StudyWithGenius

class 12 physics chapter wise mcq west bengal board

তেজস্ক্রিয়তা ও পারমাণবিক নিউক্লিয়াস (Radioactivity and Atomic Nucleus)

1. 
একটি স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত রশ্মিকে চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে পাঠালে যে অংশটি একটি নির্দিষ্ট দিকে বেঁকে যায়, তাহল-

2. 
তেজস্ক্রিয় ক্ষয়ে বর্জিত ইলেকট্রনটি আসে-

3. 
যদি 8 g কোনো তেজস্ক্রিয় সমস্থানিকের অর্ধায়ু 10 ঘণ্টা হয়, তাহলে 2 g একই পদার্থের অর্ধায়ু হবে-

4. 
γ-রশ্মি হল -

5. 
নিচের কোন্‌টি তেজস্ক্রিয় পদার্থের বিভাজনের ধরন নয়?

6. 
একটি β-কণার হ্রাস -

7. 
পরমাণু ক্রমাঙ্কের হ্রাস ঘটে না-

8. 
তেজস্ক্রিয় পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মূল পার্থক্য হল –

9. 
হাইড্রোজেন বোমা যে নীতির উপর ভিত্তি করে রচিত তাহল-

10. 
নিচের মৌলগুলির মধ্যে কোন্‌টির আইসোটোপের সংখ্যা সর্বাধিক।

11. 
নিচের পদ্ধতিগুলির মধ্যে কোনটি রঞ্জন-রশ্মির নির্গমন ঘটায়?

12. 
নিউক্লিয় চুল্লিতে নিচের কোন্‌টি নিউট্রন শোষকরূপে কাজ করে?

13. 
উৎপন্ন পদার্থ একটি আইসোবার যখন বর্জিত হয় –

14. 
একটি কপার তারের একপ্রান্তে α-রশ্মি এবং অপর প্রান্তে β-রশ্মি আপতিত করলে -

15. 
একটি নমুনার (Z = 22) তেজস্ক্রিয়তা 10 বছরে 90% হ্রাস পায়। উক্ত নমুনার অর্ধায়ুকাল কত?

16. 
যদি একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 140 দিন হয়, তাহলে 560 দিনে একগ্রাম ওই মৌলের অবশিষ্ট থাকবে-

17. 
উচ্চতর তাপযুক্ত নক্ষত্রে, যেখানে তাপমাত্রা প্রায় 10^8 ডিগ্রি K-এর কাছাকাছি, সেখানে নিউক্লিয় বিগলন বিক্রিয়া ঘটে এবং চক্রটিকে বলে-

18. 
5g কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 14 ঘণ্টা হলে, ওই একই পদার্থের 20 g-এর অর্ধায়ু হবে -

Thank You

Join our social networks below and stay updated with latest contests, videos, internships and jobs!
YouTube | LinkedIn | Instagram | Facebook | Pinterest

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X