ANM GNM Online Coaching 2023 | সাফল্য Batch By Career Dishari Academy
gnm online classes app, gnm anm practice set pdf, gnm nursing coaching 2023, gnm nursing coaching centre, anm gnm exam preparation, gnm nursing coaching in Kolkata, gnm nursing coaching centre near me, online nursing coaching classes, anm gnm online coaching 2023, anm gnm online coaching app, anm gnm online coaching Bengali, anm gnm online coaching best, anm gnm online coaching booking, anm gnm online coaching classes, anm gnm online coaching fees, anm gnm online coaching in west bengal
WBJEE ANM GNM : যে সকল Student নার্সিং এর ক্ষেত্রে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চাই তাদের ক্ষেত্রে WBJEE ANM GNM একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষা দেবার পর যারা সরকারি কলেজে নার্সিং করার চান্স পাবে তাদের ক্ষেত্রে পরবর্তীকালে একটি সরকারি নার্সিং এর চাকরি নিশ্চিত। তাছাড়া তুমি সরকারি কলেজে সুযোগ না পেলেও, একটি ভালো বেসরকারি কলেজ থেকে পড়লে একটি নিশ্চিত বেসরকারি এবং উচ্চ বেতনের চাকরি অবশ্যই পাবে। তাই এখন থেকেই তোমাদের এই WBJEE ANM GNM পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেওয়াটাই শ্রেয়। যাতে তোমরা পরবর্তীকালে একটি সুন্দর সরকারি নার্সিং কলেজ পেতে পারো।
তোমরা যারা এই বছর অর্থাৎ ২০২৩ সালে WBJEE ANM GNM পরীক্ষা দেবে তাদের জন্য আমরা একটি অনলাইন কোচিং এর ব্যবস্থা করেছি। এখানে খুবই কম Fees এ সুদক্ষ Teacher দ্বারা প্রতিটি বিষয়ে খুবই যত্ন সহকারে পড়ানো হয়।
Fees: 300/- per Month Registration Fees: 100/- ( “SWG100” Coupon Code Use করলে Registration Fees দিতে হবে না) পুরো Fess একসাথে payment করলে 10% OFF পাওয়া যাবে।
প্রথমে Payment হিসাবে 600 টাকা নেওয়া হবে, যার মধ্যে 300 টাকা প্রথম মাসের Payment এবং বাকি 300 টাকা শেষ মাসের Payment টি নেওয়া হবে Security Money হিসাবে ওটাকে ধরা হবে
Coupon Code থাকলে 600 টাকা Payment করতে হবে অর্থাৎ 100 টাকা Off পাবে নয়তো 700 টাকা করতে হবে নয়তো Course এ Enroll করতে পারবে না | (Coupon Code “SWG100“)