1.
নীচের কোনটি ভেক্টর রাশি?
2.
কোন দুটি বলের লব্ধি 6N হতে পারে না?
3.
যদি vector A = vector B+ vector C ও vector A, vector B ও vector C -এর স্কেলার মান যথাক্রমে 5, 4 ও 3 হয়, তাহলে vector A ও vector C -এর মধ্যবর্তী কোণ হল -
4.
0.2i+0.6j+xk একটি একক ভেক্টর হল, x-এর মান কত?
5.
একটি কণার অবস্থান ভেক্টর vector r = î acos(wt)+ ĵ asin (wt) হলে কণার গতিবেগ—
6.
vector A = 2i + 3j & vector B = i + j . B বরাবর A -এর উপাংশের মান—
7.
একটি বল P অপর একটি বল P -এর সঙ্গে 20° কোণ উৎপন্ন করে। বলদ্বয়ের লব্ধি হবে -
8.
A =4i+3j-12k ভেক্টরটি x অক্ষের সঙ্গে যে কোণে আনত, তার মান হল-
9.
(vector A+ vector B) & (vector A- vector B) ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে-
10.
vector A & vector B-এর মধ্যবর্তী কোণ t হলে vector A . (vector A × vector B) = ?
11.
vector C = (vector A × vector B) & vector D = (vector B × vector A) . vector C & vector D -এর মধ্যে কোণ কত?
12.
vector A ও vector B পরস্পর লম্ব হলে, [(vector A + vector B) × (vector A - vector B)] = ?
13.
তিনটি ভেক্টর vector A, vector B & vector C এমন, যে (vector A × vector B) + (vector B × vector C) + (vector C × vector A) = 0 তাহলে ভেক্টর তিনটি হবে -
14.
(vector A) × (vector B × vector C) = 1/2 (vector B) হলে, vector A ও vector B -এর অন্তর্গত কোণ হবে -
15.
একটি প্রাসকে α অথবা 2α যেকোন কোণে নিক্ষেপ করলে তার প্রক্ষেপ সীমা একই থাকলে, α -এর মান হবে -
16.
vector A=5i+(λ) j +k এবং vector B =1-2j+k পরস্পর লম্ব হলে, λ-এর মান হবে -
17.
নদী তীরের সাপেক্ষে নৌকার বেগ (3i+4j) & স্রোতের বেগ (-3i-4j) হলে, স্রোতের সাপেক্ষে নৌকার বেগ হবে-
18.
স্থির নদীতে নৌকার বেগ 5 km/hr, নৌকাটি 1 km প্রস্থের একটি নদী পার হবে 15 min সময়ে ন্যূনতম পথে, নদীর বেগ Km/hr এককে হবে-
19.
একটি পাত্র বৃষ্টির জলে ভর্তি হচ্ছে। অনুভূমিকভাবে বায়ুপ্রবাহ হলে, পাত্রটি জলপূর্ণ হওয়ার হার—
20.
প্রাসের গতির ক্ষেত্রে গতিবেগ ও ত্বরণ—
22.
vector C = (vector A × vector B) & vector D = (vector B × vector A) . vector C & vector D -এর মধ্যে কোণ কত?
23.
অনুভূমিকের সঙ্গে 60° কোণে K পরিমাণ গতিশক্তি দিয়ে একটি কণাকে প্রক্ষেপ করা হলো। সর্বোচ্চ অবস্থানে কণার গতিশক্তি কত হবে?
24.
একটি বস্তুকে (ai+bj) m/s বেগে প্রক্ষেপ করা হলো। প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতার দ্বিগুণ হবে—
25.
দুটি প্রক্ষেপ কোণের জন্য একটি প্রাসের প্রক্ষেপ সীমা সমান হয়, যার মান R। দুটি ক্ষেত্রে উড্ডয়নকাল t1 ও t2। যেটি সঠিক—
26.
অনুভূমিক তলে প্রক্ষেপ সীমা r এবং প্রক্ষেপ কোণ Φ হলে, প্রাসের গতিপথের সমীকরণ -
27.
সর্বনিম্ন কতগুলি একতলীয় ভেক্টর (ভিন্ন মানের)-এর লব্ধি শূন্য হবে?
28.
চাপ, ক্ষমতা, শক্তি, ঘাত, মহাকর্ষীয় বিভব, তড়িৎ আধান, উদ্ধৃতা, ক্ষেত্রফল প্রভৃতি রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি/রাশিগুলি হলো—
29.
একটি বলের অনুভূমিক দিকে বেগ, 20m/s। প্রায় সেকেন্ড পর বেগ হবে— (বলটিg = 10m/s² অভিকর্ষজ 1 ত্বরণের অধীনে ক্রিয়াশীল)
30.
vec OA , vec OB & vec OC ভেক্টর তিনটির লব্ধি নির্ণয় কর।। (বৃত্তের ব্যাসার্ধ = R)
31.
A বিন্দুতে একটি প্রাসের বেগ হল (2i+3j) m/s । B বিন্দুতে বেগ হলে—
32.
একটি প্রাসের অনুভূমিক সীমা সর্বোচ্চ উচ্চতার 4√3 গুণ। প্রক্ষেপ কোণ হবে -