StudyWithGenius

E Shram Card Registration Portal 2021 Login Online Apply | CSC E Shram Login, Benefits | CSC NDUW E Shramik Card Status

E Shram Card Registration 2021 Online Apply Portal & CSC NDUW e Shram Card Status: Ministry of Labour & Employment India শ্রমিকদের কল্যাণের জন্য E Shram Portal নামে একটি নতুন পোর্টাল চালু করেছে। ই শ্রামের জন্য নিবন্ধনকারী প্রার্থীরা একটি Unique Identification Number (UAN) Card পাবেন। CSC NDUW E Shram Card Online Registration Online UP বিহার, MP এবং কর্ণাটকের মাধ্যমে, আগ্রহীরা ভবিষ্যতে চাকরি পেতে পারেন। Ministry of Labour & Employment India কর্মীদের ডেটা সংগ্রহের জন্য ই-শ্রাম পোর্টাল চালু করেছে এবং এনডিইউডব্লিউ ডেটাবেস নতুন নীতিমালা শুরু করতে, ভবিষ্যতে আরও কর্মসংস্থান সৃষ্টি করতে এবং শ্রমিকদের জন্য নতুন স্কিম চালু করতে ব্যবহার করা হবে। আপনি E Shramik Portal 2021 এর অফিসিয়াল ওয়েবসাইট, সুবিধা, প্রয়োজনীয় ডকুমেন্টস, CSC লগইন, যারা eShram পোর্টালের জন্য অনলাইনে আবেদন করতে পারেন এবং নিচের বিভাগ থেকে ই শ্রাম কার্ড স্ট্যাটাসের সম্পূর্ণ বিবরণ পরীক্ষা করতে পারেন।

E Shram Card Registration Portal 2021 Login Online Apply | CSC E Shram Login, Benefits | CSC NDUW E Shramik Card Status
ই শ্রম কার্ড (e Sharm card) কি?
  • ই শ্রম কার্ড (e Sharm) হলো পুরো ভারতবর্ষের অসংগঠিত শ্রমিকদের নিয়ে গঠিত প্রোটাল। এটি হবে একজন শ্রমিকের স্বতন্ত্র পরিচয়৷ ই শ্রম কার্ড (e Sharm) করার সাথে সাথেই সেই শ্রমিকের সকল তথ্য সরকারের কাছে চলে যাবে।
ই শ্রম কার্ড (e Sharm card) করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে?
  • আপনার বয়স অবশ্যই ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে।
  • আপনি যদি EPFQ এবং ESjc-এর সদস্য হন, তাহলে আপনি ই শ্রম কার্ড (e Sharm) এর আবেদন করা যাবে না।
  • আপনি যদি আয়কর প্রদান না করেন না তাহলে আপনি খুব সসহজেই আবেদন করতে পারবেন।
  • আপনি যদি অসংগঠিক শ্রমিক হন তাহলে আপনি আবেদন করতে পারবেন।
ই শ্রম কার্ড (e Sharm Card) করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
  • আপনার আধার কার্ড
  • আপনার ব্যাঙ্কের পাসবুক
  • মোবাইল নাম্বার
  • Ration card
  • Electricity Bill
E-Shram Portal 2021 CSC Login Details

 

Higher AuthorityMinistry of Labour & Employment
Name of Portale-SHRAM Portal
Name of CardUnique Identification Number (UAN) Card
Scheme Launch ByPM Narendra Modi
BeneficiaryUnorganized Sector Workers and Laborers
Article Categorye SHRAM Portal UAN Card Online Registration
Official Website

shramsuvidha.gov.in

register.eshram.gov.in

ই শ্রম কার্ড (e Sharm) এর জন্য কারা কারা আবেদন করতে পারবেন?
  • যারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক তারা আবেদন করতে পারবেন
  • যারা কৃষি শ্রমিক তারা আবে করতে পারবেন
  • যারা শাক-সবজি ও ফল বিক্রেতা তারা আবেদন করতে পারবেন
  • আপনি যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনি ই শ্রম কার্ড (e Sharm) এর জন্য আবেদন করতে পারবেন।
  • আপনি একজন অটো ও রিকশা চালক, তাহলে আপনি আবেদন করতে পারবেন।
  • খবরের কাগজ বিক্রেতা, বিড়ি শ্রমিকরা আবেদন করতে পারবেন
  • আশা কর্মী নাপিত গৃহপরিচারিকাও আবেদন করতে পারবেন
  • যারা রাস্তার ধারে খাবার, ফল ইত্যাদি বিক্রয় করে তারা আবেদন করতে পারবেন
  • এছাড়াও গৃহকর্মী, ধাত্রী বা দাই, লেদার শ্রমিকরা ই শ্রম কার্ড (e Sharm) এর জন্য আবেদন করতে পারবেন।
  • সেই সাথে ছুতার মিস্ত্রি, জেলে, ইটভাটার শ্রমিকরাও আবেদন করতে পারবেন।
  • নির্মাণ শ্রমিক, ট্যানারি শ্রমিক অর্থাৎ চামড়া শিল্পে নিযুক্ত শ্রমিকরা আবেদন করতে পারবেন।

  • সল্ট ওয়ার্কার্স অর্থাৎ লবন শিল্পে নিযুক্ত শ্রমিক

ই শ্রম কার্ড (e Sharm Card) এর সুবিধা কি কি?
  • আপনি যদি কখনো দুর্ঘটনার কবলে পড়েন তাহলে আপনি বীমা সুবিধা পাবেন এই ই শ্রম কার্ডের জন্য।
  • আপনার মৃত্যু হলে বা আপনি পুরোপুরি অক্ষম হলে 2 লক্ষ টাকা দেওয়া হবে।
  • এছাড়া যদি আপনি আংশিক ভাবে অক্ষম হন তাহলে ই শ্রম কার্ড (e Sharm Card) এর জন্য আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে।
  • আপনাকে সরকারি চাকরির সুযোগ-সুবিধা দেওয়া হবে।
  • এবং আপনাকে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের র সুযোগ-সুবিধা দেওয়া হবে ইভান দেওয়া হবে ই শ্রম কার্ড (e Sharm Card) এর মাধ্যমে।

ই শ্রম কার্ডের এই সমস্ত সুবিধা কে আবার ২টি ভাগে ভাগ করা হয়েছে।

  1. Employment Schemes (কাজের ব্যবস্থা)
  2. Social Security Welfare Schemes (সামাজিক নিরাপত্তা কল্যাণ প্রকল্প)

Employment Schemes (কাজের ব্যবস্থা) :

এই কার্ড বানালে আপনি নিচের কাজ গুলি পাবেন –

  • ১০০ দিনের কাজ পাবেন প্রতিবছরে
  • দিন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা (DDU-GKY) এই প্রকল্পের মাধ্যমে আপনি বা আপনার ছেলেমেয়েরা ট্রেনিং নিতে পারবে এবং ট্রেনিং শেষে প্রাইভেট চাকরির ব্যবস্থা করে দেবে, কেন্দ্র সরকার।
  • PM SVANidhi এই প্রকল্পে আপনার ব্যবসা শুরু করার জন ১০ হাজার টাকা লোন দেবে।
  • Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY) প্রকল্পে আপনার বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হলে আপনি এখান থেকে বিভিন্ন চাকরিমুখী কোর্সের ট্রেনিং ফ্রিতে নিতে পারবেন, স্কলারশিপ, সার্টিফিকেট পাবেন।
  • Prime Minister Employment Generation Programme (PMEGP) Eligibility এই প্রকল্পে যেকোন ১৮ বছর বয়সী ব্যাক্তির যে ৮ পাস করেছেন তার চাকরির ব্যবস্থা করে দেবে, কেন্দ্র সরকার।

 

Social Security Welfare Schemes (সামাজিক নিরাপত্তা কল্যাণ প্রকল্প) :

  • Pradhan Mantri Shram Yogi Maan-Dhan (PM-SYM) Pension Yojana
  • National Pension Scheme for Shopkeepers, Traders, and the Self-employed Persons (NPS-Traders)
  • Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY)
  • Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY)
  • Atal Pension Yojana
  • PDS
  • Pradhan Mantri Awaas Yojana – Gramin (PMAY-G)
  • me (NSAP)-Old age Pro National Social Assistance Programme (NSAP) -Old Protection
  • Ayushman Bharat-Pradhan Mantri Jan Arogya Yojana (AB-PMJAY)
  • Health Insurance Scheme for Weavers (HIS)
  • National Safai Karamcharis Finance and Development Corporation (NSKFDC) Self Employment Scheme for Rehabilitation of Manual Scavengers (Revised)

E Shram Card Apply Online Link (State Wise)

 

States nameRegistration Link
Arunachal Pradesh Check Here
Assam Check Here
Andhra PradeshCheck Here
BiharCheck Here
ChandigarhCheck Here
ChattisgarhCheck Here
DelhiCheck Here
GoaCheck Here
GujaratCheck Here
HaryanaCheck Here
Himachal PradeshCheck Here
JharkhandCheck Here
Jammu & KashmirCheck Here
KarnatakaCheck Here
KeralaCheck Here
Madhya PradeshCheck Here
Maharashtra Check Here
ManipurCheck Here
MizoramCheck Here
NagalandCheck Here
OdishaCheck Here
PunjabCheck Here
Rajasthan Check Here
SikkimCheck Here
TelanganaCheck Here
Tamil NaduCheck Here
UttarakhandCheck Here
Uttar PradeshCheck Here
West BengalCheck Here

HelpLine 

Ministry of Labour & Employment

Govt. of India, Jaisalmer House

Mansingh Road. New Delhi-110001 India

14434 / 1800 -1374 -150 (Monday to Saturday)

(8:00 am to 8:00 pm)

How can I apply for E-Shram Online? [ আমি কিভাবে অনলাইনে ই-শ্রামের জন্য আবেদন করতে পারি? ]

You can apply online by Self Registration through E Shramik Portal . You can also apply for NDUW Card through CSC Centre. [ আপনি ই শ্রমিক পোর্টালের মাধ্যমে সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আপনি CSC কেন্দ্রের মাধ্যমে NDUW কার্ডের জন্যও আবেদন করতে পারেন। ]

Is e Shram Card renewed every year? [ই শ্রাম কার্ড কি প্রতি বছর নবায়ন করা হয়?]

No, you not need to renewed eShram Card every year [ না, আপনাকে প্রতি বছর ইশ্রম কার্ড রিনিউ করতে হবে না ]

Can I apply for NDUW card if I have a state government labor card? [ আমার যদি রাজ্য সরকারের লেবার কার্ড থাকে তাহলে আমি কি NDUW কার্ডের জন্য আবেদন করতে পারি?]

Yes you can apply for NDUW card if you have a state government labor card. [ হ্যাঁ যদি আপনার রাজ্য সরকারের লেবার কার্ড থাকে তাহলে আপনি NDUW কার্ডের জন্য আবেদন করতে পারেন। ]

How many years is the validity of e Shram Card ? [ ই শ্রাম কার্ডের মেয়াদ কত বছর? ]

e Shram Card is valid for Lifetime. [ ই শ্রাম কার্ড আজীবনের জন্য বৈধ। ]

1 thought on “E Shram Card Registration Portal 2021 Login Online Apply | CSC E Shram Login, Benefits | CSC NDUW E Shramik Card Status”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X