StudyWithGenius

class 12 physics chapter wise mcq west bengal board

পরমাণুর গঠন (Atomic Structure)

1. 
হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন সংক্রমণে কোন্‌টিতে সর্বাধিক পরিমাণ শক্তির প্রয়োজন ?

2. 
কোন ইলেকট্রন স্তর হাইড্রোজেন পরমাণুকে ফোটন কণা শোষণ করায়, কিন্তু বর্জন করায় না?

3. 
নিচের জোড়গুলির মধ্যে রাদারফোর্ড কোন্‌টি α-বিচ্ছুরণ পরীক্ষায় ব্যবহার করেছিলেন?

4. 
একটি পরমাণুতে 2টি K, 8টি L এবং 2টি M ইলেকট্রন আছে। পরমাণুটির প্রোটন সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মোট উপশক্তিস্তর সংখ্যা ও মোট p ইলেকট্রন সংখ্যা হল

5. 
হাইড্রোজেন পরমাণুর পাশাপাশি অবস্থিত কক্ষকগুলির মধ্যে শক্তির পার্থক্য কোয়ান্টাম সংখ্যা বৃদ্ধির সঙ্গে —

6. 
একাধিক ইলেকট্রন-বিশিষ্ট পরমাণুর একটি কক্ষকে অবস্থিত ইলেকট্রনের শক্তি নির্ভর করে

7. 
একটি উপকক্ষে কক্ষকের সংখ্যা নিচের কোন্‌টি দ্বারা প্রকাশ করা যায়?

8. 
সবুজ আলোকের কম্পাঙ্ক 6 × 10^14Hz-এর তরঙ্গদৈর্ঘ্য হল -

9. 
হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর-কক্ষের ব্যাসার্ধ =r হলে, তৃতীয় বোর-কক্ষের ব্যাসার্ধ হবে-

10. 
ইলেকট্রনের ঘূর্ণনের জন্য কোয়ান্টাম সংখ্যা +½ এবং -½ প্রকাশ করে-

11. 
যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যা n = 3 হয়, তা হলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মান হতে পারে

12. 
পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা হল

13. 
He+ আয়নের ইলেকট্রনটির সম্ভাব্যতম ব্যাসার্ধ pm এককে হবে-

14. 
একটি মৌলের পারমাণবিক ভর 19। এর পরমাণুর দ্বিতীয় কক্ষে 7টি ইলেকট্রন আছে। মৌলটির নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হল -

15. 
ইলেকট্রনটির কক্ষপথের আকার জানা যায়—

16. 
যখন হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন n = 4 কক্ষ থেকে n = 1 কক্ষে লাফিয়ে নেমে আসে, তখন নির্গত বর্ণালি রেখার সংখ্যা হবে-

17. 
3s এবং 2p-কক্ষকের radial node-এর সংখ্যা যথাক্রমে

18. 
Px-কক্ষকে নোডাল (nodal) তলের সংখ্যা হল-

19. 
700 nm ফোটনের শক্তি হল-

20. 
নিচের কোন্‌টি দ্বারা কোনো উপকক্ষে সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা প্রকাশ করা যায় ?

Thank You

Join our social networks below and stay updated with latest contests, videos, internships and jobs!
YouTube | LinkedIn | Instagram | Facebook | Pinterest

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X