StudyWithGenius

Madhyamik Bengali Suggestion 2022 – অসুখী একজন (পাবলো নেরুদা) কবিতা প্রশ্ন উত্তর – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২(2022) | দশম শ্রেণীর বাংলা – অসুখী একজন (পাবলো নেরুদা) কবিতা প্রশ্ন উত্তর 

” মাধ্যমিক  বাংলা –  অসুখী একজন (পাবলো নেরুদা) কবিতা MCQ প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (Madhyamik / WB Madhyamik / MP Exam / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে StudywithGenius.in এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik Bengali Suggestion 2022 / West Bengal Board of Secondary Education – WBBSE Bengali Suggestion / Madhyamik Class 10th Bengali Suggestion / Class X Bengali Suggestion / Madhyamik Pariksha Bengali Suggestion / Bengali Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Madhyamik Bengali Suggestion 2022 FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস  মাধ্যমিক (দশম শ্রেণী) বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন সফল হবে।

Madhyamik Bengali Suggestion 2022

Madhyamik Bengali Suggestion 2022

Madhyamik Bengali Suggestion 2022 (মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২) – অসুখী একজন (পাবলো নেরুদা) কবিতা প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Bengali Suggestion 2022 (মাধ্যমিক  বাংলা সাজেশন) –অসুখী একজন (পাবলো নেরুদা) কবিতা MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর  বাংলা 2022 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

বহুবিকল্পীয় প্রশ্ন – অসুখী একজন (পাবলো নেরুদা) কবিতা প্রশ্ন উত্তর – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২ – Madhyamik Bengali Suggestion 2022
সঠিক উত্তরটি নির্বাচন করো : (প্রশ্নমান – ১)

 

1. ‘অসুখী একজন’ কবিতাটি যে মূল কবিতার ভাষান্তর, তার কবি হলেন—
(ক) পাবলো পিকাসো (খ) পাবলো নেরুদা (গ) গিউসেপ্নে উনগারেত্তি (ঘ) পেনত্তি সারিকোস্কি
উত্তরঃ (খ) পাবলো নেরুদা

 

2. ‘অসুখী একজন’ কবিতাটির ইংরেজি তরজমাটি হল—
(ক) The Unhappy Woman
(খ) The Unhappy
(গ) The Unhappy One
(ঘ) The Unhappy Man
উত্তরঃ (গ) The Unhappy One

 

3. ‘অসুখী একজন’ শীর্ষক অনুবাদ-কবিতাটি নেওয়া হয়েছে নবারুণ ভট্টাচার্যের –

 

(ক) বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে (খ) এই মৃত্যু উপত্যকা আমার দেশ না কাব্যগ্রন্থ থেকে
(গ) মুখে মেঘের রুমাল বাঁধাকাব্যগ্রন্থ থেকে (ঘ) রাতের সার্কাস কাব্যগ্রন্থ থেকে
উত্তরঃ (ক) বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে

 

4. “আমি তাকে ছেড়ে দিলাম…”।-বলেছেন-
(ক) কবিতার অনুবাদক (খ) কবি স্বয়ং (গ) প্রেমেন্দ্র মিত্র (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ (খ) কবি স্বয়ং

 

5. “বৃষ্টিতে ধুয়ে দিল”—কী ধুয়ে দিল?

 

(ক) রক্তের দাগ (খ) পথের ধুলো (গ) সমস্ত ময়লা (ঘ) পায়ের দাগ
উত্তরঃ (ঘ) পায়ের দাগ

 

6. ‘ঘাস জন্মালো”-কোথায় ‘ঘাস জন্মালো?
(ক) রাস্তায় (খ) গৃহাঙ্গনে (গ) জমিতে (ঘ) ময়দানে
উত্তরঃ (ক) রাস্তায়

 

7. “হেঁটে গেল”—কে হেঁটে গেল?
(ক) একটি মেয়ে (খ) একটি কুকুর (গ) গির্জার এক নান (ঘ) একজন সন্ত
উত্তরঃ (গ) গির্জার এক নান

 

8. “ঘাস জন্মালো রাস্তায়”—কারণ
(ক) সেই রাস্তা দিয়ে কেউ ফিরে আসেনি (খ) রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছিল
(গ) রাস্তাটি যুদ্ধে নষ্ট হয়ে গিয়েছিল (ঘ) রাস্তার ওপর মাঠ তৈরি হয়েছিল
উত্তরঃ (ক) সেই রাস্তা দিয়ে কেউ ফিরে আসেনি

 

9. “বছরগুলো নেমে এল তার—”
(ক) চলার পথে (খ) জীবনের ওপর (গ) মাথার ওপর (ঘ) ঘরের দরজায়
উত্তরঃ (গ) মাথার ওপর

 

11. “বছরগুলো/নেমে এল তার মাথার ওপর।” বছরগুলো ‘নেমে আসা’-কে কবিতায় তুলনা করা হয়েছে
(ক) পরপর নেমে-আসা বৃষ্টিফোঁটার সঙ্গে (খ) পরপর নেমে আসা পাথরের সঙ্গে
(গ) রাস্তায় ঘাস জন্মানোর সঙ্গে (ঘ) শান্ত হলুদ দেবতাদের হাজার বছরের ধ্যানের সঙ্গে
উত্তরঃ (খ) পরপর নেমে আসা পাথরের সঙ্গে

 

12. “তারপর যুদ্ধ এল”—
(ক) বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে দেওয়ার মতো (খ) রক্তের দাগের মতো
(গ) শান্ত দেবতাদের মূর্তি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ার মতে (ঘ) রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো
উত্তরঃ (ঘ) রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো

 

13. “তারপর যুদ্ধ এল”—যুদ্ধে খুন হল
(ক) শহরের মানুষ (খ) শান্ত হলুদ দেবতারা (গ) নিরীহ মানুষ (ঘ) শিশু আর বাড়িরা
উত্তরঃ (ঘ) শিশু আর বাড়িরা

 

14. কারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল ?
(ক) সন্ন্যাসীরা (খ) নানরা (গ) দেবতারা (ঘ) সাধক
উত্তরঃ (গ) দেবতারা

 

15. “তারা আর স্বপ্ন দেখতে পারল না”-এখানে কাজের কথা বলা হয়েছে ?
(ক) কবির পরিচিত ব্যক্তিবর্গের (খ) চিলির বাসিন্দাদের (গ) শান্ত হলুদ দেবতাদের (ঘ) ধ্যানমগ্ন সন্ন্যাসীদের
উত্তরঃ (গ) শান্ত হলুদ দেবতাদের

 

16. ছড়ানো করতলের মতো পাতা-
(ক) গোলাপি গাছ (খ) ঝুলন্ত বিছানা (গ) মিষ্টি বাড়ি (ঘ) চিমনি
উত্তরঃ (ঘ) চিমনি

 

17. ছড়িয়ে থাকা বীভৎস মাথা হল-
(ক) মানুষের (খ) কুকুরের (গ) মন্দিরের (ঘ) পাথরের মূর্তির
উত্তরঃ (ঘ) পাথরের মূর্তির

 

18. “সেই মেয়েটির মৃত্যু হল না।” সেই মেয়েটি বলতে বোঝানো হয়েছে –
(ক) কবিতার কথকের জন্য অপেক্ষারতা মেয়েটিকে (খ) গির্জার এক নানকে
(গ) যুদ্ধের সময় মারা না যাওয়া এক শিশুকন্যাকে (ঘ) কবিতার কথকের স্ত্রীকে
উত্তরঃ (ক) কবিতার কথকের জন্য অপেক্ষারতা মেয়েটিকে

 

19. “সমস্ত সমতলে ধরে গেল আগুন”, যাতে-
(ক) দেবতা, বাড়ি, বারান্দা, গাছপালা সবই ধবংস হল (খ) গাছগুলো পুড়ে ছাই হয়ে গেল
(গ) আগ্নেয়পাহাড়টি ভয়াবহ বিস্ফোরণে ফেটে পড়ল (ঘ) কবিতার কথককে অন্যত্র চলে যেতে হল
উত্তরঃ (ক) দেবতা, বাড়ি, বারান্দা, গাছপালা সবই ধবংস হল

 

20. ‘শান্ত হলুদ দেবতারা’ বলতে বোঝানো হয়েছে-
(ক) পাথরের তৈরি দেবতা (খ) জীবন্ত দেবতা (গ) গির্জার সন্ন্যাসী (ঘ) মৃত দেবতা
উত্তরঃ (ক) পাথরের তৈরি দেবতা

 

21. শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল-
(ক) যুগ যুগ ধরে (খ) লক্ষ বছর ধরে (গ) কোটি বছর ধরে (ঘ) হাজার বছর ধরে
উত্তরঃ (ঘ) হাজার বছর ধরে

 

22. ‘শান্ত হলুদ দেবতারা’ হাজার বছর ধরে –
(ক) ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন (খ) সভ্যতাকে রক্ষা করেছিলেন
(গ) অহিংসার বাণী প্রচার করেছিলেন (ঘ) মানুষকে দুঃখ জয় করার শক্তি দিয়েছিলেন
উত্তরঃ (ক) ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন

 

22. “দেবতারা/যারা…ডুবে ছিল ধ্যানে”—তাদের গায়ের রং
(ক) কালো (খ) সাদা (গ) হলুদ (ঘ) নীল
উত্তরঃ (গ) হলুদ
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান – ১) অসুখী একজন (পাবলো নেরুদা) কবিতা প্রশ্ন উত্তর – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২ – Madhyamik Bengali Suggestion 2022
১. ‘অসুখী একজন’ কবিতাটি কার লেখা?
উত্তরঃ ‘অসুখী’ একজন’ কবিতাটি চিলির প্রখ্যাত প্রতিবাদী কবি এবং প্রেমের কবিতাতেও এক আশ্চর্য কণ্ঠস্বরের স্রষ্টা পাবলো নেরুদার লেখা।

 

২. “চলে গেলাম দূর … দূরে”—কে, কীভাবে দূরে চলে গেলেন?
উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতার কবি তাঁর প্রণয়িনীকে তার অপেক্ষায় দরজায় দাঁড় করিয়ে রেখে দূরে চলে গেলেন।

 

৩. ‘অসুখী একজন’ কবিতাটির ইংরেজি তরজমাটির নাম কী?
উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতাটির ইংরেজি তরজমাটির নাম ‘The Unhappy One’l

 

৪. ‘অসুখী একজন’ কবিতাটি কোন্ অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ পাবলো নেরুদা রচিত ‘অসুখী একজন’ কবিতাটি কবি নবারুণ ভট্টাচার্যের অনুবাদ কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে থেকে নেওয়া হয়েছে।

 

৫. ‘অসুখী একজন’ কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা?
উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতাটি চিলির প্রখ্যাত কবি পাবলো নেরুদার Extravagaria কাবগ্রন্থের অন্তর্গত কবিতা।

 

৬. ‘Extravagaria’ কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উত্তরঃ কবি পাবলো নেরুদা রচিত Extravagaria কাব্যগ্রন্থটি ১৯৫৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

 

৭. ‘Extravagarig’ কাব্যগ্রন্থের কবিতাগুলি কোন্ সময়পর্বে রচিত?
উত্তরঃ কবি পাবলো নেরুদা রচিত Extravagaria কাব্যগ্রন্থের কবিতাগুলি ১৯৫৭-১৯৫৮ খ্রিস্টাব্দের মধ্যে রচিত।

 

৮. ‘Extravagaria’ কাব্যগ্রন্থে মোট কটি কবিতা রয়েছে?
উত্তরঃ কবি পাবলো নেরুদা রচিত Extravagaria কাব্যগ্রন্থে মোট ৬১টি কবিতা রয়েছে।

 

৯. “তারা আর স্বপ্ন দেখতে পারল না।”—এখানে কাদের কথা বলা হয়েছে?
উত্তরঃ শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে এবং মন্দির থেকে উলটে পড়েছিল টুকরো টুকরো হয়ে, এখানে তাদের কথাই বলা হয়েছে।

 

১০. ‘অসুখী একজন’ কবিতার কবি কোথায় ঘুমিয়েছিলেন?
উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতার কবি ঘুমিয়েছিলেন তার মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায়।

 

১১. যুদ্ধের আগুনে কী কী জ্বলে গিয়েছিল?
উত্তরঃ যুদ্ধের আগুনে জ্বলে গিয়েছিল গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জলতরণ।

 

১২. আগে যেখানে শহর ছিল, যুদ্ধের পর সেখানে কী ছড়িয়ে রইল?
উত্তরঃ আগে যেখানে শহর ছিল যুদ্ধের পর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের কালো দাগ।

 

১৩. কবি পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তরঃ কবি পাবলো নেরুদা ১৯৭১ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

 

১৪. “অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে…”— ‘অসুখী একজন’ কবিতায় কথক কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোথায় চলে গেলেন?
উত্তরঃ কবি পাবলো নেরুদা রচিত ‘অসুখী একজন’ কবিতায় কথক তার প্রেয়সীকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে বহুদূরে চলে গেলেন।

 

১৫. যুদ্ধ আসার ফলে কোথায় আগুন ধরে গিয়েছিল?
উত্তরঃ যুদ্ধ আসার ফলে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল।
ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান – ৩) অসুখী একজন (পাবলো নেরুদা) কবিতা প্রশ্ন উত্তর – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২ – Madhyamik Bengali Suggestion 2022
১. “আমি তাকে ছেড়ে দিলাম”—এই ছেড়ে দেওয়ার তাৎপর্য কী?

 

২. “আমি চলে গেলাম দূর … দুরে।” কে, কেন দুরে চলে গিয়েছিলেন?

 

৩. “একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গীর্জার এক নান”– প্রসঙ্গটি উল্লেখের কারণ আলোচনা করো।

 

৪. “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ” -কবি এ কথার মধ্যে দিয়ে কী বোঝাতে চেয়েছেন?

 

৫. “রক্তের একটা কালো দাগ” –কোথায়, কখন রক্তের কালো দাগ দেখা গিয়েছিল? কার রক্তের দাগের কথা এখানে বলা হয়েছে ? ১+২

 

৬. “সেই মেয়েটির মৃত্যু হলো না”—কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো।

 

৭. “তারা আর স্বপ্ন দেখতে পারল না”—এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের স্বপ্ন দেখতে না-পারার কারণ কী? ১+২

 

৮. “যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম”- কে, কখন, কোথায় সুলত বিছানায় ঘুমিয়েছিলেন? সেই বিছানার পরিণতি কী হয়েছিল এবং কেন? ১+২

 

৯. “তারা আর স্বপ্ন দেখতে পারল না।”—মন্তব্যটি ব্যাখ্যা করো।

 

১০. “সব চুর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে”—কবির এ কথা বলার কারণ উল্লেখ করো।

 

১১. “রক্তের একটা কালো দাগ।”—বিষয়টি কোন্ তাৎপর্যকে বহন করে।
রচনাধর্মী প্রশ্ন (প্রশ্নমান – ৫) অসুখী একজন (পাবলো নেরুদা) কবিতা প্রশ্ন উত্তর – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২ – Madhyamik Bengali Suggestion 2022
১. “আর সেই মেয়েটি আমার অপেক্ষায়।”— এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো।

 

২. অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়/আমি চলে গেলাম দূর..দূরে।”- বক্তা চলে যাওয়ার পরে কী কী ঘটেছিল?

 

৩. “সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।”— ‘সব’বলতে কী বোঝানো হয়েছে? তা কীভাবে আগুনে জ্বলে যায় আলোচনা করো। 2+৩

 

৪. “তারপর যুদ্ধ এল’– যুদ্ধের ভয়ংকর রূপের একটি সংক্ষিপ্ত পরিচয় লিপিবদ্ধ করো।

 

৫. “তারপর যুদ্ধ এল” — ‘তারপর’ কথাটির দ্বারা কবি কোন্ সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন্ প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? 2+৩

 

৬. “শিশু আর বাড়িরা খুন হলো/সেই মেয়েটির মৃত্যু হল না।”—কী কারণে শিশু ও বাড়িরা খুন হল? মেয়েটির মৃত্যু না-হওয়ার কারণ কী? ১+৪

 

৭. “তারা আর স্বপ্ন দেখতে পারল না।”-‘তারা’ কারা? তাদের স্বপ্ন দেখতে না-পারার বিষয়টি স্পষ্ট করো। ১+৪

 

৮. “সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা/যেখানে, আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে ছিলাম” এর মাধ্যমে বক্কার কোন্ বক্তব্য প্রকাশ পেয়েছে, লেখো। 
পাঠ্যগত ব্যাকরণ – অসুখী একজন (পাবলো নেরুদা) কবিতা প্রশ্ন উত্তর – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২– Madhyamik Bengali Suggestion 2022
বহুবিকল্পীয় প্রশ্ন (প্রশ্নমান – ১)

 

সঠিক উত্তরটি নির্বাচন করো:-

 

কারক-বিভক্তি

 

১. “আমি তাকে ছেড়ে দিলাম/অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়।”-রেখাঙ্কিত পদটি
(ক) কর্মকারকে ‘য় বিভক্তি (খ) অধিকরণ কারকে ‘য়’ বিভক্তি (গ) অপাদান কারকে ‘য়’ বিভক্তি (ঘ) নিমিত্ত কারকে ‘য়’ বিভক্তি
উত্তরঃ (খ)

 

২. “আমি চলে গেলাম দূর… দূরে।”-রেখাঙ্কিত পদটি
(ক) অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি (খ) কর্মকারকে ‘এ’ বিভক্তি (গ) করণকারকে ‘এ’ বিভক্তি (ঘ) অপাদান কারকে ‘এ’ বিভক্তি
উত্তরঃ (ক)

 

৩. “সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।”—রেখাঙ্কিত পদটি
(ক) কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি (খ) কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি (গ) করণকারকে ‘শূন্য’ বিভক্তি (ঘ) অপাদান কারকে ‘শূন্য’ বিভক্তি
উত্তরঃ (খ)

 

৪. “একটা সপ্তাহ… কেটে গেল।”-রেখাঙ্কিত পদটি
(ক) কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি (খ) অধিকরণ কারকে ‘শূন্য’ বিভক্তি (গ) কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি (ঘ) নিমিত্ত কারকে ‘শূন্য’ বিভক্তি
উত্তরঃ (গ)

 

৫. “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ।”—রেখাঙ্কিত পদটি
(ক) কর্মকারকে ‘এ’ বিভক্তি (খ) করণকারকে ‘তে’ বিভক্তি (গ) কর্তৃকারকে ‘তে’ বিভক্তি (ঘ) অধিকরণ কারকে ‘তে’ বিভক্তি
উত্তরঃ (খ)

 

সমাস

 

৬. “একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল।”–সপ্তাহ’ পদটি কোন্ সমাস?
(ক) দ্বন্দ্ব সমাস (খ) দ্বিগু সমাস (গ) কর্মধারয় সমাস (ঘ) তৎপুরুষ সমাস
উত্তরঃ (খ)

 

৭. “রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো।”—“আগ্নেয়পাহাড়’ পদটির ব্যাসবাক্য হবে
(ক) পাহাড়ের আগুন (খ) আগুন পাহাড় (গ) আগুনের পাহাড় (ঘ) অগ্নি উদগিরক পাহাড়
উত্তরঃ (ঘ)

 

৮. “সমস্ত সমতলে ধরে গেল আগুন”–‘সমতল’ পদটির ব্যাসবাক্য হবে
(ক) সমান তল যার (খ) সম ও তল (গ) তলদেশ সমান যার (ঘ) সমান তলদেশবিশিষ্ট
উত্তরঃ (গ)

 

৯. “…ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম।”—‘ঝুলন্ত’ পদটি কোন সমাস?
(ক) কর্মধারয় সমাস (খ) তৎপুরুষ সমাস (গ) বহুব্রীহি সমাস (ঘ) দ্বন্দ্ব সমাস
উত্তরঃ (গ)

 

১০. প্রাচীন জলতরঙগ’-জলতরঙ্গ’ পদটির ব্যাসবাক্য হবে
(ক) জল ও তরঙ্গ (খ) জলের তরঙ্গ (গ) জলের মাধ্যমে উখিত তরঙ্গ (ঘ) ‘খ’ ও ‘গ’ উভয়ই
উত্তরঃ (ঘ)

 

বাক্য

 

১১. “আমি চলে গেলাম. দূরে।”—বাক্যটির যৌগিক বাক্যের রূপ হবে
(ক) আমি চলে গেলাম এবং দুরে (খ) আমি দূরে এবং দূরে চলে গেলাম (গ) আমি গেলাম, তবে দূরে (ঘ) আমি চলে গেলাম দূরে, বহুদূরে
উত্তরঃ (গ)

 

১২. “একটা কুকুর চলে গেল-বাক্যটির জটিল বাক্যের রূপ হবে
(ক) যে যায় সে একটা কুকুর (খ) যেটা গেল সেটা কুকুর (গ) যেটা চলে গেল, সেটা একটা কুকুর (ঘ) কুকুরই চলে গেল
উত্তরঃ (গ)

 

১৩. “ঘাস জন্মালো রাস্তায়”-কোন্ বাক্য?
(ক) জটিল বাক্য (খ) সরলবাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) নর্থক বাক্য
উত্তরঃ (খ)

 

১৪. “সব চুর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে”—বাক্যটির যৌগিক বাক্যের রূপ হবে
(ক) সব চূর্ণ হয়ে গেল অথবা জ্বলে গেল আগুনে (খ) সব চূর্ণ হল এবং আগুনে প্রজ্জ্বলিত হল (গ) সব চূর্ণ হয়ে গেল এবং জ্বলে গেল আগুনে (ঘ) সব চূর্ণ বা প্রজ্জ্বলিত হল আগুনে
উত্তরঃ (গ)

 

১৫. “যারা হাজার বছর ধরে/ডুবে ছিল ধ্যানে/ উল্টে পড়ল মন্দির থেকে বাক্যটির সরলবাক্যের রূপ হবে
(ক) ধ্যানমগ্নরা উলটে পড়ল মন্দির থেকে (খ) ধ্যানমগ্নরা মন্দির থেকে উলটে পড়ল (গ) হাজার বছরব্যাপী ধ্যানমগ্নরা মন্দির থেকে উলটে পড়ল (ঘ) বর্ষব্যাপী ধ্যানমগ্নরা মন্দির থেকে উলটে পড়ল
উত্তরঃ (গ)

 

বাচ্য

 

১৬. “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ”—বাক্যটির কর্মবাচ্যের রূপ হবে
(ক) বৃষ্টি আমার পায়ের দাগ ধুয়ে দিল (খ) বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধৌত হল (গ) বৃষ্টির মাধ্যমে আমার পায়ের দাগ ধৌত হল (ঘ) বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে গেল
উত্তরঃ (খ)

 

১৭. “সে জানত না”—কোন বাচ্য?
(ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
উত্তরঃ (ক)

 

১৮. “তারা আর স্বপ্ন দেখতে পারল না।”—কোন্ বাচ্য?
(ক) কর্মবাচ্য (খ) কর্তৃবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
উত্তরঃ (খ)

 

১৯. “শিশু আর বাড়িরা খুন হলো।”—কোন্ বাচ্য?
(ক) ভাববাচ্য (খ) কর্তৃবাচ্য (গ) কর্মকর্তৃবাচ্য (ঘ) কর্মবাচ্য
উত্তরঃ (গ)

 

২০. “সেই মেয়েটির মৃত্যু হলো না।”—বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হবে
(ক) সেই মেয়েটি মরল না (খ) সেই মেয়েটি জীবিত থাকল (গ) সেই মেয়েটি মরেনি (ঘ) সেই মেয়েটি মৃত্যুহীন থাকলো
উত্তরঃ (ক)
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান – ১)

 

কারক-বিভক্তি

 

১. সমস্ত সমতলে ধরে গেল আগুন।”–নিম্নরেখাঙ্কিত পদটির কারক-বিভক্তি নির্ণয় করো।
উত্তরঃ সমতলে—অধিকারণ কারকে ‘এ’ বিভক্তি।

 

২. উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে।”-নিম্নরেখাঙ্কিত পদটির কারক-বিভক্তি কী হবে?
উত্তরঃ মন্দির থেকে অপাদান কারকে ‘থেকে’ অনুসর্গ।

 

৩. “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ।”—নিম্নরেখাঙ্কিত পদটির কারক-বিভক্তি নির্ণয় করো।
উত্তরঃ বৃষ্টিতে—কর্তৃকারকে ‘তে’ বিভক্তি।

 

৪. “সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা।”–নিম্নরেখাঙ্কিত পদটির কারক-বিভক্তি লেখো।
উত্তরঃ কাঠকয়লা–কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।

 

৫. “ঘাস জন্মালো রাস্তায়।”—নিম্নরেখাঙ্কিত পদটির কারক-বিভক্তি কী হবে?
উত্তরঃ রাস্তায়—অধিকরণ কারকে ‘য়’ বিভক্তি।

 

সমাস

 

৬. “একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল।”–‘সপ্তাহ’ পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
উত্তরঃ সপ্তাহ–সপ্ত অহের সমাহার (সমাহার দ্বিগু সমাস)।

 

৭. “রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো।”—নিম্নরেখাঙ্কিত পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
উত্তরঃ আগ্নেয়পাহাড়-অগ্নি উদগিরক পাহাড় (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)।

 

৮. “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ।”—নিম্নরেখাঙ্কিত পদটির সমাসের নাম লেখো।
উত্তরঃ পায়ের দাগ-(সম্বন্ধ তৎপুরুষ সমাস)।

 

৯. “ছড়ানো করতলের মতো।”—নিম্নরেখাঙ্কিত পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
উত্তরঃ করতলের-করের তল (সম্বন্ধ তৎপুরুষ সমাস), তার।

 

১০. “সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা।”—‘কাঠকয়লা’ পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখা।
উত্তরঃ কাঠকয়লা-কাঠ ও কয়লা (দ্বন্দ্ব সমাস)।

 

বাক্য

 

১১. “সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।”—জটিল বাক্যের রূপ দাও।
উত্তরঃ আমি যে আর কখনও ফিরে আসব না তা সে জানত না।

 

১২. “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ।”—বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করো।
উত্তরঃ বৃষ্টিতে যা ধুয়ে দিল তা হল আমার পায়ের দাগ।

 

১৩. “শিশু আর বাড়িরা খুন হলো।”—বাক্যটিকে নঞর্থক বাক্যে পরিণত করলে কী হবে?
উত্তরঃ শিশু আর বাড়িরা খুন হল না এমন নয়।

 

১৪. “সবচূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।”—যৌগিক বাক্যে পরিণত করো।
উত্তরঃ সব চূর্ণ হয়ে গেল এবং জ্বলে গেল আগুনে।

 

১৫. “ সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা।”—প্রশ্নবোধক বাক্যে পরিণত করো।
উত্তরঃ সেখানে যা ছড়িয়ে রইল তা কি কাঠকয়লা নয়?

 

বাচ্য

 

১৬. “একটা কুকুর চলে গেল।”—বাক্যটিকে ভাববাচ্যে পরিণত করো।
উত্তরঃ একটা কুকুরের চলে যাওয়া হল।

 

১৭. “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ।”-কর্মবাচ্যে এর রূপ কী হবে?
উত্তরঃ বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধৌত হল।

 

১৮. “তারপর যুদ্ধ এল।”—বাক্যটিকে ভাববাচ্যে পরিণত করো।
উত্তরঃ তারপর যুদ্ধের আসা হল।

 

১৯. “সেই মেয়েটির মৃত্যু হল না।”—বাক্যটির কর্তৃবাচ্যে রূপ দাও।
উত্তরঃ সেই মেয়েটি মারা গেল না।

 

২০. “তারা আর স্বপ্ন দেখতে পারল না।”—বাক্যটি ভাববাচ্যে পরিণত করো।
উত্তরঃ তাদের আর স্বপ্ন দেখা হল না।
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২(2022) | দশম শ্রেণীর বাংলা – অসুখী একজন (পাবলো নেরুদা) কবিতা প্রশ্ন উত্তর 

” মাধ্যমিক  বাংলা –  অসুখী একজন (পাবলো নেরুদা) কবিতা MCQ প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (Madhyamik / WB Madhyamik / MP Exam / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে StudywithGenius.in এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik Bengali Suggestion 2022 / West Bengal Board of Secondary Education – WBBSE Bengali Suggestion / Madhyamik Class 10th Bengali Suggestion / Class X Bengali Suggestion / Madhyamik Pariksha Bengali Suggestion / Bengali Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Madhyamik Bengali Suggestion 2022 FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস  মাধ্যমিক (দশম শ্রেণী) বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন সফল হবে।

You May Visit :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X