StudyWithGenius

Physical Science Set 30

Welcome to your Physical Science Set 30

1. 
ভরবেগ কিসের উপর নির্ভর কনাে ?

2. 
বস্তুর উপর ক্রিয়াশীল বল এবং এর দিকে সৃষ্ট তুরণের মধ্যে সম্পর্ক জানা যায় কোন সূত্র হতে ?

3. 
ঘর্ষণ বল কিসের উদাহরণ?

4. 
আহিত কণাগুলো গতিশীল হলে কোন বলের সৃষ্টি হয়

5. 
সুতা কেটে দিলে সুতায় ঝুলন্ত বস্তু নিচে পড়তে থাকার জন্য কোন বল দায়ী?

6. 
কোন বল খুব স্বল্প পাল্লার এবং আকর্ষণ ধর্মী?

7. 
শিকারিরা বন্দুক থেকে গুলি ছোড়ার পর পিছনের দিকে ধাক্কা অনুভব করে কেন?

8. 
ঘর্ষণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

9. 
একই আকৃতির দুটি বড় নিরেট সিলিন্ডারের মধ্যে একটি কাঠের তৈরি এবং অপরটি ইস্পাতের তৈরি ।গতিশীল অবস্থা থেকে সিলিন্ডার দুটিতে বল প্রয়োগ করে থামাতে হলে কোনটি ঘটবে?

10. 
যাত্রীসহ থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করল। বাসযাত্রীর ক্ষেত্রে কী ঘটবে?

11. 
দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত?

12. 
নিউক্লিয়াসের স্থায়ীত্বের জন্য কোন বল দায়ী?

13. 
দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে কোনটি হয় না?

14. 
একটি বাতাস ভর্তি বেলুনকে দু'হাত দ্বারা চেপে ধরলে কী ঘটে?

15. 
গতিশীল না হওয়া পর্যন্ত কোনাে বস্তুর উপর কোন ঘর্ষণ বল কাজ করে?


Warning: array_filter() expects parameter 1 to be array, bool given in /home/u750175920/domains/studywithgenius.in/public_html/wp-content/plugins/quiz-master-next/php/classes/class-qmn-quiz-manager.php on line 1299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X