুলিকে কী বলে ?

উত্তর: প্রাস্তবুরুশ বলে।

40. একটি ইফারেন্ট স্নায়ুর (আজ্ঞাবহ স্নায়ু) উদাহরণ দাও ।

উত্তর: অকিউলোমোটর স্নায়ু।

41. নিউরোন কত প্রকারের ?

উত্তর: নিউরোন প্রধানত তিন প্রকারের, যথা-(1) সংজ্ঞাবহ নিউরোন (ii) আজ্ঞাবহ নিউরোন ও (ii) সহযোগী নিউরোন।

42. স্নায়ুতন্ত্রের একক কী?

উত্তর: স্নায়ুকোশ বা নিউরোন।

43. একটি নিউরোহরমোনের উদাহরণ দাও।

উত্তর: ভেসোপ্রেসিন বা ADHI

44. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ দুটি কী কী?

উত্তর: মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড।

45. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কত প্রকারের?

উত্তরঃ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুপ্রকারের যথা- সমবেদী ও পরাসমবেদী।

46. গুরুমস্তিষ্কের কটি গোলার্ধ এবং কী কী?

উত্তরঃ দুটি গোলার্ধ-বাম গোলার্ধ ও ডান গোলার্ধ

47. সুষুম্নাকাণ্ডের শেষ প্রান্তের সূঁচালো অংশকে কী বলে?

উত্তর: ফাইলাম টারমিনেল।

48. প্রাত্যহিক জীবন থেকে প্রতিবর্তের একটি গুরুত্ব উল্লেখ করো।

উত্তরঃ খেতে খেতে শ্বাসনালিতে কিছু আটকে গেলে বিষম খাওয়া বা কাশি হওয়া।

49. চক্ষুর কোন স্তরে বস্তুর প্রতিবিস্ত গঠিত হয়?

উত্তর: রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়।

50. লেন্স এর কাজ কী ?

উত্তর: আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনায় ফোকাস সৃষ্টি করে ।

51. ভিট্রিয়াস হিউমর কোথায় থাকে?

উত্তরঃ লেন্স-এর পশ্চাদ প্রকোষ্ঠে থাকে।

52. স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদান কোনটি?

উত্তর: নিউরোন বা স্নায়ুকোশ

53. লঘুমস্তিষ্কের গোলকদ্বয়ের সংযোজক কোনটি ?

উত্তর: ভারমিস।

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 1) WBJEE ANM-GNM Suggestion & Practice Set – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) প্রশ্ন উত্তর

1. চলন বা সঞ্চালন কাকে বলে?

উত্তর: যে প্রক্রিয়ায় জীব স্বতঃস্ফুর্তভাবে বা কোনো উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অংশ বা অঙ্গপ্রত্যঙ্গ

সঙ্গালন করে তাকে চলন বা সঞ্চালন বলে ।

2. ট্রপিক ও ট্যাকটিক চলনের মূল পার্থক্য কী?

উত্তরঃ ট্রপিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান

পরিবর্তন হয়।

3. জিওটপিক চলন কাকে বলে?

উত্তর: উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে হয়, তখন তাকে জিওট্রপিক চলন বলে। যেমন

– উদ্ভিদের মূল অভিকর্ষের টানে মাটির গভীরে প্রবেশ করে

4. প্রাণীদের গমনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো

উত্তরঃ প্রাণীদের গমনের দুটি উদ্দেশ্য হল- (1) খাদ্য অন্বেষণের জন্য প্রাণীদের গমন হয় (II) বাসস্থান খোঁজার

জন্য প্রাণীদের গমন হয়।

5. সিলিয়ারি গমন কাকে বলে? উদাহরণ দাও।

উত্তরঃ সিলিয়ার আন্দোলনের সাহায্যে যে গমন তাকে সিলিয়ারি গমন বা সিলিয়ারি গতি বলে। যেমন

-প্যারামিসিয়ামের গমন ।

6. মাছের সমনে পুচ্ছ পাখনার ভূমিকা কী?

উত্তরঃ পুচ্ছ পাখনা সমনকালে মাছকে দিক পরিবর্তনে সাহায্য করে।

অ্যাক্সন ডেনড্রন
এটি নিউরোনের আজ্ঞাবহ অংশ । এটি নিউরোনের সংজ্ঞাবহ অংশ।
এটি সাধারণত শাখাহ। এটি শাখাপ্রশাখাযুক্ত।
নিউরিলেমা ও মায়েলিন নিউরিলেমা ও মায়েলিন নামক আবরণ থাকে। নিউরিলেমা ও মায়েলিন নিউরিলেমা ও মায়েলিন নামক আবরণ থাকে না।
র‍যোনভিয়ারের পর্ব থাকে। র‍যোনভিয়ারের পর্ব থাকে না।
স্নায়ুস্পন্দন কোশদেহ থেকে পরবর্তী স্নায়ুকোশে বহন করে নিয়ে যায়। স্নায়ুস্পন্দন গ্রহণ করে কোশদেহে পাঠানো প্রধান কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X