StudyWithGenius

Class 7 Model Activity Task Part 1 January 2022 | সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক | Science, Mathematics, Health and Physical Education

Class 7 Model Activity Task Part 1 January 2022 | Class 7 Model Activity Task Part 9

class 7 model activity task part 1 january 2022 , class 7 model activity task part 1 january 2022 activity, class 7 model activity task part 1 january 2022 answers, class 7 model activity task part 1 january 2022 arts, class 7 model activity task part 1 january 2022 education, class 7 model activity task part 1 january 2022 english, class 7 model activity task part 1 january 2022 bengali, class 7 model activity task part 1 january 2022 geography, class 7 model activity task part 1 january 2022 sastho o sarirshiksha, class 7 model activity task part 1 january 2022 biggan, class 7 model activity task part 1 january 2022 itihas ,class 7 model activity task part 1 january 2022 mathematics, class 7 model activity task part 1 january 2022 maths, class 7 model activity task part 1 january 2022 new, class 7 model activity task part 1 january 2022 solution, class 7 english model activity task part 1 january 2022, class 7 bengali model activity task part 1 january 2022, class 7 geography model activity task part 1 january 2022, class 7 history model activity task part 1 january 2022, class 7 mathematics model activity task part 1 january 2022, class 7 science model activity task part 1 january 2022,class 7 health & physical education model activity task part 1 january 2022

class 7 english model activity task part 1, class 7 geography model activity task part 1 ,class 7 model activity task part 1, class 7 history model activity task part 1 , class 7 bengali model activity task part 1, class 7 aamader poribesh model activity task part 1, class 7 science model activity task part 1 , class 7 model activity task part 1 solution

January 2022 Part 9 Model Activity Task | Part 9 Model Activity Task | Model Activity Task 2022 | New Model Activity Task 2022 | Part 9 Model Activity Task | Class 7 Model Activity Task 2022 | Class 7 Bengali Model Activity Task 2022 Part 9 | Class 7 English Model Activity Task 2022 Part 9 | Class 7 Geography  Model Activity Task 2022 Part 9 | Class 7 Health and Physical Education Model Activity Task 2022 Part 9 | Class 7 History  Model Activity Task 2022 Part 9 | StudyWithGenius | Class 7 Math Model Activity Task 2022 Part 9 | Class 7 Science Model Activity Task 2022 Part 9

Class 7 Model Activity Task Part 1 January 2022 | Class 7 Model Activity Task Part 9 will be discussed here. This is the first model activity task of the year 2022. This activity task has full marks of 20 which you have to solve and submit to your teachers in January month. So, we published here Class 7 Model Activity Task Part 1 January 2022 | Class 7 Model Activity Task Part 9 all subject questions with proper answers. Follow this article and write every answer carefully, you will get the best result. So, let’s solve this Class 7 Model Activity Task Part 1 January 2022 | Class 7 Model Activity Task Part 9

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের 2022 এর জানুয়ারী মাস থেকে আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে । Class 7 Model Activity Task Part 1 January 2022 | Class 7 Model Activity Task Part 9  সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তর আমাদের ওয়েবসাইট studywithgenius.in তে দেওয়া হয়েছে ।Class 7 Model Activity Task Part 1 January 2022 | Class 7 Model Activity Task Part 9 এর যে সমস্ত প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নিচের প্রশ্নোত্তর গুলি লিখবে ।

class 7 model activity task part 1 january 2022 227

Class 7 Science Model Activity Task Part 1 January 2022 | Class 7 Science Model Activity Task Part 9

সপ্তম শ্রেণি

পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান : ২০

১. ঠিক উত্তরটি নির্বাচন করো।

১.১ ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক যথাক্রমে-

(ক) 100°,0°

(খ) 0°, 100°

(গ) 212°, 32°

(ঘ) 32º, 212°

উত্তর: (গ) 212°, 32°।

১.২ সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ক কে ধরা হয় –

(ক) 100°,212°

(খ) 212°, 0°

(গ) 32°, 0°

(ঘ) 0°, 32°

উত্তর: (ঘ) 0°, 32°

১.৩ তরল থেকে বাষ্পে পরিবর্তিত হওয়া কে বলা হয়-

(ক) গলন

(খ) বাষ্পীভবন

(গ) ঊর্ধ্বপাতন

(ঘ) ঘনীভবন

উত্তর: (খ) বাষ্পীভবন

১.৪ জলের বাষ্পীভবনের লীন তাপ 540 cal/ গ্রাম কথার অর্থ হল-

(ক) 1 গ্রাম জল সম উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশ থেকে 540 cal তাপ গ্রহণ করতে হবে।

(খ) 1 গ্রাম জল সম উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশ থেকে 540 cal তাপ বর্জন করতে হবে।

(গ) 1 গ্রাম জল থেকে 25 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বাষ্প পেতে হলে 540 cal তাপ দিতে হবে।

(ঘ) 1 গ্রাম জল থেকে 25 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বাষ্প পেতে হলে বরফ থেকে 540 cal তাপ নিষ্কাশন করতে হবে।

উত্তর: (ক) 1 গ্রাম জল সম উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশ থেকে 540 cal তাপ গ্রহণ করতে হবে।

২. ঠিক বাক্যের পাশে (/) আর ভুল বাক্যের পাশে (X) চিহ্ন দাও।

২.১ তাপ কোনো বস্তু নয়, তাপ হলো শক্তি।

উত্তর: ঠিক

২.২ সব উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উষ্ণতা পৃথক হবে।

উত্তর: ভুল

ব্যাখ্যা: 40° উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উষ্ণতা একই হয়।

২.৩ SI পদ্ধতিতে তাপের একক হল ক্যালোরি।

উত্তর: ভুল

ব্যাখ্যা: SI পদ্ধতিতে তাপের একক জুল।

২.৪ সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এর মান আলাদা হলেও তা একই ভৌত ঘটনার সাপেক্ষ ধরা হয়।

উত্তর: ঠিক

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও।

৩.১ কোনো থার্মোমিটারের কুন্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন?

উত্তর: কোনো ধার্মোমিটারের কুন্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের গায়ের উষ্ণতা কমে যায়, ফলে কুন্ডের মধ্যে থাকা পারদের আয়তন কমে এবং থার্মোমিটারের পাঠ কমে যায়।

৩.২ গরমকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন?

উত্তর: মাটির কলসির গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণে জল কলসির বাইরে বেরিয়ে আসে এবং তার বাষ্পীভবন ঘটে। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ কলসির ভেতর থেকে সংগ্রহিত হয়। ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা থাকে।

৩.৩ মাটির চেয়ে জলের আপেক্ষিক তাপের মান বেশি। একটি নির্দিষ্ট পরিমাণের জল ও মাটিতে সমপরিমাণ তাপ দিলে কোনটির উষ্ণতা বেশি হবে? ধরে নাও দুটি ক্ষেত্রেই প্রাথমিক উষ্ণতায় একই আছে।

উত্তর: দুটি ভিন্ন বস্তুতে সমপরিমাণ তাপ দিলে, যে বস্তুর আপেক্ষিক তাপ বেশি তার উষ্ণতা বৃদ্ধি অন্যটির তুলনায় কম হয়। এখানে জলের আপেক্ষিক তাপ, মাটির আপেক্ষিক তাপ অপেক্ষা বেশি। তাই নির্দিষ্ট পরিমাণ মাটি ও জলকে সমপরিমাণ তাপ দিলে জল অপেক্ষা মাটির উষ্ণতা বেশি হবে।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও:

৪.১ -40° F কত ডিগ্রী সেলসিয়াস এর সঙ্গে সমান তা নির্ণয় করো।

উত্তর:

class 7 model activity task part 1 1

৪.২ উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো নিচের কথাটি কেন সব সময় ঠিক নয়-“কোন পদার্থে তাপ প্রয়োগ করলে সব সময়েই তার উষ্ণতা বৃদ্ধি পাবে।”

উত্তর: 0°C উষ্ণতার এক টুকরো বরফকে ঘরের উষ্ণতায় (25°C) একটি গ্লাসে রেখে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে গ্লাস কিছু তাপ হারিয়েছে এবং সেই তাপ গ্রহণ করে বরফ গলে জলে পরিণত হয়েছে। গলনের সময় থার্মোমিটার দিয়ে উষ্ণতা পরিমাপ করলে দেখা যাবে বরফের উষ্ণতা ০°C রয়েছে। অর্থাৎ বরফের গ্রহণ করা তাপ বরফের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায়নি। সুতরাং “কোন পদার্থে তাপ প্রয়োগ করলে সব সময়েই তার উষ্ণতা বৃদ্ধি পাবে” এই কথাটি সব সময় ঠিক নয়।

 Class 7 Model Activity Task Part 1 January (Bengali, English, History, Geography) – Click Here

Class 7 Mathematics Model Activity Task Part 1 January 2022 | Class 7 Mathematics Model Activity Task Part 9

CLASS – VII

গণিত

Full Marks- 20

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :

1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

(ক) 1/2 ভগ্নাংশটির মধ্যে 1/6 আছে –

(a) 2 বার (b) 3 বার (c) 3 বার (d) 1/12 বার

উত্তর: (b) 3 বার

ব্যাখ্যা:

class 7 model activity task part 1 2

(খ) গণেশবাবু দুদিনে একটি কাজের 1/14 অংশ ও 5/11  অংশ শেষ করেছেন। তিনি দুদিনে মোর্ট করেছেন-

(a) 2/14 অংশ (b) 15/14 অংশ (c) 1 অংশ (d) 8/14 অংশ

উত্তর: সঠিক উত্তর দেওয়া নেই 

ব্যাখ্যা:

class 7 model activity task part 1 3

(গ) (+4)-(-3) এর মান হলো-

(a) 1 (b)-1 (c) 7 (d) -7

উত্তর: (c) 7

ব্যাখ্যা: (+4) – (-3)= +4 + 3 = 7

2. সত্য/মিথ্যা লেখো:

(ক) পূর্ণসংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে।

উত্তর: সত্য।

(খ) class 7 model activity task part 1 4 চিত্রটির পরিসীমা হলো 200 সেমি।

উত্তর: মিথ্যা।

ব্যাখ্যা:

class 7 model activity task part 1 5

(গ) রম্বসের কর্ণদুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।

উত্তর: সত্য।

3. সংক্ষিপ্ত উত্তর দাও:

(ক) 1.25 টাকা, 5 টাকার শতকরা কত তা নির্ণয় করো।

উত্তর:

class 7 model activity task part 1 6

(খ) একটি চাকা 22 বার ঘুরে 33 মিটার পথ যায়। তবে 42 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে।

উত্তর:

class 7 model activity task part 1 7

(গ) একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে নির্ণয় করো।

উত্তর:

class 7 model activity task part 1 8

 

4. (ক) চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18330 দ্বারা বিভাজ্য?

উত্তর:

class 7 model activity task part 1 9

(খ) চাঁদার সাহায্যে 72° কোণ আঁকো। পেনসিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখন্ডিত করো। চাঁদা দিয়ে মেপে কোণদুটির মান লেখো।

উত্তর:

class 7 model activity task part 1 11

 Class 7 Model Activity Task Part 1 January (Bengali, English, History, Geography) – Click Here

Class 7 Health & Physical Education Model Activity Task Part 1 January 2022 | Class 7 Health & Physical Education Model Activity Task Part 9

সপ্তম  শ্রেণি

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

পূর্ণমান : ২০

শারীরশিক্ষার মৌলিক ধারণা

১। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : ১ x ৩ = ৩ 

(ক) “শ্রদ্ধা ও আত্মবিশ্বাস মানুষকে শক্তিশালী করে তােলে।” কে বলেছেন?

(i) প্লেটো 

(ii) ঋষি শ্রীঅরবিন্দ ঘােষ 

(iii) স্বামী বিবেকানন্দ 

(iv) রবীন্দ্রনাথ ঠাকুর 

উত্তর: (iii) স্বামী বিবেকানন্দ 

(খ) “শারীরিক কার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে। অপরদিকে অঙ্গ সঞ্চালন ও পরিকল্পিত শারীরিক ব্যায়াম-এর রক্ষা করে এবং সংরক্ষণ করে।” কে বলেছেন? 

(i) স্বামী বিবেকানন্দ 

(ii) প্লেটো

(iii) মহাত্মা গান্ধি 

(iv) ঋষি শ্রীঅরবিন্দ ঘােষ 

উত্তর: (ii) প্লেটো

(গ) “তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা বিশ্বসত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তােলে।” কে বলেছেন।

(i) মহাত্মা গান্ধি 

(ii) স্বামী বিবেকানন্দ 

(iii) রবীন্দ্রনাথ ঠাকুর 

(iv) ঋষি শ্রীঅরবিন্দ ঘােষ 

উত্তর: (iii) রবীন্দ্রনাথ ঠাকুর 

২। শূন্যস্থান পূরণ করাে : ১ x ৫ = ৫ 

(ক) শারীরশিক্ষার লক্ষ্য হল শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে ব্যক্তিসত্তার __________ বিকাশসাধন। 

উত্তর:  পরিপূর্ণ 

(খ) শারীরশিক্ষার উদ্দেশ্য বলতে বুঝি শারীরশিক্ষার লক্ষ্যে পৌঁছানাের ধাপগুলির __________ । 

উত্তর: সমষ্টিকে । 

(গ) শরীর চর্চা, খেলা, ড্রিল, উষ্ণীকরণ, শারীরিক প্রশিক্ষণ, জিমনাস্টিকস, অ্যাথলেটিকস্, বিনােদন প্রভৃতি ক্ষেত্রে শারীরশিক্ষার __________ বিস্তৃত।

উত্তর:  পরিধি 

(ঘ) __________ দেহভঙ্গি ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে।

উত্তর: ড্রিল শুধুমাত্র 

(ঙ) জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য জ্ঞানার্জন, কর্মের জন্য শিক্ষা, একত্রে __________ শিক্ষা ও প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা।

উত্তর: বসবাসের

৩। টীকা লেখাে : ২ x ২ = ৪

(ক) শরীরচর্চা

উত্তর: 

শরীরচর্চা:- অতীতে অন্যান্য সংস্কৃতির পাশাপাশি শারীরিক সংস্কৃতি বা শরীরচর্চার প্রচলন হয়েছিল। শারীরিক সংস্কৃতি বলতে সুন্দর, সৌন্দর্যময় পেশিবহুল শরীরলাভের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিকে বােঝায়। শরীরের বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশ করার পদ্ধতিকেই শারীরিক সংস্কৃতি বলা হয়।

(খ) অ্যাথলেটিক্স

উত্তর: 

অ্যাথলেটিক্স:- ‘অ্যাথলেটিক্স’ শব্দটি গ্রিক শব্দ ‘অ্যাথলস’ থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ প্রতিযােগিতা এবং এতে অংশগ্রহণকারীদের বলা হয় অ্যাথলিট। ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকেই অ্যাথলেটিক্স বলা হয়। যেমন – ফুটবল, কবাডি, দৌড়ােনাে, লাফানাে ইত্যাদি। সংকীর্ণ অর্থে অ্যাথলেটিকস বলতে ট্রাক এবং ফিল্ড ইভেন্টগুলিকে বােঝায়।

৪। রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও : ২ x ৪ = ৮

(ক) শারীরশিক্ষার লক্ষ্য বলতে কী বােঝাে লেখাে। 

উত্তর: শারীরশিক্ষার লক্ষ্য হচ্ছে প্রত্যেক শিশুকে শারীরিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষোভিক ভাবে সক্ষম করে তােলা এবং তার নৈতিক গুণাবলি ও বৌদ্ধিক গুণের বিকাশ ঘটানাে, যা তাকে সমাজে সুস্থভাবে বাঁচতে ও সুনাগরিকরূপে পরিচিতি লাভে সহায়তা করে।

(খ) শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি তালিকাভুক্ত করাে। 

উত্তর:

(১) শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য 

(২) দক্ষতা বিকাশের উদ্দেশ্য 

(৩) সামাজিক বিকাশের উদ্দেশ্য 

(৪) স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্য 

(৫) প্রাক্ষোভিক বিকাশের উদ্দেশ্য 

(৬) শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য।

(গ) বিনােদন বলতে কী বােঝাে লেখাে। 

উত্তর: বিনােদন হলাে স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তি অবসর সময়ে সমাজ স্বীকৃত যে কাজে অংশগ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তিলাভ করে। বিনােদনের প্রধান চারটি শর্ত হলাে- ১) অবসর সময়, ২) স্বেচ্ছায় অংশগ্রহণ, ৩) সমাজ স্বীকৃত কাল, ৪) সহজাত তৃপ্তিলাভ। দৈনন্দিন জীবনের শারীরিক ও মানসিক ক্লান্তির হাত থেকে মুক্ত হওয়ার জন্য বিনােদনের ভূমিকা উল্লেখযােগ্য। বিনােদনকে প্রত্যক্ষ বিনােদন, পরােক্ষ বিনােদন, সৃজনশীল বিনােদন এই তিন ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ বিনােদন- ফুটবল খেলা, পরােক্ষ বিনােদন – মাঠে ফুটবল খেলা দেখা এবং সৃজনশীল বিনোদন- ফুটবল খেলা বিষয়ক সংবাদ পত্রে প্রবন্ধ লেখা।

(ঘ) জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যগুলি তালিকাভুক্ত করাে।

উত্তর:

১. জ্ঞানার্জন বা জানার জন্য শিক্ষা। 

২. কর্মের জন্য শিক্ষা বা কর্মদক্ষতা অর্জনের জন্য শিক্ষা। 

৩. সকলের সঙ্গে মিলেমিশে বাঁচার শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা। 

৪. মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বা প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা।

 Class 7 Model Activity Task Part 1 January (Bengali, English, History, Geography) – Click Here

ALL Class ALL Model Activities 
Click Here
 Class 5 Model Activity Task January 2022 Part 1 (All Subject )
Click Here
 Class 6 Model Activity Task January 2022 Part 1 (Bengali, English, History, Geography)
Click Here
 Class 6 Model Activity Task January 2022 Part 1 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
 Class 7 Model Activity Task January 2022 Part 1 (Bengali, English, History, Geography )
Click Here
 Class 7 Model Activity Task January 2022 Part 1 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
 Class 8 Model Activity Task January 2022 Part 1 (Bengali, English, History, Geography )
Click Here
 Class 8 Model Activity Task January 2022 Part 1 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
Class 9 Model Activity Task January 2022 Part 1 (Bengali, English, History, Geography )
Click Here
Class 9 Model Activity Task January 2022 Part 1 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here
Class 10 Model Activity Task January 2022 Part 1 (Bengali, English, History, Geography )
Click Here
Class 10 Model Activity Task January 2022 Part 1 (Science, Mathematics, Health & Physical Education)
Click Here

January 2022 Part 9 Model Activity Task | Part 9 Model Activity Task | Model Activity Task 2022 | New Model Activity Task 2022 | Part 9 Model Activity Task | Class 6 Model Activity Task 2022 | Class 6 Bengali Model Activity Task 2022 Part 9 | Class 6 English Model Activity Task 2022 Part 9 | Class 6 Geography  Model Activity Task 2022 Part 9 | Class 6 Health and Physical Education Model Activity Task 2022 Part 9 | Class 6 History  Model Activity Task 2022 Part 9 | StudyWithGenius | Class 6 Math Model Activity Task 2022 Part 9 | Class 6 Science Model Activity Task 2022 Part 9

class 7 english model activity task part 1 january 2022 | class 7 bengali model activity task part 1 january 2022 | class 7 geography model activity task part 1 january 2022 | class 7 history model activity task part 1 january 2022 | class 7 mathematics model activity task part 1 january 2022 | class 7 science model activity task part 1 january 2022 | class 7 health & physical education model activity task part 1 january 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X